Ajker Patrika

বরিশালে হাসপাতালে বাড়ছে রোগী, বেশিরভাগ ডায়রিয়ায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ২৩: ৩৩
বরিশালে হাসপাতালে বাড়ছে রোগী, বেশিরভাগ ডায়রিয়ায় আক্রান্ত

গরমে হাঁসফাঁস করছেন বরিশাল নগরের মানুষ। সূর্যের তেজ যেন বাড়ছেই। আজ বুধবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গরম বাড়ায় হাসপাতালগুলোয় রোগীর চাপ বাড়ছে। এর মধ্যে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী টানা ৭ দিন মাঝারি তাপপ্রবাহ (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে। বরিশাল নগরে গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, বরিশালে আগামী ১৮ এপ্রিলের আগে বৃষ্টির সম্ভাবনা নেই। এ বছর বরিশালের ওপর দিয়ে বেশি তাপমাত্রা বয়ে যাচ্ছে। এ অবস্থায় সরাসরি সূর্যের তাপ এড়িয়ে চলা ভালো। অন্যথায় হিটস্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে।

আজ বুধবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল ও জেনারেল হাসপাতাল ঘুরে রোগীর চাপ বেশি দেখা গেছে। বিশেষ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে রোগীর স্থান হয়েছে ফ্লোরে এবং বারান্দায়।

চরকাউয়া থেকে আসা রোগীর এক স্বজন ইকবাল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘তার নানি হঠাৎ বমি করে অসুস্থ হয়ে পরেন। বেড না পাওয়ায় ফ্লোরে রাখা হয়েছে।’

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গরমে রোগীর চিকিৎসা সেবায় সতর্ক রয়েছেন তারা।’

বরিশাল জেনারেল হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান বলেন, ডায়রিয়া রোগীর সংখ্যা আগের চেয়ে বাড়ছে।

সর্বশেষ তথ্যমতে, বরিশাল বিভাগে ডায়রিয়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩১৪ জন। এর মধ্যে বরিশাল জেলায় ৬৫ জন। যা গত কয়েক দিনের মধ্যে সবচেয়ে বেশি। এ মৌসুমে বিভাগে মোট ১৮ হাজার ২৫৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত