নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ ও অগ্রযাত্রা দৃশ্যমান হয়ে উঠলেও কোনো কোনো ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং ব্যত্যয় পরিলক্ষিত হয়। জেন্ডার সমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশ এখনো চ্যালেঞ্জের সম্মুখীন। নারী অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয় সাধন করতে জেন্ডার ও একীভূতকরণ-বিষয়ক সংসদীয় ককাস গঠন করা হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও হুইপ সানজিদা খানম জানিয়েছেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশুরা। দলিত কিংবা প্রতিবন্ধী ব্যক্তি—সবাইকে নিয়ে আমাদের এগোতে হবে। কাউকে বাদ রেখে এগোনো সম্ভব নয়। মঙ্গলবার পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সম্মেলনকক্ষে ডিজঅ্যাবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) আয়োজিত জেন্ডার ও একীভূতকরণ-বিষয়ক সংসদীয় ককাস গঠন ও মতবিনিময় সভায় এ কথা বলেন ককাসের আহ্বায়ক সানজিদা খানম।
সভার ধারণাপত্রে বলা হয়, ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রামের জেন্ডার সোশ্যাল নর্মস ইনডেক্স (জিএসএনআই) অনুসারে, বাংলাদেশের ৯৯ শতাংশের বেশি মানুষ নারীদের বিরুদ্ধে একটি হলেও পক্ষপাতমূলক মনোভাব পোষণ করে। ৬৯ শতাংশ মানুষ বিশ্বাস করে, পুরুষেরা ভালো রাজনৈতিক নেতা এবং ৮৮ শতাংশ মনে করে, পুরুষেরা নারীদের তুলনায় দক্ষ ব্যবসায়ী, নির্বাহী এবং আরও বেশি চাকরি পাওয়ার যোগ্য। শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণ পুরুষের তুলনায় কম। নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ২০২২ সালে ছিল ৪২ দশমিক ৭৭ শতাংশ, যেখানে পুরুষদের অংশগ্রহণের হার ৮০ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুসারে, ৫৪ দশমিক ২ শতাংশ বিবাহিত নারী তাঁদের স্বামীদের দ্বারা কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হয়েছেন। আবার প্রতিবন্ধী ব্যক্তিরা শিক্ষা, কর্মসংস্থান, ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা ও সামাজিক পরিষেবাগুলোতে প্রবেশের ক্ষেত্রে উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হন এবং পারিবারিক ও সামাজিক জীবনে বৈষম্যের সম্মুখীন হয়ে থাকেন প্রতিনিয়ত। এ ছাড়া জনসাধারণের জন্য নির্মিত অবকাঠামোগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশের সুযোগ না থাকার বিষয়টি তাদের উন্নয়নের বড় অন্তরায়।
দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ ও অগ্রযাত্রা দৃশ্যমান হয়ে উঠলেও কোনো কোনো ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং ব্যত্যয় পরিলক্ষিত হয়। জেন্ডার সমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশ এখনো চ্যালেঞ্জের সম্মুখীন। নারী অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয় সাধন করতে জেন্ডার ও একীভূতকরণ-বিষয়ক সংসদীয় ককাস গঠন করা হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও হুইপ সানজিদা খানম জানিয়েছেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশুরা। দলিত কিংবা প্রতিবন্ধী ব্যক্তি—সবাইকে নিয়ে আমাদের এগোতে হবে। কাউকে বাদ রেখে এগোনো সম্ভব নয়। মঙ্গলবার পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সম্মেলনকক্ষে ডিজঅ্যাবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) আয়োজিত জেন্ডার ও একীভূতকরণ-বিষয়ক সংসদীয় ককাস গঠন ও মতবিনিময় সভায় এ কথা বলেন ককাসের আহ্বায়ক সানজিদা খানম।
সভার ধারণাপত্রে বলা হয়, ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রামের জেন্ডার সোশ্যাল নর্মস ইনডেক্স (জিএসএনআই) অনুসারে, বাংলাদেশের ৯৯ শতাংশের বেশি মানুষ নারীদের বিরুদ্ধে একটি হলেও পক্ষপাতমূলক মনোভাব পোষণ করে। ৬৯ শতাংশ মানুষ বিশ্বাস করে, পুরুষেরা ভালো রাজনৈতিক নেতা এবং ৮৮ শতাংশ মনে করে, পুরুষেরা নারীদের তুলনায় দক্ষ ব্যবসায়ী, নির্বাহী এবং আরও বেশি চাকরি পাওয়ার যোগ্য। শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণ পুরুষের তুলনায় কম। নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ২০২২ সালে ছিল ৪২ দশমিক ৭৭ শতাংশ, যেখানে পুরুষদের অংশগ্রহণের হার ৮০ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুসারে, ৫৪ দশমিক ২ শতাংশ বিবাহিত নারী তাঁদের স্বামীদের দ্বারা কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হয়েছেন। আবার প্রতিবন্ধী ব্যক্তিরা শিক্ষা, কর্মসংস্থান, ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা ও সামাজিক পরিষেবাগুলোতে প্রবেশের ক্ষেত্রে উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হন এবং পারিবারিক ও সামাজিক জীবনে বৈষম্যের সম্মুখীন হয়ে থাকেন প্রতিনিয়ত। এ ছাড়া জনসাধারণের জন্য নির্মিত অবকাঠামোগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশের সুযোগ না থাকার বিষয়টি তাদের উন্নয়নের বড় অন্তরায়।
বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকারের জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন
২ দিন আগেপ্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য ও নিরাপদ স্যানিটারি পণ্য উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা
৪ দিন আগেনারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
৫ দিন আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
৫ দিন আগে