ডেস্ক রিপোর্ট
মেক্সিকো সিটি থেকে ৮০ কিলোমিটার দূরে সান মিগুয়েল নেপান্তলা শহর। সেই শহরে জন্মেছিলেন জুয়ানা দে আসুয়াজে ই রামিরেজ দে সান্তিলানা। তবে তিনি পরিচিত ছিলেন জুয়ানা ইনেস দে লা ক্রুজ নামে। জুয়ানা ছিলেন স্প্যানিশ উপনিবেশের প্রধান কবি। একাধারে তিনি ছিলেন একজন দার্শনিক ও সুরকার। আর জীবন যাপন করেছেন একজন সন্ন্যাসিনী হিসেবে।
স্প্যানিশ স্বর্ণযুগের কবিদের মধ্যে, এমনকি বর্তমানেও জুয়ানাকে অন্যতম কবি হিসেবে বিবেচনা করা হয়। স্প্যানিশ ও মেক্সিকান সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি মনে করা হয় তাঁকে। জুয়ানার কাজগুলোর মধ্যে ধর্মনিরপেক্ষ গীতিকবিতা সবচেয়ে বেশি পরিচিত। তাঁর উল্লেখযোগ্য লেখা হলো দীর্ঘ কবিতা প্রাইমরো সুয়েনো বা প্রথম স্বপ্ন, অসংখ্য সনেট এবং ভিলানসিকোস, ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ নাটক এবং আত্মজীবনীমূলক প্রবন্ধ। সতেরো শতকের স্প্যানিশ ঔপনিবেশিক মেক্সিকো নিউ স্পেন নামে পরিচিত ছিল। সেটি ছিল পুরোদস্তুর পুরুষশাসিত সমাজ।
হিস্পানিক ঐতিহ্য এবং রোমান ক্যাথলিক চার্চ আরোপিত কিছু বিধিনিষেধকে অস্বীকার করে লেখালেখি করেন জুয়ানা। ফলে তিনি হয়ে ওঠেন স্প্যানিশ সাহিত্যের ইতিহাসে উল্লেখযোগ্য লেখকদের একজন। ২০ বছরের বেশি সময় ধরে সাহিত্যচর্চা চালিয়ে যান তিনি। কিন্তু মৃত্যুর কিছুকাল আগে তাঁকে কিছুটা নীরব হয়ে যেতে বাধ্য করা হয়েছিল।
জুয়ানা একুশ বছর শিক্ষকতা করেছেন। তাঁর জন্ম সাল নিয়ে বিতর্ক থাকলেও তিনি ১৬৯৫ সালের ১৭ এপ্রিল ৪৬ বছর বয়সে মারা যান ।
মেক্সিকো সিটি থেকে ৮০ কিলোমিটার দূরে সান মিগুয়েল নেপান্তলা শহর। সেই শহরে জন্মেছিলেন জুয়ানা দে আসুয়াজে ই রামিরেজ দে সান্তিলানা। তবে তিনি পরিচিত ছিলেন জুয়ানা ইনেস দে লা ক্রুজ নামে। জুয়ানা ছিলেন স্প্যানিশ উপনিবেশের প্রধান কবি। একাধারে তিনি ছিলেন একজন দার্শনিক ও সুরকার। আর জীবন যাপন করেছেন একজন সন্ন্যাসিনী হিসেবে।
স্প্যানিশ স্বর্ণযুগের কবিদের মধ্যে, এমনকি বর্তমানেও জুয়ানাকে অন্যতম কবি হিসেবে বিবেচনা করা হয়। স্প্যানিশ ও মেক্সিকান সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি মনে করা হয় তাঁকে। জুয়ানার কাজগুলোর মধ্যে ধর্মনিরপেক্ষ গীতিকবিতা সবচেয়ে বেশি পরিচিত। তাঁর উল্লেখযোগ্য লেখা হলো দীর্ঘ কবিতা প্রাইমরো সুয়েনো বা প্রথম স্বপ্ন, অসংখ্য সনেট এবং ভিলানসিকোস, ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ নাটক এবং আত্মজীবনীমূলক প্রবন্ধ। সতেরো শতকের স্প্যানিশ ঔপনিবেশিক মেক্সিকো নিউ স্পেন নামে পরিচিত ছিল। সেটি ছিল পুরোদস্তুর পুরুষশাসিত সমাজ।
হিস্পানিক ঐতিহ্য এবং রোমান ক্যাথলিক চার্চ আরোপিত কিছু বিধিনিষেধকে অস্বীকার করে লেখালেখি করেন জুয়ানা। ফলে তিনি হয়ে ওঠেন স্প্যানিশ সাহিত্যের ইতিহাসে উল্লেখযোগ্য লেখকদের একজন। ২০ বছরের বেশি সময় ধরে সাহিত্যচর্চা চালিয়ে যান তিনি। কিন্তু মৃত্যুর কিছুকাল আগে তাঁকে কিছুটা নীরব হয়ে যেতে বাধ্য করা হয়েছিল।
জুয়ানা একুশ বছর শিক্ষকতা করেছেন। তাঁর জন্ম সাল নিয়ে বিতর্ক থাকলেও তিনি ১৬৯৫ সালের ১৭ এপ্রিল ৪৬ বছর বয়সে মারা যান ।
বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকারের জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন
২ দিন আগেপ্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য ও নিরাপদ স্যানিটারি পণ্য উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা
৪ দিন আগেনারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
৫ দিন আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
৬ দিন আগে