আজকের পত্রিকা ডেস্ক
সমুদ্রে বিভিন্ন জাতের উদ্ভিদ রয়েছে। তবে স্থলের মাটিতে জন্মে এমন উদ্ভিদ এখানে টিকে না থাকাটাই স্বাভাবিক। কঠিন এই কাজটিই করেছে ইতালির ওশান রিফ গ্রুপ। লিগুরিয়ার নোলি নামক সমুদ্রতীরবর্তী এলাকায় পানির নিচে তারা বানিয়েছে একটি সবজির বাগান। দুই বছর আগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সম্প্রতি আবার সেখানে শুরু হয়েছে সবজি ও ফলের চাষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউরো নিউজ।
২০১২ সালে পানির পৃষ্ঠ থেকে ৮ মিটার গভীরে বানানো হয় ‘নিমোর বাগান’ নামের এই ফার্ম। এখানে রয়েছে ছয়টি বায়ুপূর্ণ গ্রিনহাউস। তবে দেখলে মনে হবে, এগুলো একেকটা ব্লু হাউস। বিভিন্ন ধরনের সালাদজাতীয় সবজি, টমেটো, মটরশুঁটি, অ্যালোভেরা, মাশরুম ও স্ট্রবেরির চাষ হচ্ছে নিমোর বাগানে। প্রতিদিন বিশেষ প্রক্রিয়ায় সৌরশক্তি ব্যবহার করে তাদের বেঁচে থাকার শক্তির জোগান দেওয়া হয়।
২০১৯ সালের অক্টোবরে অপ্রত্যাশিতভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বাগানটি। এরপর শুরু হয় করোনার ধাক্কা। প্রায় দুই বছর কার্যক্রম ঠিকঠাক চালাতে পারছিল না কর্তৃপক্ষ। সব সমস্যা সমাধান করে গত ৬ জুন আবার পুরোপুরি চালু হয় নিমোর বাগান। প্রজেক্টের সমন্বয়ক জিয়ান্নি ফন্টানেসি জানান, ‘প্রায় প্রতিবছর আমরা এখানে নতুন নতুন গ্রিনহাউস তৈরি করি। যুক্ত করা হয় নতুন প্রজাতির সবজি কিংবা ফল। প্রতিদিন একজন ডুবুরি গ্রিনহাউসের ভেতরে গিয়ে গাছগুলোর পরিচর্যা করেন। যেগুলো খাওয়ার উপযুক্ত হয়, সেগুলো নিয়ে ফেরেন।’
সমুদ্রে বিভিন্ন জাতের উদ্ভিদ রয়েছে। তবে স্থলের মাটিতে জন্মে এমন উদ্ভিদ এখানে টিকে না থাকাটাই স্বাভাবিক। কঠিন এই কাজটিই করেছে ইতালির ওশান রিফ গ্রুপ। লিগুরিয়ার নোলি নামক সমুদ্রতীরবর্তী এলাকায় পানির নিচে তারা বানিয়েছে একটি সবজির বাগান। দুই বছর আগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সম্প্রতি আবার সেখানে শুরু হয়েছে সবজি ও ফলের চাষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউরো নিউজ।
২০১২ সালে পানির পৃষ্ঠ থেকে ৮ মিটার গভীরে বানানো হয় ‘নিমোর বাগান’ নামের এই ফার্ম। এখানে রয়েছে ছয়টি বায়ুপূর্ণ গ্রিনহাউস। তবে দেখলে মনে হবে, এগুলো একেকটা ব্লু হাউস। বিভিন্ন ধরনের সালাদজাতীয় সবজি, টমেটো, মটরশুঁটি, অ্যালোভেরা, মাশরুম ও স্ট্রবেরির চাষ হচ্ছে নিমোর বাগানে। প্রতিদিন বিশেষ প্রক্রিয়ায় সৌরশক্তি ব্যবহার করে তাদের বেঁচে থাকার শক্তির জোগান দেওয়া হয়।
২০১৯ সালের অক্টোবরে অপ্রত্যাশিতভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বাগানটি। এরপর শুরু হয় করোনার ধাক্কা। প্রায় দুই বছর কার্যক্রম ঠিকঠাক চালাতে পারছিল না কর্তৃপক্ষ। সব সমস্যা সমাধান করে গত ৬ জুন আবার পুরোপুরি চালু হয় নিমোর বাগান। প্রজেক্টের সমন্বয়ক জিয়ান্নি ফন্টানেসি জানান, ‘প্রায় প্রতিবছর আমরা এখানে নতুন নতুন গ্রিনহাউস তৈরি করি। যুক্ত করা হয় নতুন প্রজাতির সবজি কিংবা ফল। প্রতিদিন একজন ডুবুরি গ্রিনহাউসের ভেতরে গিয়ে গাছগুলোর পরিচর্যা করেন। যেগুলো খাওয়ার উপযুক্ত হয়, সেগুলো নিয়ে ফেরেন।’
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৮ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৮ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৮ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২৩ দিন আগে