ফিচার ডেস্ক
২৩ মে দৃষ্টিহীন নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন ছোনজিন আংমো। তিনি প্রথম ভারতীয় এবং পৃথিবীতে পঞ্চম দৃষ্টিহীন মানুষ হিসেবে এই কীর্তি অর্জন করেন। তাঁর আগের দৃষ্টিহীন এভারেস্টজয়ীরা সবাই ছিলেন পুরুষ।
হিমাচল প্রদেশের কোননুরের বাসিন্দা ছোনজিনের বয়স প্রায় ২৯ বছর। মাত্র ৮ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান তিনি। এরপরেই চলে বিশেষ পদ্ধতিতে পড়াশোনার সঙ্গে খেলাধুলা। ছোটকাল থেকেই পাহাড়ে চড়ার নেশায় একাধিক প্রশিক্ষণের পাশাপাশি ট্রেকিংও শুরু করেন ছোনজিন। এভারেস্ট সামিটের আগে নেপালের ৬ হাজার মিটার উচ্চতার লবুচে শৃঙ্গে আরোহণ করেন তিনি।
২৩ মে দৃষ্টিহীন নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন ছোনজিন আংমো। তিনি প্রথম ভারতীয় এবং পৃথিবীতে পঞ্চম দৃষ্টিহীন মানুষ হিসেবে এই কীর্তি অর্জন করেন। তাঁর আগের দৃষ্টিহীন এভারেস্টজয়ীরা সবাই ছিলেন পুরুষ।
হিমাচল প্রদেশের কোননুরের বাসিন্দা ছোনজিনের বয়স প্রায় ২৯ বছর। মাত্র ৮ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান তিনি। এরপরেই চলে বিশেষ পদ্ধতিতে পড়াশোনার সঙ্গে খেলাধুলা। ছোটকাল থেকেই পাহাড়ে চড়ার নেশায় একাধিক প্রশিক্ষণের পাশাপাশি ট্রেকিংও শুরু করেন ছোনজিন। এভারেস্ট সামিটের আগে নেপালের ৬ হাজার মিটার উচ্চতার লবুচে শৃঙ্গে আরোহণ করেন তিনি।
এ ছাড়া এভারেস্ট বেসক্যাম্পে ট্রেকিংসহ একাধিক ছোট শৃঙ্গ আরোহণ করেছেন ছোনজিন।
২৩ মে দৃষ্টিহীন নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন ছোনজিন আংমো। তিনি প্রথম ভারতীয় এবং পৃথিবীতে পঞ্চম দৃষ্টিহীন মানুষ হিসেবে এই কীর্তি অর্জন করেন। তাঁর আগের দৃষ্টিহীন এভারেস্টজয়ীরা সবাই ছিলেন পুরুষ।
হিমাচল প্রদেশের কোননুরের বাসিন্দা ছোনজিনের বয়স প্রায় ২৯ বছর। মাত্র ৮ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান তিনি। এরপরেই চলে বিশেষ পদ্ধতিতে পড়াশোনার সঙ্গে খেলাধুলা। ছোটকাল থেকেই পাহাড়ে চড়ার নেশায় একাধিক প্রশিক্ষণের পাশাপাশি ট্রেকিংও শুরু করেন ছোনজিন। এভারেস্ট সামিটের আগে নেপালের ৬ হাজার মিটার উচ্চতার লবুচে শৃঙ্গে আরোহণ করেন তিনি।
২৩ মে দৃষ্টিহীন নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন ছোনজিন আংমো। তিনি প্রথম ভারতীয় এবং পৃথিবীতে পঞ্চম দৃষ্টিহীন মানুষ হিসেবে এই কীর্তি অর্জন করেন। তাঁর আগের দৃষ্টিহীন এভারেস্টজয়ীরা সবাই ছিলেন পুরুষ।
হিমাচল প্রদেশের কোননুরের বাসিন্দা ছোনজিনের বয়স প্রায় ২৯ বছর। মাত্র ৮ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান তিনি। এরপরেই চলে বিশেষ পদ্ধতিতে পড়াশোনার সঙ্গে খেলাধুলা। ছোটকাল থেকেই পাহাড়ে চড়ার নেশায় একাধিক প্রশিক্ষণের পাশাপাশি ট্রেকিংও শুরু করেন ছোনজিন। এভারেস্ট সামিটের আগে নেপালের ৬ হাজার মিটার উচ্চতার লবুচে শৃঙ্গে আরোহণ করেন তিনি।
এ ছাড়া এভারেস্ট বেসক্যাম্পে ট্রেকিংসহ একাধিক ছোট শৃঙ্গ আরোহণ করেছেন ছোনজিন।
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল কমিটি তাঁকে নোবেল দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে, ‘ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সংগত ও শান্তিপূর্ণ পরিবর্তনের
৭ ঘণ্টা আগেজেসমিন পাথেইয়া শুধু একজন শিল্পী কিংবা উদ্যোক্তা নন; তিনি ভারতের রাস্তায় নারীদের প্রতি হয়রানি এবং লৈঙ্গিকভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার এক সাহসী কণ্ঠস্বর। কলেজজীবনে নিজে রাস্তায় যৌন হয়রানির শিকার হয়েছিলেন।
৭ ঘণ্টা আগেআমি বাবার বাসায় থাকা অবস্থায় স্বামী আরেকটি বিয়ে করে। সে জানায়, আমাকে ডিভোর্স দিয়েছে। কিন্তু আমি আজ এক বছরেও কোনো নোটিশ পাইনি। তার বিয়ের পরপরই এক পারিবারিক আইনজীবীর সাহায্যে তার বিরুদ্ধে যৌতুকের মামলা করি। আইন ও মামলা বিষয়ে আমার ধারণা না থাকায় আইনজীবী যা বলেছেন, তা-ই করেছি।
৭ ঘণ্টা আগেঅ্যাবিগেল স্কট ডুনিওয়ে ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান নারী অধিকারকর্মী, সম্পাদক ও লেখক। তিনি ওরেগনের মাল্টনোমাহ কাউন্টিতে প্রথম নারী ভোটার হিসেবে নিবন্ধিত হন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ২০টির বেশি উপন্যাস লিখেছিলেন।
৭ ঘণ্টা আগে