Ajker Patrika

নোয়াখালীর চাটখিলে মাথায় রড ঢুকে চালকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৭: ৪৩
নোয়াখালীর চাটখিলে মাথায় রড ঢুকে চালকের মৃত্যু

নোয়াখালীর চাটখিলে রড বোঝাই একটি ট্রাক্টরের সামনের অংশ ভেঙে পড়ে মাথায় রড ঢুকে আলমগীর হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ওই ট্রাক্টরের চালক ছিলেন।

আজ মঙ্গলবার সকালে চাটখিল মারকাজ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন নেত্রকোনা জেলার ভারহাটা থানার শিবনা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। তিনি চাটখিলের ভীমপুরে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চাটখিল বাজার থেকে ট্রাক্টরে রড বোঝাই করে বাজার পার্শ্ববর্তী একটি বাড়িতে যাচ্ছিলেন চালক আলমগীর হোসেন। যাত্রাপথে সোনাইমুড়ী-চাটখিল সড়কের চাটখিল বাজারসংলগ্ন মারকাজ মসজিদের সামনে পৌঁছালে অতিরিক্ত রডের চাপে গাড়ির সামনের অংশ ভেঙে রডগুলো তাঁর মাথার ওপর পড়ে। এ সময় একটি রড তাঁর মাথার ভেতর ঢুকে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের লোকজন মরদেহ নিয়ে রওনা দিয়েছেন বলে শুনেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত