Ajker Patrika

চট্টগ্রামে যুক্তরাজ্য ও দক্ষিন আফ্রিকাসহ ৫ দেশের ধরন শনাক্ত

প্রতিনিধি
চট্টগ্রামে যুক্তরাজ্য ও দক্ষিন আফ্রিকাসহ ৫ দেশের ধরন শনাক্ত

চট্টগ্রাম: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে চট্টগ্রামে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আইসল্যান্ড এবং সুইজারল্যান্ডের করোনার ধরন শনাক্ত করেছেন গবেষকরা। তবে সুখবর হল এখনও পর্যন্ত ভারতের ভাইরাসের কোনো ধরন পাওয়া যায়নি।

সোমবার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চট্টগ্রামে ১০ জন কোভিড রোগীর নমুনা সংগ্রহ করে গবেষণার এ ফলাফল তুলে ধরেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একদল গবেষক । এই গবেষণার সাথে ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসাআইআর)  দুই গবেষকও ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে গত ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত  ১০ জন নানা বয়সী কোভিড রোগীর নমুনা সংগ্রহ করেন তাঁরা। এর মধ্যে পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। এসব নমুনার পূর্ণাঙ্গ জিনোম সিকুয়েন্স বা জীবন রহস্য উন্মোচন করতে ঢাকা বিসিএসআইআর এ পাঠানো হয়।

এই ১০ টি নমুনার জিনোম সিকুয়েন্সের তথ্য পাবলিক ডাটাবেজ GISAID-এ জমা দেওয়া হয়েছে।

সিভাসুর জনসংযোগ কর্মকর্তা খলিলূর রহমান জানান, গবেষণায় দেখা গেছে, ১০টি নমুনার ৬টিতেই যুক্তরাজ্য ধরন (B.1.1.7) ও তিনটিতে দক্ষিণ আফ্রিকার ধরনের (B.1.351) উপস্থিতি পাওয়া গেছে।

আর একটিতে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও আইসল্যান্ড এর ধরন (B.1.1.142) পাওয়া গেছে। তবে কোনো নমুনাতেই ভারতীয় ধরন (B.1.617) এর উপস্থিতি পাওয়া যায়নি।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের সার্বিক নির্দেশনায় সিভাসুর অধ্যাপক ড. পরিতোষ কুমার বিশ্বাস, অধ্যাপক ড. শারমিন চৌধুরী, ডা. ইফতেখার আহমেদ রানা, ডা. ত্রিদীপ দাশ, ডা. প্রাণেশ দত্ত, ডা. মো. সিরাজুল ইসলাম ও ডা. তানভীর আহমদ নিজামী এই গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন।

এছাড়া বিসিএসআইআর- গবেষক ড. মো. সেলিম খান ও ড. মো. মোরশেদ হাসান সরকারও ছিলেন।

তবে গবেষণাটি মূল্যায়ন করতে গিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, আরও বেশি নমুনা থেকে ভাইরাসের জিনোম সিকুয়েন্স করলে প্রকৃত চিত্র উঠে আসত।

এর আগে করোনাভাইরাসের প্রথম ঢেউয়ে সিভাসুর উদ্যোগে আটটি নমুনা থেকে ভাইরাসের জিনোম সিকুয়েন্স করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত