ফিচার ডেস্ক
২৩ মে দৃষ্টিহীন নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন ছোনজিন আংমো। তিনি প্রথম ভারতীয় এবং পৃথিবীতে পঞ্চম দৃষ্টিহীন মানুষ হিসেবে এই কীর্তি অর্জন করেন। তাঁর আগের দৃষ্টিহীন এভারেস্টজয়ীরা সবাই ছিলেন পুরুষ।
হিমাচল প্রদেশের কোননুরের বাসিন্দা ছোনজিনের বয়স প্রায় ২৯ বছর। মাত্র ৮ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান তিনি। এরপরেই চলে বিশেষ পদ্ধতিতে পড়াশোনার সঙ্গে খেলাধুলা। ছোটকাল থেকেই পাহাড়ে চড়ার নেশায় একাধিক প্রশিক্ষণের পাশাপাশি ট্রেকিংও শুরু করেন ছোনজিন। এভারেস্ট সামিটের আগে নেপালের ৬ হাজার মিটার উচ্চতার লবুচে শৃঙ্গে আরোহণ করেন তিনি।
২৩ মে দৃষ্টিহীন নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন ছোনজিন আংমো। তিনি প্রথম ভারতীয় এবং পৃথিবীতে পঞ্চম দৃষ্টিহীন মানুষ হিসেবে এই কীর্তি অর্জন করেন। তাঁর আগের দৃষ্টিহীন এভারেস্টজয়ীরা সবাই ছিলেন পুরুষ।
হিমাচল প্রদেশের কোননুরের বাসিন্দা ছোনজিনের বয়স প্রায় ২৯ বছর। মাত্র ৮ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান তিনি। এরপরেই চলে বিশেষ পদ্ধতিতে পড়াশোনার সঙ্গে খেলাধুলা। ছোটকাল থেকেই পাহাড়ে চড়ার নেশায় একাধিক প্রশিক্ষণের পাশাপাশি ট্রেকিংও শুরু করেন ছোনজিন। এভারেস্ট সামিটের আগে নেপালের ৬ হাজার মিটার উচ্চতার লবুচে শৃঙ্গে আরোহণ করেন তিনি।
এ ছাড়া এভারেস্ট বেসক্যাম্পে ট্রেকিংসহ একাধিক ছোট শৃঙ্গ আরোহণ করেছেন ছোনজিন।
২৩ মে দৃষ্টিহীন নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন ছোনজিন আংমো। তিনি প্রথম ভারতীয় এবং পৃথিবীতে পঞ্চম দৃষ্টিহীন মানুষ হিসেবে এই কীর্তি অর্জন করেন। তাঁর আগের দৃষ্টিহীন এভারেস্টজয়ীরা সবাই ছিলেন পুরুষ।
হিমাচল প্রদেশের কোননুরের বাসিন্দা ছোনজিনের বয়স প্রায় ২৯ বছর। মাত্র ৮ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান তিনি। এরপরেই চলে বিশেষ পদ্ধতিতে পড়াশোনার সঙ্গে খেলাধুলা। ছোটকাল থেকেই পাহাড়ে চড়ার নেশায় একাধিক প্রশিক্ষণের পাশাপাশি ট্রেকিংও শুরু করেন ছোনজিন। এভারেস্ট সামিটের আগে নেপালের ৬ হাজার মিটার উচ্চতার লবুচে শৃঙ্গে আরোহণ করেন তিনি।
২৩ মে দৃষ্টিহীন নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন ছোনজিন আংমো। তিনি প্রথম ভারতীয় এবং পৃথিবীতে পঞ্চম দৃষ্টিহীন মানুষ হিসেবে এই কীর্তি অর্জন করেন। তাঁর আগের দৃষ্টিহীন এভারেস্টজয়ীরা সবাই ছিলেন পুরুষ।
হিমাচল প্রদেশের কোননুরের বাসিন্দা ছোনজিনের বয়স প্রায় ২৯ বছর। মাত্র ৮ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান তিনি। এরপরেই চলে বিশেষ পদ্ধতিতে পড়াশোনার সঙ্গে খেলাধুলা। ছোটকাল থেকেই পাহাড়ে চড়ার নেশায় একাধিক প্রশিক্ষণের পাশাপাশি ট্রেকিংও শুরু করেন ছোনজিন। এভারেস্ট সামিটের আগে নেপালের ৬ হাজার মিটার উচ্চতার লবুচে শৃঙ্গে আরোহণ করেন তিনি।
এ ছাড়া এভারেস্ট বেসক্যাম্পে ট্রেকিংসহ একাধিক ছোট শৃঙ্গ আরোহণ করেছেন ছোনজিন।
পরিচিত বাস্তবতার কোথাও খানিক পরিবর্তন ঘটে গেছে। মানুষের নিরাপদ জায়গা হিসেবে যে পরিবারের কথা বলা হয়েছে সব সময়, সেখানেই এখন আর নিরাপদ নয় মানুষ। এ বছরের প্রথম ছয় মাসে ১ হাজার ৫৫৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে দেশে! এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
৪ দিন আগেজন্ম থেকে হৃৎপিণ্ডে জটিলতা। বড় হয়ে চাকরি করতে চেয়েছিলেন। কিন্তু অসুস্থতার কারণে তা আর হয়ে ওঠেনি। তবে জীবন থেমে থাকেনি। নিজের চারপাশে মানুষজনের উৎসাহ, ভালোবাসা আর সহানুভূতি তাঁকে সাহস দিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে। একসময় অনলাইনে বসে দেখতে পান, কেউ একজন অন্যকে কাজ শেখাচ্ছেন, ঠিক তখনই মনে হয়...
৪ দিন আগেসেলফ ব্লেমিং কি মানসিক রোগ? এখান থেকে কীভাবে নিজেকে বের করে আনব? পরিবার-পরিজনের সঙ্গে আমার এই সমস্যার কারণে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। প্রচণ্ড মানসিক চাপ নিয়ে দিন কাটাতে হচ্ছে
৪ দিন আগেমনে পড়ে গাজার ত্রাণবাহী সেই জাহাজের কথা? যে জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছিল মাঝ সমুদ্র থেকে। ‘ফ্রিডম ফ্লোটিলা’ আন্তর্জাতিক সংহতি সংগঠন গাজার অবরোধ ভাঙতে গত ১ জুন ইতালির কাতানিয়া উপকূল থেকে ‘ম্যাডলিন’ নামের একটি জাহাজ পাঠিয়েছিল। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী অভিযান চালিয়ে জাহাজে থাকা...
৪ দিন আগে