এক মিনিটের মধ্যে টেলর সুইফটের সবচেয়ে বেশি গান শনাক্ত করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলেছেন এক পাকিস্তানি তরুণ। বিল্লাল ইলিয়াস ঝান্দির নামের ২০ বছরের এই তরুণ এক মিনিটে এই বিখ্যাত মার্কিন গায়িকার ৩৪টি গানের নাম সঠিকভাবে বলতে পারেন।
আগের রেকর্ডটি ছিল যুক্তরাজ্যের ডেন সিম্পসনের। তিনি ২৭টি গানের নাম সঠিকভাবে বলে ২০১৯ সালে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন।
সুইফটের ৫০টি সর্বাধিক বিক্রীত ট্র্যাকের একটি এলোমেলো তালিকা থেকে গানগুলো শনাক্ত করতে হয় বিল্লালকে। জমা দেওয়া ভিডিওতে চোখে একটি মাস্ক পরে থাকতে দেখা যায় তাঁকে। যেন উঁকি দেওয়ার জন্য অভিযুক্ত করা না হয়। প্রতিটি গানের শুরুর কথা থেকে শনাক্ত করা ছিল তাঁর কাজ। একজন মানুষ কোনো মিউজিক ছাড়াই জোরে যেটি বলছিলেন।
‘এটি বিল্লাল ইলিয়াস ঝান্দির টেলর সুইফটের গানের বিষয়ে অসাধারণ জ্ঞানের পরিচয় প্রকাশ করে, যা তাঁকে এক মিনিটের মধ্যে গানের কথা শুনে সবচেয়ে বেশি গানের পরিচয় শনাক্তের রেকর্ড করতে সাহায্য করে।’ এক্সে (টুইটার) ক্লিপটি শেয়ার করে মন্তব্য করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট অনুসারে রেকর্ড ভাঙার পরীক্ষায় অবতীর্ণের আগে বিল্লাল ১৩ সপ্তাহ অনুশীলন করেন। এতে বারবার গান শোনাটাও ছিল। এর ফলে গানগুলো তাঁর মস্তিষ্কে গেঁথে যায়। বিল্লাল জানান, প্রায়ই ঘুমানোর সময় উচ্চ স্বরে গানগুলো গাইতেন। তিনি বলেন, ‘আমি তাঁর প্রতিটি গান শুনেছি। প্রায় সব গান শুনেই শনাক্ত করতে পারি।’
বিল্লাল জানান, রেকর্ডটি ভাঙার চেষ্টা করার সিদ্ধান্ত নেওয়ার কারণ, টেলর সুইফটের প্রতি তাঁর ‘অসাধারণ ভালোবাসা’ প্রকাশের এটাই সেরা উপায় বলে মনে করেন তিনি।
২০ বছর বয়সের এই তরুণ জানান, ১৩ বছর বয়স থেকেই এই পপগায়িকার গান শুনছেন। গান লেখায় টলর সুইফটের সততা, গানে আবেগের গভীরতা এবং শ্রোতাদের সঙ্গে সংযোগ করার ক্ষমতা তাঁকে আকৃষ্ট করে বলে জানান বিল্লাল।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস সূত্রে জানা যায়, এটাই বিল্লালের প্রথম বিশ্ব রেকর্ড নয়, তাঁর আরও দুটি রেকর্ড আছে। এগুলো হলো ডাক শুনে এক মিনিটে সবচেয়ে বেশি প্রাণীর (২৩) পরিচয় শনাক্ত করা এবং এক মিনিটে সবচেয়ে বেশি জাস্টিন বিবারের গান (২৯) শনাক্ত করা।
এক মিনিটের মধ্যে টেলর সুইফটের সবচেয়ে বেশি গান শনাক্ত করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলেছেন এক পাকিস্তানি তরুণ। বিল্লাল ইলিয়াস ঝান্দির নামের ২০ বছরের এই তরুণ এক মিনিটে এই বিখ্যাত মার্কিন গায়িকার ৩৪টি গানের নাম সঠিকভাবে বলতে পারেন।
আগের রেকর্ডটি ছিল যুক্তরাজ্যের ডেন সিম্পসনের। তিনি ২৭টি গানের নাম সঠিকভাবে বলে ২০১৯ সালে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন।
সুইফটের ৫০টি সর্বাধিক বিক্রীত ট্র্যাকের একটি এলোমেলো তালিকা থেকে গানগুলো শনাক্ত করতে হয় বিল্লালকে। জমা দেওয়া ভিডিওতে চোখে একটি মাস্ক পরে থাকতে দেখা যায় তাঁকে। যেন উঁকি দেওয়ার জন্য অভিযুক্ত করা না হয়। প্রতিটি গানের শুরুর কথা থেকে শনাক্ত করা ছিল তাঁর কাজ। একজন মানুষ কোনো মিউজিক ছাড়াই জোরে যেটি বলছিলেন।
‘এটি বিল্লাল ইলিয়াস ঝান্দির টেলর সুইফটের গানের বিষয়ে অসাধারণ জ্ঞানের পরিচয় প্রকাশ করে, যা তাঁকে এক মিনিটের মধ্যে গানের কথা শুনে সবচেয়ে বেশি গানের পরিচয় শনাক্তের রেকর্ড করতে সাহায্য করে।’ এক্সে (টুইটার) ক্লিপটি শেয়ার করে মন্তব্য করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট অনুসারে রেকর্ড ভাঙার পরীক্ষায় অবতীর্ণের আগে বিল্লাল ১৩ সপ্তাহ অনুশীলন করেন। এতে বারবার গান শোনাটাও ছিল। এর ফলে গানগুলো তাঁর মস্তিষ্কে গেঁথে যায়। বিল্লাল জানান, প্রায়ই ঘুমানোর সময় উচ্চ স্বরে গানগুলো গাইতেন। তিনি বলেন, ‘আমি তাঁর প্রতিটি গান শুনেছি। প্রায় সব গান শুনেই শনাক্ত করতে পারি।’
বিল্লাল জানান, রেকর্ডটি ভাঙার চেষ্টা করার সিদ্ধান্ত নেওয়ার কারণ, টেলর সুইফটের প্রতি তাঁর ‘অসাধারণ ভালোবাসা’ প্রকাশের এটাই সেরা উপায় বলে মনে করেন তিনি।
২০ বছর বয়সের এই তরুণ জানান, ১৩ বছর বয়স থেকেই এই পপগায়িকার গান শুনছেন। গান লেখায় টলর সুইফটের সততা, গানে আবেগের গভীরতা এবং শ্রোতাদের সঙ্গে সংযোগ করার ক্ষমতা তাঁকে আকৃষ্ট করে বলে জানান বিল্লাল।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস সূত্রে জানা যায়, এটাই বিল্লালের প্রথম বিশ্ব রেকর্ড নয়, তাঁর আরও দুটি রেকর্ড আছে। এগুলো হলো ডাক শুনে এক মিনিটে সবচেয়ে বেশি প্রাণীর (২৩) পরিচয় শনাক্ত করা এবং এক মিনিটে সবচেয়ে বেশি জাস্টিন বিবারের গান (২৯) শনাক্ত করা।
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৬ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৬ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫