ডেস্ক রিপোর্ট
মেক্সিকো সিটি থেকে ৮০ কিলোমিটার দূরে সান মিগুয়েল নেপান্তলা শহর। সেই শহরে জন্মেছিলেন জুয়ানা দে আসুয়াজে ই রামিরেজ দে সান্তিলানা। তবে তিনি পরিচিত ছিলেন জুয়ানা ইনেস দে লা ক্রুজ নামে। জুয়ানা ছিলেন স্প্যানিশ উপনিবেশের প্রধান কবি। একাধারে তিনি ছিলেন একজন দার্শনিক ও সুরকার। আর জীবন যাপন করেছেন একজন সন্ন্যাসিনী হিসেবে।
স্প্যানিশ স্বর্ণযুগের কবিদের মধ্যে, এমনকি বর্তমানেও জুয়ানাকে অন্যতম কবি হিসেবে বিবেচনা করা হয়। স্প্যানিশ ও মেক্সিকান সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি মনে করা হয় তাঁকে। জুয়ানার কাজগুলোর মধ্যে ধর্মনিরপেক্ষ গীতিকবিতা সবচেয়ে বেশি পরিচিত। তাঁর উল্লেখযোগ্য লেখা হলো দীর্ঘ কবিতা প্রাইমরো সুয়েনো বা প্রথম স্বপ্ন, অসংখ্য সনেট এবং ভিলানসিকোস, ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ নাটক এবং আত্মজীবনীমূলক প্রবন্ধ। সতেরো শতকের স্প্যানিশ ঔপনিবেশিক মেক্সিকো নিউ স্পেন নামে পরিচিত ছিল। সেটি ছিল পুরোদস্তুর পুরুষশাসিত সমাজ।
হিস্পানিক ঐতিহ্য এবং রোমান ক্যাথলিক চার্চ আরোপিত কিছু বিধিনিষেধকে অস্বীকার করে লেখালেখি করেন জুয়ানা। ফলে তিনি হয়ে ওঠেন স্প্যানিশ সাহিত্যের ইতিহাসে উল্লেখযোগ্য লেখকদের একজন। ২০ বছরের বেশি সময় ধরে সাহিত্যচর্চা চালিয়ে যান তিনি। কিন্তু মৃত্যুর কিছুকাল আগে তাঁকে কিছুটা নীরব হয়ে যেতে বাধ্য করা হয়েছিল।
জুয়ানা একুশ বছর শিক্ষকতা করেছেন। তাঁর জন্ম সাল নিয়ে বিতর্ক থাকলেও তিনি ১৬৯৫ সালের ১৭ এপ্রিল ৪৬ বছর বয়সে মারা যান ।
মেক্সিকো সিটি থেকে ৮০ কিলোমিটার দূরে সান মিগুয়েল নেপান্তলা শহর। সেই শহরে জন্মেছিলেন জুয়ানা দে আসুয়াজে ই রামিরেজ দে সান্তিলানা। তবে তিনি পরিচিত ছিলেন জুয়ানা ইনেস দে লা ক্রুজ নামে। জুয়ানা ছিলেন স্প্যানিশ উপনিবেশের প্রধান কবি। একাধারে তিনি ছিলেন একজন দার্শনিক ও সুরকার। আর জীবন যাপন করেছেন একজন সন্ন্যাসিনী হিসেবে।
স্প্যানিশ স্বর্ণযুগের কবিদের মধ্যে, এমনকি বর্তমানেও জুয়ানাকে অন্যতম কবি হিসেবে বিবেচনা করা হয়। স্প্যানিশ ও মেক্সিকান সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি মনে করা হয় তাঁকে। জুয়ানার কাজগুলোর মধ্যে ধর্মনিরপেক্ষ গীতিকবিতা সবচেয়ে বেশি পরিচিত। তাঁর উল্লেখযোগ্য লেখা হলো দীর্ঘ কবিতা প্রাইমরো সুয়েনো বা প্রথম স্বপ্ন, অসংখ্য সনেট এবং ভিলানসিকোস, ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ নাটক এবং আত্মজীবনীমূলক প্রবন্ধ। সতেরো শতকের স্প্যানিশ ঔপনিবেশিক মেক্সিকো নিউ স্পেন নামে পরিচিত ছিল। সেটি ছিল পুরোদস্তুর পুরুষশাসিত সমাজ।
হিস্পানিক ঐতিহ্য এবং রোমান ক্যাথলিক চার্চ আরোপিত কিছু বিধিনিষেধকে অস্বীকার করে লেখালেখি করেন জুয়ানা। ফলে তিনি হয়ে ওঠেন স্প্যানিশ সাহিত্যের ইতিহাসে উল্লেখযোগ্য লেখকদের একজন। ২০ বছরের বেশি সময় ধরে সাহিত্যচর্চা চালিয়ে যান তিনি। কিন্তু মৃত্যুর কিছুকাল আগে তাঁকে কিছুটা নীরব হয়ে যেতে বাধ্য করা হয়েছিল।
জুয়ানা একুশ বছর শিক্ষকতা করেছেন। তাঁর জন্ম সাল নিয়ে বিতর্ক থাকলেও তিনি ১৬৯৫ সালের ১৭ এপ্রিল ৪৬ বছর বয়সে মারা যান ।
মৃত্যুদণ্ড দিয়ে নারীর প্রতি সহিংসতা রোধ করা যায়, এমন প্রমাণাদি নেই বলে মন্তব্য করেছেন ব্লাস্টের (বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট) নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে লিঙ্গভিত্তিক...
৫ দিন আগেশিশুদের সাইকোলজি আগে বুঝতে হবে—যতটা সরলীকরণ করা যায়। পরের পাতায় কী আছে, এ রকম একটা কৌতূহল রাখি। রংটা খুব উজ্জ্বল থাকে। সামাজিক সচেতনতা বাড়ায়, চিন্তার বিকাশ ঘটায়—এমন কাজ করি। চরিত্রদের এক্সপ্রেশনে ব্যাপক ফান থাকতে হবে।
৭ দিন আগে‘বাংলাদেশের মেয়েরা সুযোগ পেলে সকলেই হিমালয় জয় করতে পারে।’ নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এমন কথাই জানিয়েছেন পাঁচ নারী পর্বতারোহী। ‘সুলতানার স্বপ্ন অবারিত: তরুণীর অগ্রযাত্রা’ বিষয়ে এক আলাপচারিতায় এ কথা বলেন তাঁরা। গত ২৪ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে একটি অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তাঁরা
৭ দিন আগেআমার লেখার ক্ষেত্রে কোনো বিষয়ের প্রতি আগ্রহ কিংবা স্বতঃস্ফূর্ততাকে প্রাধান্য দিই। শব্দ আমার কাছে স্রোতস্বিনী নদীর মতো। আমি অনেকের লেখা পড়ি। তবে বাংলাদেশের জনপ্রিয় থ্রিলার লেখক মোহাম্মদ নাজিমুদ্দিন ভাইয়ের থ্রিলার ভাবনার আড্ডাগুলো থ্রিলার লেখার ক্ষেত্রে বেশ সহায়ক ভূমিকা পালন করে। আমি তাঁর লেখার ভক্ত।
১৪ দিন আগে