Ajker Patrika

ক্যাঙারুর বিরুদ্ধে মালিককে খুনের অভিযোগ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৫: ০৮
ক্যাঙারুর বিরুদ্ধে মালিককে খুনের অভিযোগ

অস্ট্রেলিয়ার রেডমন্ড শহরে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ৭৭ বছর বয়সী এক বৃদ্ধকে খুনের অভিযোগ উঠেছে এক ক্যাঙারুর কাঁধে। বিবিসির প্রতিবেদনে জানা যায়, বুনো ক্যাঙারুটি ওই ব্যক্তির পোষ্য ছিল। ৮৬ বছরের মধ্যে দেশটিতে প্রথম এ ধরনের মারাত্মক ক্যাঙারু আক্রমণের ঘটনা ঘটল। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় পুলিশ জানিয়েছে, গত রোববার বিকেলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রেডমন্ডের এক বাড়িতে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করেন তাঁর এক আত্মীয়। এ সময় বৃদ্ধের গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে স্বাস্থ্যকর্মীরা এলেও বাঁচানো যায়নি বৃদ্ধকে।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তাঁরা নিশ্চিত, ওই ব্যক্তিকে ক্যাঙারু আক্রমণ করেছিল। কারণ স্বাস্থ্যকর্মীরা যখন ওই ব্যক্তিকে চিকিৎসা দিতে যাচ্ছিলেন, তখন তাঁদের বাধা দিয়েছিল ওই ক্যাঙারু। ঝুঁকি বিবেচনায় পুলিশ শেষমেশ ক্যাঙারুটিকে গুলি করে মারতে বাধ্য হয়। 

পুলিশ আরও জানিয়েছে, বুনো ক্যাঙারুটিকে ওই বৃদ্ধ পোষ মানিয়েছিলেন। তবে এটি কোন প্রজাতির, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গ্রেট সাউদার্ন অঞ্চলে ওয়েস্টার্ন গ্রে ক্যাঙারুদের আবাস বেশি। এই বিশেষ প্রজাতির পুরুষ ক্যাঙারু ২ দশমিক ২ মিটার বা ৭ ফুটের বেশি পর্যন্ত লম্বা এবং এদের ওজন ৭০ কেজির বেশি হতে পারে। 

অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, শেষবার ১৯৩৬ সালে ক্যাঙারুর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছিল। সিডনি মর্নিং হেরাল্ডের খবরে জানা গেছে, উইলিয়াম ক্রিকশ্যাংক নামে ৩৮ বছর বয়সী এক ব্যক্তি ক্যাঙারুর আক্রমণে মারা গিয়েছিলেন। দুটি কুকুরকে বাঁচাতে গিয়ে ক্যাঙারুর আক্রমণে ওই ব্যক্তি মারাত্মক আহত হন। পরে নিউ সাউথ ওয়েলসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত