Ajker Patrika

কুয়েটের শিক্ষার্থী বহিষ্কারের ঘটনার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

কুবি প্রতিনিধি 
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৪: ২৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনার প্রতিবাদ ও কুয়েট ভিসি পদত্যাগের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হান্নান রহিম বলেন, ‘কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের যে বহিষ্কার আদেশ দিয়েছে এর তীব্র নিন্দা জানাচ্ছি। গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে তা আমরা সকলেই জানি এবং কারা হামলা করছে তাও সকলের জানা। তারপরও কুয়েটের ভিসির এমন পক্ষপাতদুষ্ট আচরণ কোনোভাবেই কাম্য নয়।’

তিনি আরও বলেন, ‘কুয়েট কি বাংলাদেশের গাজা? গাজায় যেমন বর্বরোচিত হামলা চলতেছে কিন্তু ভুক্তভোগীরা বিচার পাচ্ছে না ঠিক তেমনি কুয়েটেও একই অবস্থা। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়েটের শিক্ষার্থীদের পাশে আছি। কুয়েট প্রশাসনের কাছে দাবি থাকবে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে এবং কুয়েটের ভিসিকে পদত্যাগ করতে হবে।’

ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবির বলেন, ‘কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীর দায় স্বীকারের পরও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো সাধারণ শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে। কুয়েটের ভিসির এমন পক্ষপাতদুষ্ট আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। আমি কুয়েট প্রশাসনের কাছে দাবি জানাব এমন বিচারের নামে প্রহসন বন্ধ করুন।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জামাল হোসেন রাজু বলেন, ‘আমরা দেখছি ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে যেভাবে ফ্যাসিস্ট  আচরণ করছে, কুয়েট ভিসি একই আচরণ করছে। আমরা আশা করব সে তার ফ্যাসিস্ট আচরণ পরিহার করবে। নতুন বাংলাদেশের সঙ্গে মানিয়ে নিবে। অন্যথায় পদত্যাগ করবে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই।’

প্রসঙ্গত, ১৮ ফেব্রুয়ারি দুপুরে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত