সমুদ্রে বিভিন্ন জাতের উদ্ভিদ রয়েছে। তবে স্থলের মাটিতে জন্মে এমন উদ্ভিদ এখানে টিকে না থাকাটাই স্বাভাবিক। কঠিন এই কাজটিই করেছে ইতালির ওশান রিফ গ্রুপ। লিগুরিয়ার নোলি নামক সমুদ্রতীরবর্তী এলাকায় পানির নিচে তারা বানিয়েছে একটি সবজির বাগান। দুই বছর আগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সম্প্রতি আবার সেখানে শুরু হয়েছে সবজি ও ফলের চাষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউরো নিউজ।
২০১২ সালে পানির পৃষ্ঠ থেকে ৮ মিটার গভীরে বানানো হয় ‘নিমোর বাগান’ নামের এই ফার্ম। এখানে রয়েছে ছয়টি বায়ুপূর্ণ গ্রিনহাউস। তবে দেখলে মনে হবে, এগুলো একেকটা ব্লু হাউস। বিভিন্ন ধরনের সালাদজাতীয় সবজি, টমেটো, মটরশুঁটি, অ্যালোভেরা, মাশরুম ও স্ট্রবেরির চাষ হচ্ছে নিমোর বাগানে। প্রতিদিন বিশেষ প্রক্রিয়ায় সৌরশক্তি ব্যবহার করে তাদের বেঁচে থাকার শক্তির জোগান দেওয়া হয়।
২০১৯ সালের অক্টোবরে অপ্রত্যাশিতভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বাগানটি। এরপর শুরু হয় করোনার ধাক্কা। প্রায় দুই বছর কার্যক্রম ঠিকঠাক চালাতে পারছিল না কর্তৃপক্ষ। সব সমস্যা সমাধান করে গত ৬ জুন আবার পুরোপুরি চালু হয় নিমোর বাগান। প্রজেক্টের সমন্বয়ক জিয়ান্নি ফন্টানেসি জানান, ‘প্রায় প্রতিবছর আমরা এখানে নতুন নতুন গ্রিনহাউস তৈরি করি। যুক্ত করা হয় নতুন প্রজাতির সবজি কিংবা ফল। প্রতিদিন একজন ডুবুরি গ্রিনহাউসের ভেতরে গিয়ে গাছগুলোর পরিচর্যা করেন। যেগুলো খাওয়ার উপযুক্ত হয়, সেগুলো নিয়ে ফেরেন।’
সমুদ্রে বিভিন্ন জাতের উদ্ভিদ রয়েছে। তবে স্থলের মাটিতে জন্মে এমন উদ্ভিদ এখানে টিকে না থাকাটাই স্বাভাবিক। কঠিন এই কাজটিই করেছে ইতালির ওশান রিফ গ্রুপ। লিগুরিয়ার নোলি নামক সমুদ্রতীরবর্তী এলাকায় পানির নিচে তারা বানিয়েছে একটি সবজির বাগান। দুই বছর আগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সম্প্রতি আবার সেখানে শুরু হয়েছে সবজি ও ফলের চাষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউরো নিউজ।
২০১২ সালে পানির পৃষ্ঠ থেকে ৮ মিটার গভীরে বানানো হয় ‘নিমোর বাগান’ নামের এই ফার্ম। এখানে রয়েছে ছয়টি বায়ুপূর্ণ গ্রিনহাউস। তবে দেখলে মনে হবে, এগুলো একেকটা ব্লু হাউস। বিভিন্ন ধরনের সালাদজাতীয় সবজি, টমেটো, মটরশুঁটি, অ্যালোভেরা, মাশরুম ও স্ট্রবেরির চাষ হচ্ছে নিমোর বাগানে। প্রতিদিন বিশেষ প্রক্রিয়ায় সৌরশক্তি ব্যবহার করে তাদের বেঁচে থাকার শক্তির জোগান দেওয়া হয়।
২০১৯ সালের অক্টোবরে অপ্রত্যাশিতভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বাগানটি। এরপর শুরু হয় করোনার ধাক্কা। প্রায় দুই বছর কার্যক্রম ঠিকঠাক চালাতে পারছিল না কর্তৃপক্ষ। সব সমস্যা সমাধান করে গত ৬ জুন আবার পুরোপুরি চালু হয় নিমোর বাগান। প্রজেক্টের সমন্বয়ক জিয়ান্নি ফন্টানেসি জানান, ‘প্রায় প্রতিবছর আমরা এখানে নতুন নতুন গ্রিনহাউস তৈরি করি। যুক্ত করা হয় নতুন প্রজাতির সবজি কিংবা ফল। প্রতিদিন একজন ডুবুরি গ্রিনহাউসের ভেতরে গিয়ে গাছগুলোর পরিচর্যা করেন। যেগুলো খাওয়ার উপযুক্ত হয়, সেগুলো নিয়ে ফেরেন।’
জাপানে ছোটখাটো বিরোধ বা ঝামেলা মেটাতে এখন আর পুলিশের দরকার নেই। দরকার নেই আদালতেরও নয়। কারণ, এবার বাজারে নেমেছে একেবারে ভিন্নধর্মী সেবা। নাম ‘রেন্টাল কোওয়াইহিতো।’ জাপানি ভাষায় এর মানে দাঁড়ায়—‘ভাড়ায় পাওয়া ভয়ংকর মানুষ।’ যেমন নাম, তেমনি কাজ।
৮ ঘণ্টা আগেবিমা জালিয়াতি এবং পর্নোগ্রাফি রাখার দায়ে এক ব্রিটিশ ভাসকুলার সার্জনকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৯ বছর বয়সী নীল হপার, ২০১৯ সালে নিজের পা কেটে মিথ্যা বিমা দাবি করেছিলেন। এই কাণ্ড ঘটানোর আগে তিনি শত শত অঙ্গচ্ছেদের অস্ত্রোপচার করেছিলেন। সেই সব অপরাধের বিস্তারিত বিবরণ আদালতের নথিতে প্রকাশ..
৪ দিন আগেভারতের রাজস্থানের পাহাড়ি গ্রাম পিপলোডির এক কৃষক মোর সিং। ৬০ বছর বয়সী মোর সিং নিজে কখনো স্কুলে যাননি। কিন্তু তিলে তিলে গড়া নিজের একমাত্র বাড়িটি দান করে দিয়েছেন গ্রামের শিশুদের জন্য। এই অনন্য অবদানের জন্য স্থানীয় বাসিন্দাদের মাঝে রীতিমতো হিরো বনে গেছেন মোর সিং।
৫ দিন আগেদক্ষিণ চীনের এক ব্যক্তি তাঁর ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে ৮০০ কিলোমিটার হাঁটিয়েছেন। দীর্ঘ এই হণ্ঠন যাত্রার উদ্দেশ্য ছিল সন্তানদের মানসিকভাবে শক্ত করা। তাঁদের এই অভিযানের প্রশংসা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৮ দিন আগে