কোনো খেলার মাঠে হঠাৎ বিষধর একটি সাপ ঢুকে পড়লে কেমন হবে বলুন তো? বেশ একটি ভীতিকর পরিবেশ তৈরি হবে, তাতে সন্দেহ নেই। ঠিক এমনটাই হয়েছে দক্ষিণ আফ্রিকার একটি গলফ মাঠে। তা-ও সেটা যেনতেন সাপ নয়, কেপ কোবরা বা গোখরো। আফ্রিকা মহাদেশের বিষধর সাপগুলোর একটি এটি।
দৃশ্যটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হলে বেশ আলোড়ন তোলে। হঠাৎ গোখরোটি আবির্ভূত হয়ে খেলোয়াড়দের চমকে দেয়। গলফ কোর্সে খেলোয়াড়দের সাধারণ একটি দিনকে স্নায়ুবিধ্বংসী অভিজ্ঞতায় পরিণত করে সাপটি। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
ব্যবসায়ী ও গলফার এলিথা পিচি ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘কেপ কোবরাটি বক্সে (গলফ খেলার নির্দিষ্ট একটি জায়গা) ঢুকে পড়েছিল। আমি এখান থেকে (বল দিয়ে) সরাসরি ওটাকে আঘাত করতে যাচ্ছি।’
গোখরোটিকে গলফ কোর্সের একটি সাইনকে ক্রুদ্ধভাবে আঘাত করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিপুল সাড়া ফেলে।
গত শনিবার কেপটাউনের দক্ষিণ আফ্রিকার আটলান্টিক গলফ ক্লাবে এই কাণ্ড হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।
অবশ্য গোখরোটি শিকারি একটি প্রাণীকে এড়ানোর জন্যও মাঠে হাজির হতে পারে। ভিডিওটিতে একটি বেজিকেও দেখা যায়। কোবরার প্রধান প্রতিপক্ষগুলোর মধ্যে এটি একটি। সবুজ ঝোপঝাড়ের আড়ালে ছিল এটি।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘গলফ কোর্স তৈরি করে এমন একটি কিছু পেতে পারেন! পশুপ্রেমীরা কি জঙ্গলে প্রাণীদের বসবাসের জায়গায় একটি গলফ মাঠ তৈরি করা উপযুক্ত বলে মনে করেন? আসুন মরুভূমিকেও সবুজে পরিণত করার চেষ্টা চালিয়ে যাই।’ মন্তব্য করেন একজন ব্যবহারকারী।
‘আমি উল্লেখ করতে যাচ্ছি না যে পেছনে একটি বেজিও রয়েছে। সাপটি প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল।’ লেখেন অপর এক ব্যবহারকারী।
আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, প্রথমে প্রাণীটিকে একটি রাজ গোখরো মনে করেছিলেন। পরে বুঝতে পারেন এটি একটি বড় আকারের কেপ গোখরো।
গলফাররা ভাগ্যবান যে তাঁরা শীতল রক্তের এই প্রাণীটির কামড় খাননি। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক সাপগুলোর একটি এটি। এই অঞ্চলে কেপ কোবরা ও ব্ল্যাক মামবা সবচেয়ে প্রাণঘাতী দংশনগুলোর জন্য দায়ী।
উচ্চমাত্রার নিউরোটক্সিক বিষের কারণে কেপ কোবরা অত্যন্ত বিপজ্জনক। তা ছাড়া ঘরবাড়িসহ অন্যান্য যেসব জায়গায় মানুষের আনাগোনা বেশি, সেখানে এদের অনুপ্রবেশের অভ্যাস আরও বেশি ঝুঁকি তৈরি করে।
কোনো খেলার মাঠে হঠাৎ বিষধর একটি সাপ ঢুকে পড়লে কেমন হবে বলুন তো? বেশ একটি ভীতিকর পরিবেশ তৈরি হবে, তাতে সন্দেহ নেই। ঠিক এমনটাই হয়েছে দক্ষিণ আফ্রিকার একটি গলফ মাঠে। তা-ও সেটা যেনতেন সাপ নয়, কেপ কোবরা বা গোখরো। আফ্রিকা মহাদেশের বিষধর সাপগুলোর একটি এটি।
দৃশ্যটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হলে বেশ আলোড়ন তোলে। হঠাৎ গোখরোটি আবির্ভূত হয়ে খেলোয়াড়দের চমকে দেয়। গলফ কোর্সে খেলোয়াড়দের সাধারণ একটি দিনকে স্নায়ুবিধ্বংসী অভিজ্ঞতায় পরিণত করে সাপটি। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
ব্যবসায়ী ও গলফার এলিথা পিচি ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘কেপ কোবরাটি বক্সে (গলফ খেলার নির্দিষ্ট একটি জায়গা) ঢুকে পড়েছিল। আমি এখান থেকে (বল দিয়ে) সরাসরি ওটাকে আঘাত করতে যাচ্ছি।’
গোখরোটিকে গলফ কোর্সের একটি সাইনকে ক্রুদ্ধভাবে আঘাত করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিপুল সাড়া ফেলে।
গত শনিবার কেপটাউনের দক্ষিণ আফ্রিকার আটলান্টিক গলফ ক্লাবে এই কাণ্ড হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।
অবশ্য গোখরোটি শিকারি একটি প্রাণীকে এড়ানোর জন্যও মাঠে হাজির হতে পারে। ভিডিওটিতে একটি বেজিকেও দেখা যায়। কোবরার প্রধান প্রতিপক্ষগুলোর মধ্যে এটি একটি। সবুজ ঝোপঝাড়ের আড়ালে ছিল এটি।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘গলফ কোর্স তৈরি করে এমন একটি কিছু পেতে পারেন! পশুপ্রেমীরা কি জঙ্গলে প্রাণীদের বসবাসের জায়গায় একটি গলফ মাঠ তৈরি করা উপযুক্ত বলে মনে করেন? আসুন মরুভূমিকেও সবুজে পরিণত করার চেষ্টা চালিয়ে যাই।’ মন্তব্য করেন একজন ব্যবহারকারী।
‘আমি উল্লেখ করতে যাচ্ছি না যে পেছনে একটি বেজিও রয়েছে। সাপটি প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল।’ লেখেন অপর এক ব্যবহারকারী।
আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, প্রথমে প্রাণীটিকে একটি রাজ গোখরো মনে করেছিলেন। পরে বুঝতে পারেন এটি একটি বড় আকারের কেপ গোখরো।
গলফাররা ভাগ্যবান যে তাঁরা শীতল রক্তের এই প্রাণীটির কামড় খাননি। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক সাপগুলোর একটি এটি। এই অঞ্চলে কেপ কোবরা ও ব্ল্যাক মামবা সবচেয়ে প্রাণঘাতী দংশনগুলোর জন্য দায়ী।
উচ্চমাত্রার নিউরোটক্সিক বিষের কারণে কেপ কোবরা অত্যন্ত বিপজ্জনক। তা ছাড়া ঘরবাড়িসহ অন্যান্য যেসব জায়গায় মানুষের আনাগোনা বেশি, সেখানে এদের অনুপ্রবেশের অভ্যাস আরও বেশি ঝুঁকি তৈরি করে।
আজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৫ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৬ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৬ দিন আগে