নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রশিদকে বদ্ধভূমিতে বেঁধে রাখার ঘোষণা দিয়েছেন ওই ইউপির সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দীন। নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় উপস্থিত কয়েক হাজার মানুষের সামনে আলফাজ উদ্দীন এ কথা বলেন।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে খোলা মাঠে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আলফাজ উদ্দীন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক।
সভায় নিজ বক্তব্যে সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন বলেন, ‘আমরা যারা ওয়ার্ডে বাস করি তারা টাকায় বিক্রি হই। সভায় উপস্থিত আওয়ামী লীগ নেতারা আপনারা বিক্রি হন না।’ তিনি বলেন, ‘আমি অনুরোধ করব, আওয়ামী লীগের যে সমস্ত নেতা মহিউদ্দীন মহারাজের কাছে বিক্রি হয়েছেন, আপনারা আগামীকাল থেকে মিটিংয়ে আসবেন। আর না হয়, আপনাদের সমুচিত জবাব দেওয়া হবে।’
এ সময় তিনি সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদকে উদ্দেশ্য করে বলেন, ‘আগামী ২৫ তারিখের মধ্যে চেয়ারম্যান আব্দুর রশিদ যদি দলে ফিরে না আসে তাহলে তাকে সোহাগদল বদ্ধভূমিতে বেঁধে রাখা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে আলফাজ উদ্দীন বলেন, ‘আব্দুর রশিদ আওয়ামী লীগের ব্যানারে বারবার ইউপি চেয়ারম্যান হচ্ছেন। অথচ, তিনি কোটি টাকার বিনিময়ে নৌকার বিরোধিতা করছেন। তিনি বিগত জেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে গিয়ে কোটি টাকার বিনিময়ে মহিউদ্দীন মহারাজের পক্ষে নির্বাচন করেছেন। এখন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটা টাকার বিনিময়ে চেয়ারম্যান রশিদ নৌকার পক্ষে না থেকে আবারও মহিউদ্দীন মহারাজের পক্ষে কাজ করছেন। তাই আগামী ২৫ ডিসেম্বরের মধ্য তিনি (ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ) দলে ফিরে না এলে তাঁকে সোহাগদল ইউনিয়নের বদ্ধভূমিতে বেঁধে রাখা হবে।’
এ সময় তিনি (সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন) পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজকে কটাক্ষ করেও নানান কথা বলেন। আলফাজ উদ্দীনের এসব কথা ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার বক্তব্যে।
এসব বিষয়ে জানতে চাইলে সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, ‘সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন কেমন লোক তা ইউনিয়নের সবাই জানে। আমি তাঁর কথার বিরুদ্ধে কোনো মন্তব্য করতে চাই না।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সহিদুল আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নৌকা মার্কার প্রার্থী জাতীয় পার্টি (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম সিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসসহ অন্যরা।
নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রশিদকে বদ্ধভূমিতে বেঁধে রাখার ঘোষণা দিয়েছেন ওই ইউপির সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দীন। নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় উপস্থিত কয়েক হাজার মানুষের সামনে আলফাজ উদ্দীন এ কথা বলেন।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে খোলা মাঠে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আলফাজ উদ্দীন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক।
সভায় নিজ বক্তব্যে সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন বলেন, ‘আমরা যারা ওয়ার্ডে বাস করি তারা টাকায় বিক্রি হই। সভায় উপস্থিত আওয়ামী লীগ নেতারা আপনারা বিক্রি হন না।’ তিনি বলেন, ‘আমি অনুরোধ করব, আওয়ামী লীগের যে সমস্ত নেতা মহিউদ্দীন মহারাজের কাছে বিক্রি হয়েছেন, আপনারা আগামীকাল থেকে মিটিংয়ে আসবেন। আর না হয়, আপনাদের সমুচিত জবাব দেওয়া হবে।’
এ সময় তিনি সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদকে উদ্দেশ্য করে বলেন, ‘আগামী ২৫ তারিখের মধ্যে চেয়ারম্যান আব্দুর রশিদ যদি দলে ফিরে না আসে তাহলে তাকে সোহাগদল বদ্ধভূমিতে বেঁধে রাখা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে আলফাজ উদ্দীন বলেন, ‘আব্দুর রশিদ আওয়ামী লীগের ব্যানারে বারবার ইউপি চেয়ারম্যান হচ্ছেন। অথচ, তিনি কোটি টাকার বিনিময়ে নৌকার বিরোধিতা করছেন। তিনি বিগত জেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে গিয়ে কোটি টাকার বিনিময়ে মহিউদ্দীন মহারাজের পক্ষে নির্বাচন করেছেন। এখন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটা টাকার বিনিময়ে চেয়ারম্যান রশিদ নৌকার পক্ষে না থেকে আবারও মহিউদ্দীন মহারাজের পক্ষে কাজ করছেন। তাই আগামী ২৫ ডিসেম্বরের মধ্য তিনি (ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ) দলে ফিরে না এলে তাঁকে সোহাগদল ইউনিয়নের বদ্ধভূমিতে বেঁধে রাখা হবে।’
এ সময় তিনি (সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন) পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজকে কটাক্ষ করেও নানান কথা বলেন। আলফাজ উদ্দীনের এসব কথা ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার বক্তব্যে।
এসব বিষয়ে জানতে চাইলে সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, ‘সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন কেমন লোক তা ইউনিয়নের সবাই জানে। আমি তাঁর কথার বিরুদ্ধে কোনো মন্তব্য করতে চাই না।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সহিদুল আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নৌকা মার্কার প্রার্থী জাতীয় পার্টি (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম সিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসসহ অন্যরা।
বৈরী আবহাওয়ার কারণে কয়েক দিন ধরে উত্তাল সাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কূলে। এতে তীব্র ভাঙন দেখা দিয়েছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে। এরই মধ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর থেকে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ জিরো পয়েন্ট পর্যন্ত অন্তত ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগেঝিনাইদহের কোটচাঁদপুরে গত ৬ মাসে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ২৪৪ জন নারী-পুরুষ। এর মধ্যে বিষ পান করে ১৮৩, গলায় দড়ি দিয়ে ২৬ আর ঘুমের ট্যাবলেট খেয়ে ৩৫ জন আত্মহত্যার চেষ্টা করেন।
১ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ ও ব্যস্ত হলেও বেহাল রাজধানীর দোলাইরপাড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত সড়ক। এমনিতে অপ্রশস্ত সড়কটির বেশির ভাগ অংশই এখন ভাঙাচোরা, খানাখন্দে ভরা। সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে হেলেদুলে চলাচল করছে যানবাহন।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমানটি মাত্র সাত মিনিট উড়েছিল। ২১ জুলাই বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর যুদ্ধবিমানটি ১টা ১৩ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একটি একাডেমিক ভবনে আছড়ে পড়ে।
২ ঘণ্টা আগে