Ajker Patrika

ছায়ানটে ৩ দিনব্যাপী নজরুল উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মে ২০২৪, ২২: ৪৫
ছায়ানটে ৩ দিনব্যাপী নজরুল উৎসব

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ছায়ানট আয়োজন করেছে তিন দিনব্যাপী নজরুল উৎসব। আগামী শুক্র, শনি ও রোববার (২৪,২৫ ও ২৬ মে) ছায়ানট মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে। 

তিন দিনব্যাপী এই উৎসবে পরিবেশিত হবে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ ও আবৃত্তি। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেবেন। 

উৎসবের প্রথম দিন শুক্রবারের আয়োজন শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, দ্বিতীয় ও তৃতীয় দিন, শনি ও রোববার অনুষ্ঠান থাকছে সন্ধ্যা ৭টায়। 

তৃতীয় দিনের অনুষ্ঠানে ৫০টি নজরুল সংগীতের ভাব, সুর ও তথ্য নিয়ে ছায়ানট প্রকাশিত ‘নজরুলসঙ্গীত: তথ্য, ভাব ও সুরসন্ধান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। সঙ্গে থাকবে গান, নৃত্য, পাঠ ও আবৃত্তি। 

এ ছাড়াও নজরুল জয়ন্তী ঘিরে রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠান নানামুখী আয়োজন করেছে। বেঙ্গল ফাউন্ডেশনও আয়োজন করছে দুই দিনব্যাপী অনুষ্ঠানের। 

সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ নানা সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান জাতীয় কবির জন্মজয়ন্তী উদ্যাপন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত