মো. খায়রুল ইসলাম, গৌরনদী (বরিশাল)
‘যহন একটু সুখের মুখ দেখলাম, তহন ওরে নিয়া গেল। কেডা মোর সন্তানকে দেখবে? মোর কপালে সুখ সইল না, মোরে নিয়া ঢাকায় আইয়া কত কষ্ট করছে। যহন একটা চাকরি পাইল, হেই সময় আল্লা অরে নিয়া গেল। মুই এ্যাহন কী নিয়া বাঁচমু, কে মোর ছোট সন্তানকে মানুষ করবে? মুই ওর অফিসে যাওয়ার রাইতের খাবার রেডি কইররা বইয়া আছি। কই, ও তো আহে না!’
কথাগুলো বলছিলেন গত ১৯ জুলাই শুক্রবার ঢাকার শাহজাদপুর বাজারের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামের ইমরান খলিফার (২৬) স্ত্রী শান্তা আক্তার।
কালনা গ্রামের নজরুল ইসলামের একমাত্র ছেলে ইমরান। ঢাকার একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। গত রোববার রাতে গ্রামের বাড়িতে নিহতদের লাশ দাফন করা হয়।
শান্তা আক্তার (২২) জানান, ২০২৩ সালের নভেম্বর মাসে স্বামী ইমরান খলিফা তাঁকে ও ১৫ মাসের ছেলে ইয়াজ খলিফাকে নিয়ে ঢাকায় আসেন। প্রথমে ফুটপাতে জুতার দোকান দেন। দুই-তিন মাস ব্যবসা করার পরে সেখানে টিকতে না পেরে শ্রমিক থেকে শুরু করে যখন যে কাজ পান তা করে কোনো রকম সংসার চালাচ্ছিলেন। স্ত্রী-সন্তানকে নিয়ে ইমরান খলিফা শাহজাদপুর খিলবাড়িটেক নামক স্থানে বাসা ভাড়া নিয়ে থাকতেন। গত ৩ জুলাই গুলশান-২-এর একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি পান ইমরান খলিফা।
শান্তা আক্তার জানান, ঘটনার দিন শুক্রবার স্বামী ইমরানের অফিসে ডিউটি ছিল সকাল ৮টা থেকে, কিন্তু অসুস্থ হওয়ার কারণে আগের দিন রাতে অফিসে ফোন দিয়ে সময় পরিবর্তন করে শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ডিউটি করার অনুমতি নেন। শুক্রবার দুপুরে অফিস থেকে একজন ফোন দিয়ে ইমরানকে বলেন, যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে অফিসে আসতে, খারাপ থাকলে আসার দরকার নাই। বিকেল সাড়ে ৫টার দিকে ইমরান অফিসে নিয়ে যাওয়ার জন্য রাতের খাবার প্রস্তুত করতে স্ত্রীকে বলে ঘরের বাইরের পরিস্থিতি দেখতে ও ওষুধ কিনতে বের হন। পৌনে ৬টার দিকে শাহজাদপুর বাজারে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইমরান।
গতকাল শনিবার সকালে নিহতের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। এখনো কাটেনি মাতম। ইমরানের নিহত হওয়া সম্পর্কে জানতে চাইলে কাঁদতে কাঁদতে স্ত্রী শান্তা আক্তার আগে উল্লেখ করা ঘটনার বর্ণনা দেন। ইমরান নিহত হওয়ার বিষয়টি অফিস জানে কি না, জানতে চাইলে শান্তা বলেন, ‘অফিস থেকে ফোন দিয়া সান্ত্বনা দিছে। কইছে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকায় যাইতে । আমার স্বামী গরিব মানুষ, সে রাজনীতি বোঝে না। আমি স্বামী হত্যার বিচার চাই।’
একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় নিহত ইমরানের বাবা নজরুল ইসলাম (৬৮) ও মা সেলিনা আক্তার (৫০)। নজরুল ইসলাম বলেন, ‘শুক্রবার বিকেল ৬টার দিকে বাবা ইমরানের ফোন থেকে কল আসে। ডাক্তার পরিচয়ে একজন বলে ইমরান খুবই অসুস্থ। ইউনাইটেড হাসপাতালে আছে। পরে আমি ছেলের বউকে জানালে হাসপাতালে গিয়ে দেখে অনেক লাশের সঙ্গে পড়ে আছে আমার বাবার লাশ। পরে সে ফোনে আমাকে জানায়, ইমরান গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বাবার কী কষ্ট হইছে বাম পাঁজর দিয়ে গুলি ঢুকে ডান পাঁজর দিয়ে নাড়িভুঁড়িসহ বের হয়ে যাওয়ার সময়।’
ইমরান খলিফা সম্পর্কে জানতে চাইলে কালনা গ্রামের মো. জালাল সরদার (৭০) বলেন, ‘ইমরানকে ছোটবেলা থেকেই চিনি। সে খুবই নিরীহ প্রকৃতির মানুষ। জোরে একটা কথাও বলতে শুনিনি কিংবা কোনো রাজনীতি করতে দেখিনি। এভাবে ছেলেটি মারা যাবে ভাবতেও পারিনি।’ একই কথা জানালেন গ্রামের ফরিদ খলিফাসহ (৬০) অনেকেই। তাঁরা নিহত ইমরানের অসহায় পরিবারকে সহযোগিতা করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘ঢাকায় গুলিবিদ্ধ হয়ে ইমরান নামের একজন নিহত হওয়ার কথা শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে আমাদের কিছু জানায়নি।’
‘যহন একটু সুখের মুখ দেখলাম, তহন ওরে নিয়া গেল। কেডা মোর সন্তানকে দেখবে? মোর কপালে সুখ সইল না, মোরে নিয়া ঢাকায় আইয়া কত কষ্ট করছে। যহন একটা চাকরি পাইল, হেই সময় আল্লা অরে নিয়া গেল। মুই এ্যাহন কী নিয়া বাঁচমু, কে মোর ছোট সন্তানকে মানুষ করবে? মুই ওর অফিসে যাওয়ার রাইতের খাবার রেডি কইররা বইয়া আছি। কই, ও তো আহে না!’
কথাগুলো বলছিলেন গত ১৯ জুলাই শুক্রবার ঢাকার শাহজাদপুর বাজারের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামের ইমরান খলিফার (২৬) স্ত্রী শান্তা আক্তার।
কালনা গ্রামের নজরুল ইসলামের একমাত্র ছেলে ইমরান। ঢাকার একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। গত রোববার রাতে গ্রামের বাড়িতে নিহতদের লাশ দাফন করা হয়।
শান্তা আক্তার (২২) জানান, ২০২৩ সালের নভেম্বর মাসে স্বামী ইমরান খলিফা তাঁকে ও ১৫ মাসের ছেলে ইয়াজ খলিফাকে নিয়ে ঢাকায় আসেন। প্রথমে ফুটপাতে জুতার দোকান দেন। দুই-তিন মাস ব্যবসা করার পরে সেখানে টিকতে না পেরে শ্রমিক থেকে শুরু করে যখন যে কাজ পান তা করে কোনো রকম সংসার চালাচ্ছিলেন। স্ত্রী-সন্তানকে নিয়ে ইমরান খলিফা শাহজাদপুর খিলবাড়িটেক নামক স্থানে বাসা ভাড়া নিয়ে থাকতেন। গত ৩ জুলাই গুলশান-২-এর একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি পান ইমরান খলিফা।
শান্তা আক্তার জানান, ঘটনার দিন শুক্রবার স্বামী ইমরানের অফিসে ডিউটি ছিল সকাল ৮টা থেকে, কিন্তু অসুস্থ হওয়ার কারণে আগের দিন রাতে অফিসে ফোন দিয়ে সময় পরিবর্তন করে শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ডিউটি করার অনুমতি নেন। শুক্রবার দুপুরে অফিস থেকে একজন ফোন দিয়ে ইমরানকে বলেন, যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে অফিসে আসতে, খারাপ থাকলে আসার দরকার নাই। বিকেল সাড়ে ৫টার দিকে ইমরান অফিসে নিয়ে যাওয়ার জন্য রাতের খাবার প্রস্তুত করতে স্ত্রীকে বলে ঘরের বাইরের পরিস্থিতি দেখতে ও ওষুধ কিনতে বের হন। পৌনে ৬টার দিকে শাহজাদপুর বাজারে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইমরান।
গতকাল শনিবার সকালে নিহতের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। এখনো কাটেনি মাতম। ইমরানের নিহত হওয়া সম্পর্কে জানতে চাইলে কাঁদতে কাঁদতে স্ত্রী শান্তা আক্তার আগে উল্লেখ করা ঘটনার বর্ণনা দেন। ইমরান নিহত হওয়ার বিষয়টি অফিস জানে কি না, জানতে চাইলে শান্তা বলেন, ‘অফিস থেকে ফোন দিয়া সান্ত্বনা দিছে। কইছে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকায় যাইতে । আমার স্বামী গরিব মানুষ, সে রাজনীতি বোঝে না। আমি স্বামী হত্যার বিচার চাই।’
একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় নিহত ইমরানের বাবা নজরুল ইসলাম (৬৮) ও মা সেলিনা আক্তার (৫০)। নজরুল ইসলাম বলেন, ‘শুক্রবার বিকেল ৬টার দিকে বাবা ইমরানের ফোন থেকে কল আসে। ডাক্তার পরিচয়ে একজন বলে ইমরান খুবই অসুস্থ। ইউনাইটেড হাসপাতালে আছে। পরে আমি ছেলের বউকে জানালে হাসপাতালে গিয়ে দেখে অনেক লাশের সঙ্গে পড়ে আছে আমার বাবার লাশ। পরে সে ফোনে আমাকে জানায়, ইমরান গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বাবার কী কষ্ট হইছে বাম পাঁজর দিয়ে গুলি ঢুকে ডান পাঁজর দিয়ে নাড়িভুঁড়িসহ বের হয়ে যাওয়ার সময়।’
ইমরান খলিফা সম্পর্কে জানতে চাইলে কালনা গ্রামের মো. জালাল সরদার (৭০) বলেন, ‘ইমরানকে ছোটবেলা থেকেই চিনি। সে খুবই নিরীহ প্রকৃতির মানুষ। জোরে একটা কথাও বলতে শুনিনি কিংবা কোনো রাজনীতি করতে দেখিনি। এভাবে ছেলেটি মারা যাবে ভাবতেও পারিনি।’ একই কথা জানালেন গ্রামের ফরিদ খলিফাসহ (৬০) অনেকেই। তাঁরা নিহত ইমরানের অসহায় পরিবারকে সহযোগিতা করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘ঢাকায় গুলিবিদ্ধ হয়ে ইমরান নামের একজন নিহত হওয়ার কথা শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে আমাদের কিছু জানায়নি।’
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৪ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৪ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৪ ঘণ্টা আগে