ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন
প্রশ্ন: স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। এখন আমি যৌতুক নিরোধ আইনে মামলা করেছি। আমার উকিল আমাকে ভুল বুঝিয়ে স্বামীকে অস্থায়ী জামিন করিয়ে দিয়েছেন। এখন আমাকে ধমক দেওয়া হচ্ছে। মামলা খারিজ করে ফেলবে কি না, সে বিষয়ে এখন আমার ভয় হচ্ছে। উকিল এখন আমার হয়ে আদালতে মুভ করেন না। আমার করণীয় কী? নূরে জান্নাত, নারায়ণগঞ্জ
উত্তর: আপনি যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং এখন আইনি সহায়তাও বিশ্বাসঘাতকতা অনুভব করছেন, সেটি খুবই দুঃখজনক। তবে ভয়ের কিছু নেই। আপনার জন্য এখনো অনেক পথ খোলা আছে।
১. উকিল যদি আপনার বিরুদ্ধে কাজ করে থাকেন, তাহলে তাঁকে বদল করুন।
» আপনি আইনজীবী পরিবর্তন করতে পারবেন যেকোনো সময়।
» নতুন আইনজীবীকে দিয়ে আপনি আদালতে একটি ‘ওকালতনামা প্রত্যাহার’ এবং নতুন আইনজীবী নিযুক্তির আবেদন করতে পারবেন।
» আপনার আইনজীবী আপনাকে ভুল বুঝিয়ে কাজ করিয়েছেন, চাইলে আপনি বাংলাদেশ বার কাউন্সিল বা জেলা আইনজীবী সমিতিতে এ বিষয়ে অভিযোগ করতে পারেন।
২. অস্থায়ী জামিন হলেও মামলা শেষ হয়নি, আপনার মামলা এখনো চলছে।
» আপনার স্বামী হয়তো জামিন পেয়েছেন। কিন্তু এতে মামলা খারিজ হয়ে যায়নি।
» এখন আপনি চাইলে আদালতে আবেদন করে তাঁর জামিন বাতিল চেয়ে বলতে পারেন যে তিনি আপনাকে হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। এটি জামিনের শর্ত ভঙ্গের মধ্যে পড়ে।
আপনার আইনজীবীর মাধ্যমে বা নিজে (জেলা জজ আদালতে বা ম্যাজিস্ট্রেট আদালতে) আবেদন করে বলতে পারেন,
‘জামিনে থাকার সুযোগ নিয়ে তিনি আমাকে পুনরায় হুমকি দিচ্ছেন এবং মামলার সাক্ষ্য প্রভাবিত করার চেষ্টা করছেন।’
৩. থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন।
আপনার স্বামী যদি আপনাকে হুমকি দিয়ে থাকেন, তবে এখনই নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করুন। এতে আপনি ভবিষ্যতে প্রমাণ করতে পারবেন যে তিনি জামিন পাওয়ার পরে আপনাকে ভয় দেখিয়েছেন।
৪. নারীরা নির্যাতনের শিকার হলে যা করতে পারেন—
» নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর অধীনে মামলা করতে পারেন, যদি নির্যাতন শারীরিক বা যৌন হয়।
» যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর আওতায় আগেই মামলা করেছেন, সেটির তদন্ত ও বিচার চালিয়ে যেতে হবে।
» জেলা লিগ্যাল এইড অফিস থেকে আপনি বিনা মূল্যে সরকারি আইনজীবীর সহায়তা পেতে পারেন।
৫. নিরাপত্তার জন্য আশ্রয় চাইলে—
» আপনি চাইলে নারায়ণগঞ্জে অবস্থিত সেফ হাউস বা মহিলাবিষয়ক অধিদপ্তরের সুরক্ষা কেন্দ্রের সাহায্য নিতে পারেন।
» এ ছাড়া ব্র্যাক, আইন ও সালিশ কেন্দ্রের মতো বেসরকারি সংগঠনের সাহায্য চাইলে নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
প্রশ্ন: স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। এখন আমি যৌতুক নিরোধ আইনে মামলা করেছি। আমার উকিল আমাকে ভুল বুঝিয়ে স্বামীকে অস্থায়ী জামিন করিয়ে দিয়েছেন। এখন আমাকে ধমক দেওয়া হচ্ছে। মামলা খারিজ করে ফেলবে কি না, সে বিষয়ে এখন আমার ভয় হচ্ছে। উকিল এখন আমার হয়ে আদালতে মুভ করেন না। আমার করণীয় কী? নূরে জান্নাত, নারায়ণগঞ্জ
উত্তর: আপনি যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং এখন আইনি সহায়তাও বিশ্বাসঘাতকতা অনুভব করছেন, সেটি খুবই দুঃখজনক। তবে ভয়ের কিছু নেই। আপনার জন্য এখনো অনেক পথ খোলা আছে।
১. উকিল যদি আপনার বিরুদ্ধে কাজ করে থাকেন, তাহলে তাঁকে বদল করুন।
» আপনি আইনজীবী পরিবর্তন করতে পারবেন যেকোনো সময়।
» নতুন আইনজীবীকে দিয়ে আপনি আদালতে একটি ‘ওকালতনামা প্রত্যাহার’ এবং নতুন আইনজীবী নিযুক্তির আবেদন করতে পারবেন।
» আপনার আইনজীবী আপনাকে ভুল বুঝিয়ে কাজ করিয়েছেন, চাইলে আপনি বাংলাদেশ বার কাউন্সিল বা জেলা আইনজীবী সমিতিতে এ বিষয়ে অভিযোগ করতে পারেন।
২. অস্থায়ী জামিন হলেও মামলা শেষ হয়নি, আপনার মামলা এখনো চলছে।
» আপনার স্বামী হয়তো জামিন পেয়েছেন। কিন্তু এতে মামলা খারিজ হয়ে যায়নি।
» এখন আপনি চাইলে আদালতে আবেদন করে তাঁর জামিন বাতিল চেয়ে বলতে পারেন যে তিনি আপনাকে হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। এটি জামিনের শর্ত ভঙ্গের মধ্যে পড়ে।
আপনার আইনজীবীর মাধ্যমে বা নিজে (জেলা জজ আদালতে বা ম্যাজিস্ট্রেট আদালতে) আবেদন করে বলতে পারেন,
‘জামিনে থাকার সুযোগ নিয়ে তিনি আমাকে পুনরায় হুমকি দিচ্ছেন এবং মামলার সাক্ষ্য প্রভাবিত করার চেষ্টা করছেন।’
৩. থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন।
আপনার স্বামী যদি আপনাকে হুমকি দিয়ে থাকেন, তবে এখনই নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করুন। এতে আপনি ভবিষ্যতে প্রমাণ করতে পারবেন যে তিনি জামিন পাওয়ার পরে আপনাকে ভয় দেখিয়েছেন।
৪. নারীরা নির্যাতনের শিকার হলে যা করতে পারেন—
» নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর অধীনে মামলা করতে পারেন, যদি নির্যাতন শারীরিক বা যৌন হয়।
» যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর আওতায় আগেই মামলা করেছেন, সেটির তদন্ত ও বিচার চালিয়ে যেতে হবে।
» জেলা লিগ্যাল এইড অফিস থেকে আপনি বিনা মূল্যে সরকারি আইনজীবীর সহায়তা পেতে পারেন।
৫. নিরাপত্তার জন্য আশ্রয় চাইলে—
» আপনি চাইলে নারায়ণগঞ্জে অবস্থিত সেফ হাউস বা মহিলাবিষয়ক অধিদপ্তরের সুরক্ষা কেন্দ্রের সাহায্য নিতে পারেন।
» এ ছাড়া ব্র্যাক, আইন ও সালিশ কেন্দ্রের মতো বেসরকারি সংগঠনের সাহায্য চাইলে নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্তির প্রস্তাবে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের অন্যতম নারী অধিকার সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি বলেছে, এটি শুধু নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিরুদ্ধে এক চরম পদক্ষেপ নয়, বরং এটি সংবিধান, জাতীয় নারী উন্নয়ন নীতি এবং আন্তর্জাতিক নারী অধিকার সনদগুলোরও
৫ ঘণ্টা আগেতিনি বলেন, কাউকে পেছনে রেখে গণতন্ত্রকে এগিয়ে নেওয়া যায় না। তাই নারীসমাজের দাবি, সংসদে নারীর এক-তৃতীয়াংশ আসন বাড়াতে হবে এবং এসব আসনে সরাসরি নির্বাচন করতে হবে। পশ্চাৎপদ অংশকে এগিয়ে নিতে সুযোগ প্রয়োজন। নারীকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে দলগুলোকে নারী আন্দোলনের দাবিকে গুরুত্ব দিতে হবে, মানুষের কণ
৩ দিন আগে‘দিনে কত ঘণ্টা খাটি, তার কোনো হিসাব নাই। বিয়ের আগে বাবার জমিতে কাজ করেছি, বিয়ের পরে করছি স্বামীর জমিতে। কাজের নামও নাই, দামও নাই।’
৭ দিন আগে‘তখন তোমার একুশ বছর বোধ হয়...’ আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই কালজয়ী গানটা মনে আছে নিশ্চয়। তাবাসসুম মোস্তফা রাফার গল্পটা শুনে সেই গানের কথা মনে পড়ে। বয়স মাত্র ২১। এ বয়সেই প্রেম ও ব্যবসা—দুটোতেই সফল। ১২ সদস্যের দল নিয়ে পরিচালনা করেন ‘শপিং স্টল’ নামে একটি অনলাইন শপ। লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান।
৭ দিন আগে