নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরের গোড়াচাঁদ দাশ রোডের এক বিদ্যালয় প্রাঙ্গণে সৌন্দর্য বর্ধন করতে উদ্যান ও অভিভাবক ছাউনি উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার এ উদ্যানের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তবে উদ্যানে হাঁটার পথ (ওয়াকওয়ে) তৈরির জন্য পুকুরে চারদিক ভরাট করে সংকুচিত করে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশবাদীদের মতে, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সৌন্দর্য বর্ধনের নামে উদ্যান করে পুকুরটি ছোট করে ফেলা হয়েছে। এটি পরিবেশ আইন বিরোধী কাজ।
সরেজমিন দেখা গেছে, পুকুরের সামনে মেয়র সাদিকের মা সাহান আরা বেগমের একটি ম্যুরাল নির্মাণ করা হয়েছে। পুকুরের পাশে যে ওয়াকওয়ে করা হয়েছে, সেখানে ফলকে খচিত রয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম উদ্যান ও অভিভাবক ছাউনি’।
আজ দুপুরে এটি উদ্বোধনের সময় মেয়র সাদিকের সঙ্গে সহধর্মিণী লিপি আবদুল্লাহ ও শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আব্বাস উদ্দিন খান ছিলেন।
সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র হিসেবে চেষ্টা করেছি জলাশয় সংরক্ষণের। এই পুকুরটি সংস্কার করে যেমনটা করা হয়েছে, এত সুন্দর স্থাপনা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নেই।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফয়সাল বলেন, ‘উদ্যানের আশপাশে ময়লার ভাগাড় ছিল। কেন উদ্যানটি করছি, এ জন্য জবাবদিহি করতে হয়েছে। কিন্তু আমাকে ঠেকানোর কেউ নাই।’
জানতে চাইলে হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এম আমজাদ হোসাইন বলেন, স্কুলের মধ্যে যেটি উদ্যান করা হয়েছে তার একাংশ পুকুর ছিল। তিনি দায়িত্বকালীন এই পুকুরে মাছ চাষ করেছেন। কমিটির লোকজন ওই মাছ বড়শি দিয়ে ধরতেন। পুকুরটির আয়তন ছিল উত্তরে সীমানা ওয়াল পর্যন্ত এবং দক্ষিণে লাইব্রেরি ভবনের একাংশ পর্যন্ত।’
পুকুরের চারদিক ওয়াকওয়ে করাই অর্ধেক জায়গায় এখন ভরাট হয়ে গেছে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফয়সাল বলেন, ‘স্কুলের অর্থায়নে পুকুর সংস্কার এবং উদ্যান করা হয়েছে। এর কাজ এখনো শেষ হয়নি। এ ছাড়া পুকুরটি ভরাটের চেষ্টা হয়েছিল। পাশের অন্য একটি ভবন থেকে বালু ফেলতে গিয়ে পশ্চিম পাশে পুকুর ছোট হয়ে গেছে। তা ছাড়া পাইলিং করতে গিয়ে পরিবর্তন আসতে পারে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বরিশাল জেলা সমন্বয়কারী রফিকুল আলম বলেন, পরিবেশ আইন অনুযায়ী কোনো পুকুর কিংবা জলাশয় ভরাট করা যাবে না। হালিমা খাতুন স্কুলে সৌন্দর্য বর্ধনের নামে উদ্যান করে পুকুরটি ছোট করে ফেলা হয়েছে। এটি পরিবেশ আইন ও প্রধানমন্ত্রীর নির্দেশনা লঙ্ঘন। স্কুলের এই পুকুরটিকে সুইমিং পুলে পরিণত করে অন্যায়কে ফাঁকফোকর দিয়ে জায়েজ করা হলো।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, পরিবেশ আইন অনুযায়ী পুকুর বা প্রাকৃতিক জলাশয়ের শ্রেণি পরিবর্তনের সুযোগ নেই। এটি সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ যদি এমনটা করে এবং লিখিত অভিযোগ পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফখরুজ্জামানকে ফোন দেওয়া হলেও রিসিভ করেননি।
এ ব্যাপারে স্থানীয় ১৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাহিন সিকদার বলেন, ‘পুকুর ছোট করে ওয়াকওয়ে করা অন্যায় হয়েছে। এই টাকা স্কুলের শিক্ষার্থীদের। এই অর্থ দিয়ে শ্রেণিকক্ষ করা উচিত ছিল। শিক্ষার মান উন্নয়ন না করে এমন সৌন্দর্য বর্ধন করার যুক্তি নেই। এটা পুরোটাই খামখেয়ালি করে করা হয়েছে।’
বরিশাল নগরের গোড়াচাঁদ দাশ রোডের এক বিদ্যালয় প্রাঙ্গণে সৌন্দর্য বর্ধন করতে উদ্যান ও অভিভাবক ছাউনি উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার এ উদ্যানের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তবে উদ্যানে হাঁটার পথ (ওয়াকওয়ে) তৈরির জন্য পুকুরে চারদিক ভরাট করে সংকুচিত করে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশবাদীদের মতে, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সৌন্দর্য বর্ধনের নামে উদ্যান করে পুকুরটি ছোট করে ফেলা হয়েছে। এটি পরিবেশ আইন বিরোধী কাজ।
সরেজমিন দেখা গেছে, পুকুরের সামনে মেয়র সাদিকের মা সাহান আরা বেগমের একটি ম্যুরাল নির্মাণ করা হয়েছে। পুকুরের পাশে যে ওয়াকওয়ে করা হয়েছে, সেখানে ফলকে খচিত রয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম উদ্যান ও অভিভাবক ছাউনি’।
আজ দুপুরে এটি উদ্বোধনের সময় মেয়র সাদিকের সঙ্গে সহধর্মিণী লিপি আবদুল্লাহ ও শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আব্বাস উদ্দিন খান ছিলেন।
সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র হিসেবে চেষ্টা করেছি জলাশয় সংরক্ষণের। এই পুকুরটি সংস্কার করে যেমনটা করা হয়েছে, এত সুন্দর স্থাপনা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নেই।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফয়সাল বলেন, ‘উদ্যানের আশপাশে ময়লার ভাগাড় ছিল। কেন উদ্যানটি করছি, এ জন্য জবাবদিহি করতে হয়েছে। কিন্তু আমাকে ঠেকানোর কেউ নাই।’
জানতে চাইলে হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এম আমজাদ হোসাইন বলেন, স্কুলের মধ্যে যেটি উদ্যান করা হয়েছে তার একাংশ পুকুর ছিল। তিনি দায়িত্বকালীন এই পুকুরে মাছ চাষ করেছেন। কমিটির লোকজন ওই মাছ বড়শি দিয়ে ধরতেন। পুকুরটির আয়তন ছিল উত্তরে সীমানা ওয়াল পর্যন্ত এবং দক্ষিণে লাইব্রেরি ভবনের একাংশ পর্যন্ত।’
পুকুরের চারদিক ওয়াকওয়ে করাই অর্ধেক জায়গায় এখন ভরাট হয়ে গেছে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফয়সাল বলেন, ‘স্কুলের অর্থায়নে পুকুর সংস্কার এবং উদ্যান করা হয়েছে। এর কাজ এখনো শেষ হয়নি। এ ছাড়া পুকুরটি ভরাটের চেষ্টা হয়েছিল। পাশের অন্য একটি ভবন থেকে বালু ফেলতে গিয়ে পশ্চিম পাশে পুকুর ছোট হয়ে গেছে। তা ছাড়া পাইলিং করতে গিয়ে পরিবর্তন আসতে পারে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বরিশাল জেলা সমন্বয়কারী রফিকুল আলম বলেন, পরিবেশ আইন অনুযায়ী কোনো পুকুর কিংবা জলাশয় ভরাট করা যাবে না। হালিমা খাতুন স্কুলে সৌন্দর্য বর্ধনের নামে উদ্যান করে পুকুরটি ছোট করে ফেলা হয়েছে। এটি পরিবেশ আইন ও প্রধানমন্ত্রীর নির্দেশনা লঙ্ঘন। স্কুলের এই পুকুরটিকে সুইমিং পুলে পরিণত করে অন্যায়কে ফাঁকফোকর দিয়ে জায়েজ করা হলো।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, পরিবেশ আইন অনুযায়ী পুকুর বা প্রাকৃতিক জলাশয়ের শ্রেণি পরিবর্তনের সুযোগ নেই। এটি সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ যদি এমনটা করে এবং লিখিত অভিযোগ পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফখরুজ্জামানকে ফোন দেওয়া হলেও রিসিভ করেননি।
এ ব্যাপারে স্থানীয় ১৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাহিন সিকদার বলেন, ‘পুকুর ছোট করে ওয়াকওয়ে করা অন্যায় হয়েছে। এই টাকা স্কুলের শিক্ষার্থীদের। এই অর্থ দিয়ে শ্রেণিকক্ষ করা উচিত ছিল। শিক্ষার মান উন্নয়ন না করে এমন সৌন্দর্য বর্ধন করার যুক্তি নেই। এটা পুরোটাই খামখেয়ালি করে করা হয়েছে।’
বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলি হলেও পরে অন্যদেরও বদলি করা হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের...
৫ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব...
৫ ঘণ্টা আগেযশোরের বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্টধারী আরজিনা খাতুন নামের ক্যানসারে আক্রান্ত এক রোগীকে জীবননাশের হুমকি দিয়ে ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চিহ্নিত ছিনতাইকারীরা। আজ মঙ্গলবার ভ্রমণ ট্যাক্স কাটার নাম করে বেনাপোল বন্দর বাস টার্মিনাল থেকে ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী ডালিম ও তার দলবল।
৬ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাতে আবারও জলাবদ্ধতার শিকার হয়েছে যশোরের ভবদহ অঞ্চল। যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার অন্তত ৪৫টি গ্রামের বসতবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ডুবে গেছে পানিতে। দীর্ঘদিনের নদী-নালা খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে বছর বছর এমন দুর্ভোগে পড়ছে স্থানীয়রা।
৬ ঘণ্টা আগে