দীর্ঘ ৮৪ বছর পর নিজেদের বই ফেরত পেল ইংল্যান্ডের কভেন্ট্রি শহরের আর্লসডন লাইব্রেরি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৩৮ সালে ক্যাপ্টেন উইলিয়াম হ্যারিসন নামে এক ব্যক্তি ওই লাইব্রেরি থেকে রিচার্ড জেফ্রির লেখা ‘রেড ডিয়ার’ বইয়ের একটি কপি ধার নেন। এরপর কেটে যায় ৮৪ বছর। বইয়ের কথা রীতিমতো ভুলে যায় সবাই।
গত মঙ্গলবার নিজের মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে বইটি খুঁজে পান উইলিয়ামের নাতি প্যাডি রিওর্ডান। পরে বইটিকে আর্লসডন লাইব্রেরিতে ফেরত দিয়ে আসেন প্যাডি। এত দিন পর নিজেদের বই ফেরত পেয়ে বেশ অবাকই হয়েছে লাইব্রেরির কর্তৃপক্ষ। এ ঘটনায় আর্লসডন কার্নেগি লাইব্রেরি তাদের ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছে প্যাডিকে। পোস্টে বলা হয়েছে, ‘এমন সুন্দর জিনিস সচরাচর দেখা যায় না...৮৪ বছর দুই সপ্তাহ পর আমাদের বই আমাদের কাছে ফেরত এসেছে।’
প্যাডি এই ঘটনায় মজা করে বিবিসিকে বলেন, ‘আমার নানার করা পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হচ্ছে।’
এদিকে দেরিতে বই ফেরত দেওয়ার জরিমানাও প্যাডি পরিশোধ করেছেন বলে জানিয়েছে বিবিসি। এ নিয়ে লাইব্রেরি কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রাম পোস্টে আরও লিখেছে, ‘নানার ধার করা বই ফেরত দিতে এসে ১৮ পাউন্ড জরিমানাও পরিশোধ করেছেন প্যাডি। বইটি শেষমেশ নিজের ঘরে ফিরল ভেবে আমাদেরও বেশ ভালো লাগছে।’
এ বিষয়ে লাইব্রেরির এক কর্মকর্তা লুসি উইন্টার বিবিসিকে বলেছেন, ‘আমাদের লাইব্রেরির ইতিহাসে এটি একটি অসাধারণ ঘটনা হিসেবে থেকে যাবে।’
দীর্ঘ ৮৪ বছর পর নিজেদের বই ফেরত পেল ইংল্যান্ডের কভেন্ট্রি শহরের আর্লসডন লাইব্রেরি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৩৮ সালে ক্যাপ্টেন উইলিয়াম হ্যারিসন নামে এক ব্যক্তি ওই লাইব্রেরি থেকে রিচার্ড জেফ্রির লেখা ‘রেড ডিয়ার’ বইয়ের একটি কপি ধার নেন। এরপর কেটে যায় ৮৪ বছর। বইয়ের কথা রীতিমতো ভুলে যায় সবাই।
গত মঙ্গলবার নিজের মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে বইটি খুঁজে পান উইলিয়ামের নাতি প্যাডি রিওর্ডান। পরে বইটিকে আর্লসডন লাইব্রেরিতে ফেরত দিয়ে আসেন প্যাডি। এত দিন পর নিজেদের বই ফেরত পেয়ে বেশ অবাকই হয়েছে লাইব্রেরির কর্তৃপক্ষ। এ ঘটনায় আর্লসডন কার্নেগি লাইব্রেরি তাদের ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছে প্যাডিকে। পোস্টে বলা হয়েছে, ‘এমন সুন্দর জিনিস সচরাচর দেখা যায় না...৮৪ বছর দুই সপ্তাহ পর আমাদের বই আমাদের কাছে ফেরত এসেছে।’
প্যাডি এই ঘটনায় মজা করে বিবিসিকে বলেন, ‘আমার নানার করা পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হচ্ছে।’
এদিকে দেরিতে বই ফেরত দেওয়ার জরিমানাও প্যাডি পরিশোধ করেছেন বলে জানিয়েছে বিবিসি। এ নিয়ে লাইব্রেরি কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রাম পোস্টে আরও লিখেছে, ‘নানার ধার করা বই ফেরত দিতে এসে ১৮ পাউন্ড জরিমানাও পরিশোধ করেছেন প্যাডি। বইটি শেষমেশ নিজের ঘরে ফিরল ভেবে আমাদেরও বেশ ভালো লাগছে।’
এ বিষয়ে লাইব্রেরির এক কর্মকর্তা লুসি উইন্টার বিবিসিকে বলেছেন, ‘আমাদের লাইব্রেরির ইতিহাসে এটি একটি অসাধারণ ঘটনা হিসেবে থেকে যাবে।’
ইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
১৪ ঘণ্টা আগেহিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
৩ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৪ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৭ দিন আগে