Ajker Patrika

ঈদের ছুটির পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

প্রতিনিধি, আখাউড়া
আপডেট : ২০ আগস্ট ২০২১, ১২: ০৩
ঈদের ছুটির পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ঈদুল আজহার ছয় দিনের ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ সোমবার সকালে ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে ২০ জুলাই মঙ্গলবার থেকে ২৫ জুলাই রোববার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। ঈদের ছুটি শেষে আজ সকাল থেকে আবারও বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, করোনার এই পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ স্বাভাবিক পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ থাকলেও হাইকমিশনের নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি নিয়ে সপ্তাহে (রবি, মঙ্গলবার ও বৃহস্পতিবার) এ তিন দিন সকাল ৮ থেকে বিকেল ৩টার মধ্যে পাসপোর্টধারীরা দেশে ফিরেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত