Ajker Patrika

এক মিনিটে সবচেয়ে বেশি টেলর সুইফটের গান শনাক্ত করে রেকর্ড পাকিস্তানি তরুণের

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ৫৩
এক মিনিটে সবচেয়ে বেশি টেলর সুইফটের গান শনাক্ত করে রেকর্ড পাকিস্তানি তরুণের

এক মিনিটের মধ্যে টেলর সুইফটের সবচেয়ে বেশি গান শনাক্ত করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলেছেন এক পাকিস্তানি তরুণ। বিল্লাল ইলিয়াস ঝান্দির নামের ২০ বছরের এই তরুণ এক মিনিটে এই বিখ্যাত মার্কিন গায়িকার ৩৪টি গানের নাম সঠিকভাবে বলতে পারেন।

আগের রেকর্ডটি ছিল যুক্তরাজ্যের ডেন সিম্পসনের। তিনি ২৭টি গানের নাম সঠিকভাবে বলে ২০১৯ সালে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন।

সুইফটের ৫০টি সর্বাধিক বিক্রীত ট্র্যাকের একটি এলোমেলো তালিকা থেকে গানগুলো শনাক্ত করতে হয় বিল্লালকে। জমা দেওয়া ভিডিওতে চোখে একটি মাস্ক পরে থাকতে দেখা যায় তাঁকে। যেন উঁকি দেওয়ার জন্য অভিযুক্ত করা না হয়। প্রতিটি গানের শুরুর কথা থেকে শনাক্ত করা ছিল তাঁর কাজ। একজন মানুষ কোনো মিউজিক ছাড়াই জোরে যেটি বলছিলেন।

‘এটি বিল্লাল ইলিয়াস ঝান্দির টেলর সুইফটের গানের বিষয়ে অসাধারণ জ্ঞানের পরিচয় প্রকাশ করে, যা তাঁকে এক মিনিটের মধ্যে গানের কথা শুনে সবচেয়ে বেশি গানের পরিচয় শনাক্তের রেকর্ড করতে সাহায্য করে।’ এক্সে (টুইটার) ক্লিপটি শেয়ার করে মন্তব্য করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট অনুসারে রেকর্ড ভাঙার পরীক্ষায় অবতীর্ণের আগে বিল্লাল ১৩ সপ্তাহ অনুশীলন করেন। এতে বারবার গান শোনাটাও ছিল। এর ফলে গানগুলো তাঁর মস্তিষ্কে গেঁথে যায়। বিল্লাল জানান, প্রায়ই ঘুমানোর সময় উচ্চ স্বরে গানগুলো গাইতেন। তিনি বলেন, ‘আমি তাঁর প্রতিটি গান শুনেছি। প্রায় সব গান শুনেই শনাক্ত করতে পারি।’

মার্কিন সংগীত শিল্পী টেইলর সুইফট।বিল্লাল জানান, রেকর্ডটি ভাঙার চেষ্টা করার সিদ্ধান্ত নেওয়ার কারণ, টেলর সুইফটের প্রতি তাঁর ‘অসাধারণ ভালোবাসা’ প্রকাশের এটাই সেরা উপায় বলে মনে করেন তিনি।

২০ বছর বয়সের এই তরুণ জানান, ১৩ বছর বয়স থেকেই এই পপগায়িকার গান শুনছেন। গান লেখায় টলর সুইফটের সততা, গানে আবেগের গভীরতা এবং শ্রোতাদের সঙ্গে সংযোগ করার ক্ষমতা তাঁকে আকৃষ্ট করে বলে জানান বিল্লাল।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস সূত্রে জানা যায়, এটাই বিল্লালের প্রথম বিশ্ব রেকর্ড নয়, তাঁর আরও দুটি রেকর্ড আছে। এগুলো হলো ডাক শুনে এক মিনিটে সবচেয়ে বেশি প্রাণীর (২৩) পরিচয় শনাক্ত করা এবং এক মিনিটে সবচেয়ে বেশি জাস্টিন বিবারের গান (২৯) শনাক্ত করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত