অনলাইন ডেস্ক
ভিয়েতনাম সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিত মাখোঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রতিবেদন প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় হাস্যরসও কম হয়নি।
এ নিয়ে এবার রসিকতা করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকাল শুক্রবার বলেছেন, ‘তাঁরা ঠিকঠাকই আছেন!’
ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে, উড়োজাহাজ থেকে নামার আগে ব্রিজিত মাখোঁ তাঁর স্বামীর মুখে হাত দিয়ে ধাক্কা দিচ্ছেন বলে মনে হচ্ছে।
এ নিয়ে সাংবাদিকেরা রসিকতা করে ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন দাম্পত্য সম্পর্ক নিয়ে তাঁর কোনো পরামর্শ আছে কিনা! উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প তিনবার বিয়ে করেছেন। সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, মাখোঁর ব্যাপারে দাম্পত্য সম্পর্কের বিষয়ে তাঁর কোনো পরামর্শ আছে কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘দরজা যেন বন্ধ থাকে সেটা নিশ্চিত করুন!’
ওভাল অফিসে বিলিয়নিয়ার ইলন মাস্কের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা ট্রাম্পকে এমন প্রশ্ন করা হয়। ট্রাম্প যোগ করেন, ‘ব্যাপারটা ভালো হয়নি!’
গত ২৭ মে হ্যানয়ে ফরাসি প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি অবতরণের পরপরই দরজা খোলার সময় ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায়, ৭২ বছর বয়সী ব্রিজিত দুই হাত বাড়িয়ে স্বামী ইমানুয়েল মাখোঁর মুখে ধাক্কা দিচ্ছেন। ৪৭ বছর বয়সী মাখোঁকে হতবাক দেখালেও দ্রুত নিজেকে সামলে নেন। পরক্ষণেই খোলা দরজার দিকে ফিরে হাত নাড়েন।
৭৮ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর সম্পর্ক বেশ মধুর বলেই মনে করা হয়। ট্রাম্প বলেন, এ ঘটনার পর থেকে তিনি নিয়মিত মাখোঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন।
ট্রাম্প যোগ করেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। সে ঠিক আছে। তারা ঠিকঠাকই আছে। তারা দুজন সত্যিই ভালো মানুষ। আমি তাদের খুব ভালোভাবে চিনি।’ তবে ওই ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘আমি আসলে জানি না, ঘটনাটা কী ছিল।’
তবে কোনো ধরনের দাম্পত্য কলহের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাখোঁ। ঘটনার পরদিন ২৮ মে এক বিবৃতিতে তিনি বলেন, ওই ফুটেজকে ভুল অর্থে প্রচার করা হয়েছে।
এদিকে, গতকাল ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজি) থেকে বিদায় নেওয়ার সময় ইলন মাস্কও ফরাসি প্রেসিডেন্ট মাখোঁকে নিয়ে রসিকতা করতে ছাড়েননি। চোখের নিচে কালশিটে নিয়ে সাংবাদিকেরা জিজ্ঞাসা করলে মাস্ক বলেন, ‘আমি ফ্রান্সের আশপাশে কোথাও ছিলাম না।’ একজন সাংবাদিক এই মন্তব্যের ব্যাখ্যা চাইলে মাস্ক বলেন, তাঁর ছেলে ঘুষি দিয়ে এমনটা করেছে!
ভিয়েতনাম সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিত মাখোঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রতিবেদন প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় হাস্যরসও কম হয়নি।
এ নিয়ে এবার রসিকতা করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকাল শুক্রবার বলেছেন, ‘তাঁরা ঠিকঠাকই আছেন!’
ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে, উড়োজাহাজ থেকে নামার আগে ব্রিজিত মাখোঁ তাঁর স্বামীর মুখে হাত দিয়ে ধাক্কা দিচ্ছেন বলে মনে হচ্ছে।
এ নিয়ে সাংবাদিকেরা রসিকতা করে ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন দাম্পত্য সম্পর্ক নিয়ে তাঁর কোনো পরামর্শ আছে কিনা! উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প তিনবার বিয়ে করেছেন। সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, মাখোঁর ব্যাপারে দাম্পত্য সম্পর্কের বিষয়ে তাঁর কোনো পরামর্শ আছে কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘দরজা যেন বন্ধ থাকে সেটা নিশ্চিত করুন!’
ওভাল অফিসে বিলিয়নিয়ার ইলন মাস্কের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা ট্রাম্পকে এমন প্রশ্ন করা হয়। ট্রাম্প যোগ করেন, ‘ব্যাপারটা ভালো হয়নি!’
গত ২৭ মে হ্যানয়ে ফরাসি প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি অবতরণের পরপরই দরজা খোলার সময় ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায়, ৭২ বছর বয়সী ব্রিজিত দুই হাত বাড়িয়ে স্বামী ইমানুয়েল মাখোঁর মুখে ধাক্কা দিচ্ছেন। ৪৭ বছর বয়সী মাখোঁকে হতবাক দেখালেও দ্রুত নিজেকে সামলে নেন। পরক্ষণেই খোলা দরজার দিকে ফিরে হাত নাড়েন।
৭৮ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর সম্পর্ক বেশ মধুর বলেই মনে করা হয়। ট্রাম্প বলেন, এ ঘটনার পর থেকে তিনি নিয়মিত মাখোঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন।
ট্রাম্প যোগ করেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। সে ঠিক আছে। তারা ঠিকঠাকই আছে। তারা দুজন সত্যিই ভালো মানুষ। আমি তাদের খুব ভালোভাবে চিনি।’ তবে ওই ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘আমি আসলে জানি না, ঘটনাটা কী ছিল।’
তবে কোনো ধরনের দাম্পত্য কলহের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাখোঁ। ঘটনার পরদিন ২৮ মে এক বিবৃতিতে তিনি বলেন, ওই ফুটেজকে ভুল অর্থে প্রচার করা হয়েছে।
এদিকে, গতকাল ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজি) থেকে বিদায় নেওয়ার সময় ইলন মাস্কও ফরাসি প্রেসিডেন্ট মাখোঁকে নিয়ে রসিকতা করতে ছাড়েননি। চোখের নিচে কালশিটে নিয়ে সাংবাদিকেরা জিজ্ঞাসা করলে মাস্ক বলেন, ‘আমি ফ্রান্সের আশপাশে কোথাও ছিলাম না।’ একজন সাংবাদিক এই মন্তব্যের ব্যাখ্যা চাইলে মাস্ক বলেন, তাঁর ছেলে ঘুষি দিয়ে এমনটা করেছে!
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর ইরানের রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয়ে উঠেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিরুদ্ধে এবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেসম্প্রতি দিনের আলোয় জনসমক্ষে গুলি করে হত্যা করা হয় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর কর্মকর্তা কর্নেল ইভান ভোরোনিচকে। এই হত্যার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা কিয়েভবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
৬ ঘণ্টা আগেইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সিরীয় প্রতিরক্ষা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিমান হামলা চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৮ জন আহত হয়েছে।
৭ ঘণ্টা আগেভারতের সর্বোচ্চ সুন্নি ধর্মীয় নেতা শেখ আবুবকর আহমদের হস্তক্ষেপে ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নার্স নিমিষা প্রিয়ার শাস্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ২০১৭ সালে এক ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে নিমিষার মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল আজ বুধবার, ১৬ জুলাই। তবে শেষ মুহূর্তে কূটনৈতিক ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ইয়েমেন
৭ ঘণ্টা আগে