সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে গত এক বছরে ১১টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৪টি এবং চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতির অধীনে থাকা ৭টি ট্রান্সফরমার। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হলেও এখনো জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম পল্লি বিদ্যুৎ সমিতির-৩ এর মহাব্যবস্থাপক নূর মো. আজম মজুমদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিটি ট্রান্সফরমার চুরির ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রান্সফরমার উদ্ধার করতে পারেনি পুলিশ। জড়িত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লীবিদ্যুৎ সমিতির-৩ এর সূত্রে জানা যায়, গত এক বছরে বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কার্যালয় এলাকা থেকে তিনটি ও বাড়বকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে একটি এবং পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর অধীনস্থ এলাকা থেকে ৭ টিসহ মোট ১১টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি হওয়ার ট্রান্সফরমারগুলোর বর্তমান মূল্য প্রায় ১০ লাখ টাকা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ট্রান্সফরমার চুরি হলে এর খরচ সরকার বহন করে। কিন্তু পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরি হলে এর অর্ধেক খরচ গ্রাহককে বহন করতে হয়।
এদিকে বাড়বকুণ্ড রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, রেলস্টেশনের উত্তরপাশে বিদ্যুৎ সঞ্চালনের দুটি খুঁটিতে তিনটি বিদ্যুৎ সঞ্চালন লাইন ঝুলে আছে। খুঁটি দুটির মাঝখানের ট্রান্সফরমারটি নেই।
স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, ‘তিন থেকে চার মাস আগে রেলস্টেশনের ট্রান্সফরমারটি চুরি হয়ে গেছে। এরপর নতুন করে এখনো ট্রান্সফরমার বসানো হয়নি।’
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, ‘গত এক বছরে আমার অধীনস্থ এলাকা থেকে তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ট্রান্সফরমারগুলোও উদ্ধার হয়নি।’
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ট্রান্সফরমার চুরির মামলায় তদন্ত চলছে। ট্রান্সফরমার চুরির পর যন্ত্রপাতিগুলো বিভিন্ন খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়। সে জন্য এই চোর চক্রকে ধরতে কিছুটা সময় লাগছে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে গত এক বছরে ১১টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৪টি এবং চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতির অধীনে থাকা ৭টি ট্রান্সফরমার। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হলেও এখনো জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম পল্লি বিদ্যুৎ সমিতির-৩ এর মহাব্যবস্থাপক নূর মো. আজম মজুমদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিটি ট্রান্সফরমার চুরির ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রান্সফরমার উদ্ধার করতে পারেনি পুলিশ। জড়িত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লীবিদ্যুৎ সমিতির-৩ এর সূত্রে জানা যায়, গত এক বছরে বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কার্যালয় এলাকা থেকে তিনটি ও বাড়বকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে একটি এবং পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর অধীনস্থ এলাকা থেকে ৭ টিসহ মোট ১১টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি হওয়ার ট্রান্সফরমারগুলোর বর্তমান মূল্য প্রায় ১০ লাখ টাকা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ট্রান্সফরমার চুরি হলে এর খরচ সরকার বহন করে। কিন্তু পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরি হলে এর অর্ধেক খরচ গ্রাহককে বহন করতে হয়।
এদিকে বাড়বকুণ্ড রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, রেলস্টেশনের উত্তরপাশে বিদ্যুৎ সঞ্চালনের দুটি খুঁটিতে তিনটি বিদ্যুৎ সঞ্চালন লাইন ঝুলে আছে। খুঁটি দুটির মাঝখানের ট্রান্সফরমারটি নেই।
স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, ‘তিন থেকে চার মাস আগে রেলস্টেশনের ট্রান্সফরমারটি চুরি হয়ে গেছে। এরপর নতুন করে এখনো ট্রান্সফরমার বসানো হয়নি।’
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, ‘গত এক বছরে আমার অধীনস্থ এলাকা থেকে তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ট্রান্সফরমারগুলোও উদ্ধার হয়নি।’
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ট্রান্সফরমার চুরির মামলায় তদন্ত চলছে। ট্রান্সফরমার চুরির পর যন্ত্রপাতিগুলো বিভিন্ন খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়। সে জন্য এই চোর চক্রকে ধরতে কিছুটা সময় লাগছে।’
হৃদয়বিদারক, মর্মান্তিক, মর্মস্পর্শী। এমনই এক দুর্ঘটনা ঘটেছে গতকাল সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে। বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা শোকবিহ্বল করেছে পুরো দেশকে। দুপুরে ওই যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন...
১২ মিনিট আগেরাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ে শিশু ওমায়ের নূর আশিক। সোমবার (২১ জুলাই) দুপুরে স্কুলটিতে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হয় শিশুটি। আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে, পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
২১ মিনিট আগেচট্টগ্রামের চকবাজারে শিবির-ছাত্রদল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি থমথমে। মুখোমুখি অবস্থান নিয়েছে শিবির ও ছাত্রদল। মাঝখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তারা দুই পক্ষকে নিবৃত্ত করারও চেষ্ঠা করছেন।
৩৫ মিনিট আগেএকের পর এক অ্যাম্বুলেন্স আসছে। ভেতর থেকে বের করে আনা হচ্ছে কোমলমতি শিশুদের। তাদের কারও হাত-পা, কারও মুখমণ্ডল, আবার কারও শরীরের অধিকাংশই দগ্ধ। তাদের আর্তনাদ ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
৩৯ মিনিট আগে