Ajker Patrika

সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৭: ৫৫
সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

জাহাজ থেকে পা পিছলে পড়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর এমরান হোসেন (২৭) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের জলিল গেট এলাকার সাগর উপকূল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

এমরান হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৈতরা এলাকার আবদুল হকের ছেলে। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক একরাম উল্ল্যাহ বলেন, ‘গত বৃহস্পতিবার পতেঙ্গা থানার আকমল আলী রোডসংলগ্ন সাগর উপকূলে থাকা এমটি আজিজ হোসেন নামের তেলবাহী একটি জাহাজে তেল নামানোর কাজ করছিলেন এমরান। তেল নামানোর একপর্যায়ে জাহাজ থেকে পা পিছলে সাগরে পড়ে যান তিনি। দুর্ঘটনার পর থেকেই জাহাজ কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা তাঁকে খুঁজে বের করার চেষ্টা করেও খুঁজে পাননি। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন ভাটিয়ারি ইউনিয়নের সাগর উপকূলে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি আমাদের জানায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাউছিয়া কমিটির সহায়তায় মরদেহ উদ্ধার করে।’ 
 
একরাম উল্ল্যাহ আরও বলেন, ‘উদ্ধার করার পর গাউছিয়া কমিটি সীতাকুণ্ড শাখার টিম লিডার মামুনুর রশিদের নেতৃত্বে মরদেহের কাপন পরানো হয়। মরদেহ নিতে স্ত্রীসহ পরিবারের সদস্যরা নৌ-পুলিশ ফাঁড়িতে এসেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত