ডেস্ক রিপোর্ট
দেশের ক্রিকেট মাঠ আর সামাজিক যোগাযোগমাধ্যম বেশ সরগরম ছিল নারী আম্পায়ার আর সিনিয়র খেলোয়াড়দের কন্ট্রোভার্সি নিয়ে। চাপান উতরের সেসব বিষয় আমরা জানি। তাই গরমে আরও গরম উৎপাদন না করে বরং ক্রিকেট মাঠের এক অন্য গল্প শোনানো যাক।
আমাদের দেশেই শুধু নয়, এই উপমহাদেশে ক্রিকেট এক দারুণ ঝড় তুলেছে মোটামুটি কয়েক দশক ধরে। ব্যাট হাতে নারীদের তো দেখা যায়ই নিয়মিত, ক্রিকেটের বিভিন্ন শাখায় তাঁদের বিচরণও দেখা যায় এখন। একটু ব্যতিক্রমী হলেও ক্রিকেট মাঠের কিউরেটর হিসেবে দেখা যায় নারীদের।
শাড়ি পরে ছিপছিপে গড়নের দুই নারী স্টেডিয়ামের ভেতর থেকে খালি পায়ে মাঠের দিকে এগিয়ে আসছেন। মাঝামাঝি গিয়ে পিচের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরীক্ষা করলেন। তারপর চলে গেলেন। অন্তর্জালে ছড়িয়ে থাকা একটি সাদাকালো ছবিতে দেখা যায়, দুজন নারী মুখোমুখি হাঁটু গেড়ে ক্রিকেটের স্টাম্প বসাচ্ছেন। না, কোনো চড়ুইভাতি করতে গিয়ে নিজেদের খেলার জন্য এই স্টাম্প বসানো হচ্ছে না।
খোঁজখবর নিয়ে দেখা গেছে, তাঁরা এই স্টাম্প বসাচ্ছিলেন শ্রীলঙ্কার একটি বিখ্যাত স্টেডিয়ামে। এটি সেই মাঠ, যেখানে শ্রীলঙ্কা তাদের প্রথম টেস্ট খেলেছিল, প্রথম টেস্ট জয় করেছিল। এ ছাড়া এটিই একমাত্র এশিয়ান মাঠ, যেখানে ডন ব্র্যাডম্যান ক্রিকেট খেলেছিলেন। শ্রীলঙ্কার এ মাঠের নাম পাইকিয়াসোথি সারাভানামুত্তু বা পি সারা স্টেডিয়াম।
এবারে আসি সেই নারী ক্রিকেট কিউরেটরদের কথায়। তাঁদের একজন অমরাবতী, অন্যজন সরোজা ভেলাই। সম্পর্কে দুই বোন। যে ছবির কথা বলছিলাম, সেই ছবি তাঁদেরই। শ্রীলঙ্কার ওই স্টেডিয়ামে শুরু থেকেই নারী কিউরেটররা কাজ করেন। অমরাবতী ৪০ বছর ধরে এই দায়িত্ব পালন করেছেন। তাঁর অবসরে যাওয়ার পর সরোজা এই ভূমিকায় কাজ করছেন অনেক বছর।
পি সারা স্টেডিয়ামে এটা মোটামুটি একটা প্রথায় পরিণত হয়ে গিয়েছিল, এ মাঠে কিউরেটরের দায়িত্ব একজন নারীই পালন করবেন। তবে এখানে প্রথম নারী পিচ কিউরেটর ছিলেন আরুল মেরি। তিনিও কয়েক দশক ধরে কাজ করেছিলেন পি সারা স্টেডিয়ামে।
শুধু শ্রীলঙ্কাতেই নয়; ভারতেও ছিলেন একজন নারী কিউরেটর। নাম তাঁর জ্যাসিন্থা কল্যাণ। তিনি নারী প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরের প্রথম নারী পিচ কিউরেটর ছিলেন।
দেশের ক্রিকেট মাঠ আর সামাজিক যোগাযোগমাধ্যম বেশ সরগরম ছিল নারী আম্পায়ার আর সিনিয়র খেলোয়াড়দের কন্ট্রোভার্সি নিয়ে। চাপান উতরের সেসব বিষয় আমরা জানি। তাই গরমে আরও গরম উৎপাদন না করে বরং ক্রিকেট মাঠের এক অন্য গল্প শোনানো যাক।
আমাদের দেশেই শুধু নয়, এই উপমহাদেশে ক্রিকেট এক দারুণ ঝড় তুলেছে মোটামুটি কয়েক দশক ধরে। ব্যাট হাতে নারীদের তো দেখা যায়ই নিয়মিত, ক্রিকেটের বিভিন্ন শাখায় তাঁদের বিচরণও দেখা যায় এখন। একটু ব্যতিক্রমী হলেও ক্রিকেট মাঠের কিউরেটর হিসেবে দেখা যায় নারীদের।
শাড়ি পরে ছিপছিপে গড়নের দুই নারী স্টেডিয়ামের ভেতর থেকে খালি পায়ে মাঠের দিকে এগিয়ে আসছেন। মাঝামাঝি গিয়ে পিচের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরীক্ষা করলেন। তারপর চলে গেলেন। অন্তর্জালে ছড়িয়ে থাকা একটি সাদাকালো ছবিতে দেখা যায়, দুজন নারী মুখোমুখি হাঁটু গেড়ে ক্রিকেটের স্টাম্প বসাচ্ছেন। না, কোনো চড়ুইভাতি করতে গিয়ে নিজেদের খেলার জন্য এই স্টাম্প বসানো হচ্ছে না।
খোঁজখবর নিয়ে দেখা গেছে, তাঁরা এই স্টাম্প বসাচ্ছিলেন শ্রীলঙ্কার একটি বিখ্যাত স্টেডিয়ামে। এটি সেই মাঠ, যেখানে শ্রীলঙ্কা তাদের প্রথম টেস্ট খেলেছিল, প্রথম টেস্ট জয় করেছিল। এ ছাড়া এটিই একমাত্র এশিয়ান মাঠ, যেখানে ডন ব্র্যাডম্যান ক্রিকেট খেলেছিলেন। শ্রীলঙ্কার এ মাঠের নাম পাইকিয়াসোথি সারাভানামুত্তু বা পি সারা স্টেডিয়াম।
এবারে আসি সেই নারী ক্রিকেট কিউরেটরদের কথায়। তাঁদের একজন অমরাবতী, অন্যজন সরোজা ভেলাই। সম্পর্কে দুই বোন। যে ছবির কথা বলছিলাম, সেই ছবি তাঁদেরই। শ্রীলঙ্কার ওই স্টেডিয়ামে শুরু থেকেই নারী কিউরেটররা কাজ করেন। অমরাবতী ৪০ বছর ধরে এই দায়িত্ব পালন করেছেন। তাঁর অবসরে যাওয়ার পর সরোজা এই ভূমিকায় কাজ করছেন অনেক বছর।
পি সারা স্টেডিয়ামে এটা মোটামুটি একটা প্রথায় পরিণত হয়ে গিয়েছিল, এ মাঠে কিউরেটরের দায়িত্ব একজন নারীই পালন করবেন। তবে এখানে প্রথম নারী পিচ কিউরেটর ছিলেন আরুল মেরি। তিনিও কয়েক দশক ধরে কাজ করেছিলেন পি সারা স্টেডিয়ামে।
শুধু শ্রীলঙ্কাতেই নয়; ভারতেও ছিলেন একজন নারী কিউরেটর। নাম তাঁর জ্যাসিন্থা কল্যাণ। তিনি নারী প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরের প্রথম নারী পিচ কিউরেটর ছিলেন।
বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকারের জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন
২ দিন আগেপ্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য ও নিরাপদ স্যানিটারি পণ্য উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা
৪ দিন আগেনারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
৫ দিন আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
৬ দিন আগে