জমির উদ্দিন, চট্টগ্রাম
পড়ালেখার বিষয়ে ছিলেন অতি আগ্রহী। প্রতিটি পরীক্ষায় ভালো করার ইচ্ছা তাড়িয়ে বেড়াত তাঁকে। পরীক্ষায় কম নম্বর পেলে মন খারাপ করে বসে থাকতেন। এসএসসিতে পড়ার ফাঁকে ফাঁকে এইচএসসির বই, এইচএসসি পড়ার সময় মেডিকেল ভর্তি পরীক্ষার পড়া পড়তেন। এ যুগের ছেলে হয়েও ব্যবহার করতেন না স্মার্টফোন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টও নেই তাঁর।
বলছি মেডিকেলে ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম হওয়া রাফছান জামানের কথা। আজ রোববার দুপুরে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলে প্রথম হন তিনি।
নগরের হালিশহর কে-ব্লকে মা-বাবা ও এক বোনের সঙ্গে থাকেন তিনি। তাঁর বোনও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্টে থেকে দ্বিতীয় হয়েছেন। তাঁর বাবা এ কে এম শামসুজ্জামান সিটি গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন রাফছান। দুটিতেই বিজ্ঞান বিভাগ থেকে তিনি জিপিএ–৫ পেয়েছেন।
আজ বিকেলে তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, রাফছান জামানের বাসার নিচতলায় মিষ্টি ও ফুল নিয়ে অপেক্ষায় বন্ধু-সহপাঠীরা। কিছুক্ষণ পর রাফছান নিচে আসেন। মুখে চওড়া হাসি। বুকে টেনে নিলেন সবাইকে। বাসায় নিয়ে মিষ্টিমুখ করালেন। তারপর সফলতার নানান গল্প শোনান তিনি।
রাফছান আজকের পত্রিকাকে বলেন, ‘কল্পনাও করিনি ১ নম্বর হব। কারণ, পরীক্ষা দিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না। মনে করেছিলাম, মেডিকেলে হবে না। এ জন্য ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার পড়া পড়ছিলাম। এর মধ্যেই আজকে বন্ধুদের কল। আমি মেডিকেলে প্রথম হয়েছি। এই খুশি কোথায় রাখি। সব কৃতিত্ব মা-বাবা ও শ্রদ্ধেয় শিক্ষকদের।’
নিজের পড়ালেখার বিষয়ে বলতে গিয়ে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। কারণ, ছোটবেলা থেকেই পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন। এমনকি এ যুগেও কোনো স্মার্টফোন ব্যবহার করতেন না বলে জানান তিনি। খুব বেশি প্রয়োজন হলে তখন স্মার্টফোন ব্যবহার করতেন। করোনার সময় অনলাইনে ক্লাসের প্রয়োজনে বাবার স্মার্টফোনটি ব্যবহার করতেন। এ ছাড়া তাঁর কোনো ফেসবুক অ্যাকাউন্টও নেই বলে জানান রাফছান।
নিউরোসায়েন্স নিয়ে তিনি পড়াশোনা করবেন। এ বিষয়ে পড়ার কারণও হিসেবে তিনি বলেন, ‘আমার মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং সাবজেক্ট এটি। কারণ, হিউম্যান বডির সবকিছুর সঙ্গে এটি সম্পৃক্ত। আমি নিউরোর ওপর একজন বড় বিশেষজ্ঞ হতে চাই। দেশের মানুষকে বাঁচাতে চাই। দেশসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।’
রাফছান বলেন, ‘মেডিকেলে পড়াটা খুব বেশি আগ্রহ ছিল। যার কারণে কলেজ লাইফের প্রথম থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস ফলো করতাম। সময় পেলে পড়তাম। সময় নষ্ট করিনি। সময় নষ্ট হবে বলে স্মার্টফোন ব্যবহার করতাম না। আমার কোনো ফেসবুক অ্যাকাউন্টও নেই।’
মেডিকেল ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের উদ্দেশে রাফছান বলেন, ‘পরিশ্রম আর সময় অপচয় না করলে মেডিকেলে পড়া কোনো বিষয় না।’
এ কে এম শামসুজ্জামান বলেন, ‘কোনো দিন তাকে বলতে হয়নি, বাবা পড়তে বসো। নিজে নিজে পড়াশোনা করত। ষষ্ঠ শ্রেণিতে থাকা অবস্থায় সপ্তম শ্রেণির বই পড়ত। ছুটির দিনগুলোতেও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত।’
শামসুজ্জামান আরও বলেন, ‘স্মার্টফোনও খুব প্রয়োজন ছাড়া ব্যবহার করত না। এখন ছেলে মানুষের মতো মানুষ হবে—সেই আশাই থাকবে।’
রাফছানের মা কাউছার নাজনীন মনি বলেন, ‘রান্নাবান্নার ফাঁকে ফাঁকে ছেলের পড়ালেখার খোঁজখবর নিতাম। যেকোনো বিষয় আমার সঙ্গে শেয়ার করত সে। আশা করি, রাফছান ডাক্তার হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে।’
আরও খবর পড়ুন:
পড়ালেখার বিষয়ে ছিলেন অতি আগ্রহী। প্রতিটি পরীক্ষায় ভালো করার ইচ্ছা তাড়িয়ে বেড়াত তাঁকে। পরীক্ষায় কম নম্বর পেলে মন খারাপ করে বসে থাকতেন। এসএসসিতে পড়ার ফাঁকে ফাঁকে এইচএসসির বই, এইচএসসি পড়ার সময় মেডিকেল ভর্তি পরীক্ষার পড়া পড়তেন। এ যুগের ছেলে হয়েও ব্যবহার করতেন না স্মার্টফোন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টও নেই তাঁর।
বলছি মেডিকেলে ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম হওয়া রাফছান জামানের কথা। আজ রোববার দুপুরে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলে প্রথম হন তিনি।
নগরের হালিশহর কে-ব্লকে মা-বাবা ও এক বোনের সঙ্গে থাকেন তিনি। তাঁর বোনও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্টে থেকে দ্বিতীয় হয়েছেন। তাঁর বাবা এ কে এম শামসুজ্জামান সিটি গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন রাফছান। দুটিতেই বিজ্ঞান বিভাগ থেকে তিনি জিপিএ–৫ পেয়েছেন।
আজ বিকেলে তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, রাফছান জামানের বাসার নিচতলায় মিষ্টি ও ফুল নিয়ে অপেক্ষায় বন্ধু-সহপাঠীরা। কিছুক্ষণ পর রাফছান নিচে আসেন। মুখে চওড়া হাসি। বুকে টেনে নিলেন সবাইকে। বাসায় নিয়ে মিষ্টিমুখ করালেন। তারপর সফলতার নানান গল্প শোনান তিনি।
রাফছান আজকের পত্রিকাকে বলেন, ‘কল্পনাও করিনি ১ নম্বর হব। কারণ, পরীক্ষা দিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না। মনে করেছিলাম, মেডিকেলে হবে না। এ জন্য ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার পড়া পড়ছিলাম। এর মধ্যেই আজকে বন্ধুদের কল। আমি মেডিকেলে প্রথম হয়েছি। এই খুশি কোথায় রাখি। সব কৃতিত্ব মা-বাবা ও শ্রদ্ধেয় শিক্ষকদের।’
নিজের পড়ালেখার বিষয়ে বলতে গিয়ে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। কারণ, ছোটবেলা থেকেই পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন। এমনকি এ যুগেও কোনো স্মার্টফোন ব্যবহার করতেন না বলে জানান তিনি। খুব বেশি প্রয়োজন হলে তখন স্মার্টফোন ব্যবহার করতেন। করোনার সময় অনলাইনে ক্লাসের প্রয়োজনে বাবার স্মার্টফোনটি ব্যবহার করতেন। এ ছাড়া তাঁর কোনো ফেসবুক অ্যাকাউন্টও নেই বলে জানান রাফছান।
নিউরোসায়েন্স নিয়ে তিনি পড়াশোনা করবেন। এ বিষয়ে পড়ার কারণও হিসেবে তিনি বলেন, ‘আমার মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং সাবজেক্ট এটি। কারণ, হিউম্যান বডির সবকিছুর সঙ্গে এটি সম্পৃক্ত। আমি নিউরোর ওপর একজন বড় বিশেষজ্ঞ হতে চাই। দেশের মানুষকে বাঁচাতে চাই। দেশসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।’
রাফছান বলেন, ‘মেডিকেলে পড়াটা খুব বেশি আগ্রহ ছিল। যার কারণে কলেজ লাইফের প্রথম থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস ফলো করতাম। সময় পেলে পড়তাম। সময় নষ্ট করিনি। সময় নষ্ট হবে বলে স্মার্টফোন ব্যবহার করতাম না। আমার কোনো ফেসবুক অ্যাকাউন্টও নেই।’
মেডিকেল ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের উদ্দেশে রাফছান বলেন, ‘পরিশ্রম আর সময় অপচয় না করলে মেডিকেলে পড়া কোনো বিষয় না।’
এ কে এম শামসুজ্জামান বলেন, ‘কোনো দিন তাকে বলতে হয়নি, বাবা পড়তে বসো। নিজে নিজে পড়াশোনা করত। ষষ্ঠ শ্রেণিতে থাকা অবস্থায় সপ্তম শ্রেণির বই পড়ত। ছুটির দিনগুলোতেও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত।’
শামসুজ্জামান আরও বলেন, ‘স্মার্টফোনও খুব প্রয়োজন ছাড়া ব্যবহার করত না। এখন ছেলে মানুষের মতো মানুষ হবে—সেই আশাই থাকবে।’
রাফছানের মা কাউছার নাজনীন মনি বলেন, ‘রান্নাবান্নার ফাঁকে ফাঁকে ছেলের পড়ালেখার খোঁজখবর নিতাম। যেকোনো বিষয় আমার সঙ্গে শেয়ার করত সে। আশা করি, রাফছান ডাক্তার হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে।’
আরও খবর পড়ুন:
রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীর একটি বাঁধ সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ১১০ মিটার দৈর্ঘ্যের ওই বাঁধ সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে প্রতি মিটারে খরচ ১ লাখ ৪৭ হাজার ২৭৩ টাকা। আর প্রতি ফুটে খরচ পড়ছে ৪৪ হাজার ৪৮১ টাকা। অভিযোগ উঠেছে...
২৮ মিনিট আগেচট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য বিভাগের নেওয়া ৪৬ কোটি টাকার একটি প্রকল্প চলছে। এরপরও মৎস্য বিভাগের ছয়টি হ্যাচারির মধ্যে মাত্র দুটি সচল। বাকিগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেগুলোয় ডিম ফোটানোর সাকুলার ও সিস্টেন ট্রাংকের অবস্থা করুণ।
৪৪ মিনিট আগেকক্সবাজারে সমন্বিত মানবিক সহায়তা জোরদার করার লক্ষ্যে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৫ মে) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘হিউম্যানিটারিয়ান-ডেভেলপমেন্ট কোএক্সিসটেন্স নেক্সাস টু অ্যাড্রেস রোহিঙ্গা ক্রাইসিস ইন কক্সবাজার’ শীর্ষক একটি প্রকল্পের যাত্রা...
৩ ঘণ্টা আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
৪ ঘণ্টা আগে