Ajker Patrika

হাতিয়ায় যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়ায় যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধ মো. সুলতানের (৭০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে স্বজনেরা ভোলার ইলিশা ঘাটের পাশে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করে। 

নিহত বৃদ্ধ মো. সুলতানের বাড়ি নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামে।

জানা যায়, গত রোববার রাতে হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে তাবলিগ জামাতে ঢাকা যাওয়ার পথে যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হন তিনি। এর আগে নিঝুম দ্বীপ থেকে ৬০ জনের একটি গ্রুপে মো. সুলতান ভোলার চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে এমভি কর্ণফুলী ১৩ লঞ্চে ওঠেন। রাত ১০টার দিকে লঞ্চটি ইলিশা ঘাট থেকে ছেড়ে যাওয়ার পর শরীরের ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান তিনি। 

নিহত বৃদ্ধের ছেলে মোহাচ্ছের হোসেন জানান, গত তিন দিন তারা ঘটনাস্থলের আশপাশে খোঁজাখুঁজি করেন। আজ বুধবার দুপুরে ঘটনাস্থলের কাছে নদীতে ভাসমান অবস্থায় তাঁর বাবার মরদেহ খুঁজে পায় তাঁরা। 

এব্যাপারে নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, মো. সুলতানের মৃতদেহ নিঝুম দ্বীপে এসে পৌঁছেছে। সন্ধ্যার আগে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

নিঝুম দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু হোসাইন বলেন, মরদেহ আজ বিকেলে নিঝুম দ্বিপে এসে পৌঁছেছে। ঘটনাটি আমরা শুনেছি। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করে নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত