Ajker Patrika

বিখ্যাত দাবাড়ু নজরুল

সম্পাদকীয়
বিখ্যাত দাবাড়ু নজরুল

বহু বিষয়েই আগ্রহ ছিল কাজী নজরুল ইসলামের। দাবা খেলা তার মধ্যে একটি। ড. কাজী মোতাহার হোসেনের সঙ্গে দাবা খেলতেন সময় পেলেই। ইংরেজি দৈনিক স্টেটসম্যান পত্রিকার দাবার আসরেও দেখা যেত নজরুলকে।

একদিন কবি মঈনুদ্দীন নজরুলের বাড়িতে গিয়ে দেখেন দোতলায় দাবার বোর্ড নিয়ে কবি নাড়াচাড়া করছেন। বিছানা এলোমেলো। চারদিকে সিগারেটের ছাই। শূন্য চায়ের কাপ। বোঝা যায়, আড্ডা ভেঙেছে কিছুক্ষণ আগে। যে যার পথে চলে গেছে। কবি একা।

মঈনুদ্দীন বললেন, ‘কী করছেন? দাবা হয়ে যাবে নাকি একহাত?’ 
কবি হেসে বললেন, ‘তুই দাবা খেলতে জানিস?’ 
 ‘একটু একটু জানি।’ 
ঘুঁটি সাজিয়ে খেলা শুরু হলো। মাত্র তিন-চার মিনিটের মধ্যে মঈনুদ্দীন কুপোকাত। নজরুল হেসে বললেন, ‘তুই তো দাবা খেলা জানিস না রে!’ 
দ্বিতীয়বার যখন খেলা শুরু হলো, তখন মঈনুদ্দীন মাত হলেন আরও কম সময়ে। তৃতীয়বার নজরুল শুধু রাজা আর বোড়ে নিয়ে খেললেন, মন্ত্রী, হাতি, ঘোড়া, নৌকা সব বাদ। এবং এবারও মঈনুদ্দীনকে হারিয়ে দিলেন। তারপর জিজ্ঞেস করলেন, ‘তুই দাবা খেলার কিছুই জানিস না, তার পরও খেলার সাহস করলি কেন?’

মঈনুদ্দীন জবাবে বললেন, ‘আমি ইউসুফ (রা.)-এর কিস্সাটা বলি। মিসরের বাজারে যখন তাঁকে বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হাজার হাজার লোক উটের পিঠে আশরাফি বোঝাই করে তাঁকে কিনতে আসছিল। সেখানে এক বুড়ি দু-এক টাকা নিয়ে এসেছিল।

লোকেরা বলছিল, ‘বুড়ি, দুই-এক টাকা নিয়ে কোন সাহসে এসেছিস?’
বুড়ি বলল, ‘কিনতে না পারি, হজরত ইউসুফের ক্রেতার দলে আমার নাম তো থাকবে!’ 
এই গল্পটি বলে মঈনুদ্দীন নজরুলকে বললেন, ‘আমিও ওই বুড়ির মতো বলতে পারব, বিখ্যাত দাবাড়ু নজরুল ইসলামের সঙ্গে আমিও দাবা খেলেছি।’ 
ঘর ফাটিয়ে হাসলেন নজরুল এবং মঈনুদ্দীনের পিঠে বসিয়ে দিলেন দশাসই এক থাপ্পড়! 

সূত্র: আহমাদ কাফিল, নজরুলসখা মঈনুদ্দীন, পৃষ্ঠা ১৩৩

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত