নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় সংসদে এক-তৃতীয়াংশ মহিলা আসনের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে এসব আসনে সরাসরি নির্বাচনের দাবি জানানো হয়েছে।
আজ শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে এসব দাবি তোলা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
মহিলা পরিষদের সভাপতি বলেন, কাউকে পেছনে রেখে গণতন্ত্র এগিয়ে নেওয়া যায় না। তাই নারীসমাজের দাবি, সংসদে এক-তৃতীয়াংশ আসন নারীদের হতে হবে এবং এসব আসনে সরাসরি নির্বাচন দিতে হবে। পশ্চাৎপদ অংশকে এগিয়ে নিতে সুযোগ প্রয়োজন। নারীকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে দলগুলোকে নারী আন্দোলনের দাবিকে গুরুত্ব দিতে হবে; মানুষের কণ্ঠস্বরকে বুঝতে হবে। তিনি বলেন, বর্তমানে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নারীদের অবরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নেওয়া নারীকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।
সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দিতে হবে।
রাজনৈতিক দলের নারীনেত্রীদের মনোনয়নের মাধ্যমে সংসদ সদস্য হওয়ার পদ্ধতিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে, তারা কীভাবে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করবে এবং সমতা প্রতিষ্ঠা করবে। এ বিষয়ে কেবল রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি দিলেই হবে না, বাস্তবায়নও করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের বেলাবো জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রীনা আহমেদ, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনূস প্রমুখ।
সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পল্টন মোড় পর্যন্ত র্যালি হয়। সমাবেশ ও র্যালিতে বাংলাদেশ মহিলা পরিষদ ছাড়াও গণসাক্ষরতা অভিযান, কর্মজীবী নারী এবং নারী শ্রমিককেন্দ্রের প্রতিনিধিরা অংশ নেন।
জাতীয় সংসদে এক-তৃতীয়াংশ মহিলা আসনের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে এসব আসনে সরাসরি নির্বাচনের দাবি জানানো হয়েছে।
আজ শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে এসব দাবি তোলা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
মহিলা পরিষদের সভাপতি বলেন, কাউকে পেছনে রেখে গণতন্ত্র এগিয়ে নেওয়া যায় না। তাই নারীসমাজের দাবি, সংসদে এক-তৃতীয়াংশ আসন নারীদের হতে হবে এবং এসব আসনে সরাসরি নির্বাচন দিতে হবে। পশ্চাৎপদ অংশকে এগিয়ে নিতে সুযোগ প্রয়োজন। নারীকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে দলগুলোকে নারী আন্দোলনের দাবিকে গুরুত্ব দিতে হবে; মানুষের কণ্ঠস্বরকে বুঝতে হবে। তিনি বলেন, বর্তমানে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নারীদের অবরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নেওয়া নারীকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।
সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দিতে হবে।
রাজনৈতিক দলের নারীনেত্রীদের মনোনয়নের মাধ্যমে সংসদ সদস্য হওয়ার পদ্ধতিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে, তারা কীভাবে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করবে এবং সমতা প্রতিষ্ঠা করবে। এ বিষয়ে কেবল রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি দিলেই হবে না, বাস্তবায়নও করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের বেলাবো জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রীনা আহমেদ, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনূস প্রমুখ।
সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পল্টন মোড় পর্যন্ত র্যালি হয়। সমাবেশ ও র্যালিতে বাংলাদেশ মহিলা পরিষদ ছাড়াও গণসাক্ষরতা অভিযান, কর্মজীবী নারী এবং নারী শ্রমিককেন্দ্রের প্রতিনিধিরা অংশ নেন।
‘দিনে কত ঘণ্টা খাটি, তার কোনো হিসাব নাই। বিয়ের আগে বাবার জমিতে কাজ করেছি, বিয়ের পরে করছি স্বামীর জমিতে। কাজের নামও নাই, দামও নাই।’
৫ দিন আগে‘তখন তোমার একুশ বছর বোধ হয়...’ আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই কালজয়ী গানটা মনে আছে নিশ্চয়। তাবাসসুম মোস্তফা রাফার গল্পটা শুনে সেই গানের কথা মনে পড়ে। বয়স মাত্র ২১। এ বয়সেই প্রেম ও ব্যবসা—দুটোতেই সফল। ১২ সদস্যের দল নিয়ে পরিচালনা করেন ‘শপিং স্টল’ নামে একটি অনলাইন শপ। লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান।
৫ দিন আগেআমি ছোটবেলা থেকে পারিবারিকভাবে মানসিক নির্যাতনের মধ্যে বড় হয়েছি। মা-বাবার সম্পর্ক সব সময় খারাপ ছিল—মারামারি, ঝগড়া, মানসিক অশান্তি চোখের সামনে দেখেছি। মায়ের সহায়তা পাইনি। ছোটবেলা থেকে অপমান সয়ে এসেছি। মা অনেক সময় অন্যদের সামনে খাটো করত। কিন্তু
৫ দিন আগেযুদ্ধের ধ্বংসস্তূপে ডুবে থাকা শহর মোগাদিসু। ধীরে ধীরে অবস্থার বদল হয়। যুদ্ধবিধ্বস্ত এই শহরের দৃষ্টিরেখায় এখন ক্রেন, স্ক্যাফোল্ডিং আর আধুনিক ভবন। নির্মাণকাজের এক নীরব বিপ্লব চলছে সেখানে। আর এই নির্মাণকর্মীদের একাংশ তরুণ নারী প্রকৌশলী। এই প্রকৌশলীদের বয়সের গড় ২৪ বছর। এই বয়সে অনেকে তদারক করছেন...
৫ দিন আগে