কোনো খেলার মাঠে হঠাৎ বিষধর একটি সাপ ঢুকে পড়লে কেমন হবে বলুন তো? বেশ একটি ভীতিকর পরিবেশ তৈরি হবে, তাতে সন্দেহ নেই। ঠিক এমনটাই হয়েছে দক্ষিণ আফ্রিকার একটি গলফ মাঠে। তা-ও সেটা যেনতেন সাপ নয়, কেপ কোবরা বা গোখরো। আফ্রিকা মহাদেশের বিষধর সাপগুলোর একটি এটি।
দৃশ্যটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হলে বেশ আলোড়ন তোলে। হঠাৎ গোখরোটি আবির্ভূত হয়ে খেলোয়াড়দের চমকে দেয়। গলফ কোর্সে খেলোয়াড়দের সাধারণ একটি দিনকে স্নায়ুবিধ্বংসী অভিজ্ঞতায় পরিণত করে সাপটি। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
ব্যবসায়ী ও গলফার এলিথা পিচি ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘কেপ কোবরাটি বক্সে (গলফ খেলার নির্দিষ্ট একটি জায়গা) ঢুকে পড়েছিল। আমি এখান থেকে (বল দিয়ে) সরাসরি ওটাকে আঘাত করতে যাচ্ছি।’
গোখরোটিকে গলফ কোর্সের একটি সাইনকে ক্রুদ্ধভাবে আঘাত করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিপুল সাড়া ফেলে।
গত শনিবার কেপটাউনের দক্ষিণ আফ্রিকার আটলান্টিক গলফ ক্লাবে এই কাণ্ড হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।
অবশ্য গোখরোটি শিকারি একটি প্রাণীকে এড়ানোর জন্যও মাঠে হাজির হতে পারে। ভিডিওটিতে একটি বেজিকেও দেখা যায়। কোবরার প্রধান প্রতিপক্ষগুলোর মধ্যে এটি একটি। সবুজ ঝোপঝাড়ের আড়ালে ছিল এটি।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘গলফ কোর্স তৈরি করে এমন একটি কিছু পেতে পারেন! পশুপ্রেমীরা কি জঙ্গলে প্রাণীদের বসবাসের জায়গায় একটি গলফ মাঠ তৈরি করা উপযুক্ত বলে মনে করেন? আসুন মরুভূমিকেও সবুজে পরিণত করার চেষ্টা চালিয়ে যাই।’ মন্তব্য করেন একজন ব্যবহারকারী।
‘আমি উল্লেখ করতে যাচ্ছি না যে পেছনে একটি বেজিও রয়েছে। সাপটি প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল।’ লেখেন অপর এক ব্যবহারকারী।
আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, প্রথমে প্রাণীটিকে একটি রাজ গোখরো মনে করেছিলেন। পরে বুঝতে পারেন এটি একটি বড় আকারের কেপ গোখরো।
গলফাররা ভাগ্যবান যে তাঁরা শীতল রক্তের এই প্রাণীটির কামড় খাননি। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক সাপগুলোর একটি এটি। এই অঞ্চলে কেপ কোবরা ও ব্ল্যাক মামবা সবচেয়ে প্রাণঘাতী দংশনগুলোর জন্য দায়ী।
উচ্চমাত্রার নিউরোটক্সিক বিষের কারণে কেপ কোবরা অত্যন্ত বিপজ্জনক। তা ছাড়া ঘরবাড়িসহ অন্যান্য যেসব জায়গায় মানুষের আনাগোনা বেশি, সেখানে এদের অনুপ্রবেশের অভ্যাস আরও বেশি ঝুঁকি তৈরি করে।
কোনো খেলার মাঠে হঠাৎ বিষধর একটি সাপ ঢুকে পড়লে কেমন হবে বলুন তো? বেশ একটি ভীতিকর পরিবেশ তৈরি হবে, তাতে সন্দেহ নেই। ঠিক এমনটাই হয়েছে দক্ষিণ আফ্রিকার একটি গলফ মাঠে। তা-ও সেটা যেনতেন সাপ নয়, কেপ কোবরা বা গোখরো। আফ্রিকা মহাদেশের বিষধর সাপগুলোর একটি এটি।
দৃশ্যটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হলে বেশ আলোড়ন তোলে। হঠাৎ গোখরোটি আবির্ভূত হয়ে খেলোয়াড়দের চমকে দেয়। গলফ কোর্সে খেলোয়াড়দের সাধারণ একটি দিনকে স্নায়ুবিধ্বংসী অভিজ্ঞতায় পরিণত করে সাপটি। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
ব্যবসায়ী ও গলফার এলিথা পিচি ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘কেপ কোবরাটি বক্সে (গলফ খেলার নির্দিষ্ট একটি জায়গা) ঢুকে পড়েছিল। আমি এখান থেকে (বল দিয়ে) সরাসরি ওটাকে আঘাত করতে যাচ্ছি।’
গোখরোটিকে গলফ কোর্সের একটি সাইনকে ক্রুদ্ধভাবে আঘাত করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিপুল সাড়া ফেলে।
গত শনিবার কেপটাউনের দক্ষিণ আফ্রিকার আটলান্টিক গলফ ক্লাবে এই কাণ্ড হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।
অবশ্য গোখরোটি শিকারি একটি প্রাণীকে এড়ানোর জন্যও মাঠে হাজির হতে পারে। ভিডিওটিতে একটি বেজিকেও দেখা যায়। কোবরার প্রধান প্রতিপক্ষগুলোর মধ্যে এটি একটি। সবুজ ঝোপঝাড়ের আড়ালে ছিল এটি।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘গলফ কোর্স তৈরি করে এমন একটি কিছু পেতে পারেন! পশুপ্রেমীরা কি জঙ্গলে প্রাণীদের বসবাসের জায়গায় একটি গলফ মাঠ তৈরি করা উপযুক্ত বলে মনে করেন? আসুন মরুভূমিকেও সবুজে পরিণত করার চেষ্টা চালিয়ে যাই।’ মন্তব্য করেন একজন ব্যবহারকারী।
‘আমি উল্লেখ করতে যাচ্ছি না যে পেছনে একটি বেজিও রয়েছে। সাপটি প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল।’ লেখেন অপর এক ব্যবহারকারী।
আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, প্রথমে প্রাণীটিকে একটি রাজ গোখরো মনে করেছিলেন। পরে বুঝতে পারেন এটি একটি বড় আকারের কেপ গোখরো।
গলফাররা ভাগ্যবান যে তাঁরা শীতল রক্তের এই প্রাণীটির কামড় খাননি। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক সাপগুলোর একটি এটি। এই অঞ্চলে কেপ কোবরা ও ব্ল্যাক মামবা সবচেয়ে প্রাণঘাতী দংশনগুলোর জন্য দায়ী।
উচ্চমাত্রার নিউরোটক্সিক বিষের কারণে কেপ কোবরা অত্যন্ত বিপজ্জনক। তা ছাড়া ঘরবাড়িসহ অন্যান্য যেসব জায়গায় মানুষের আনাগোনা বেশি, সেখানে এদের অনুপ্রবেশের অভ্যাস আরও বেশি ঝুঁকি তৈরি করে।
ইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
১৫ ঘণ্টা আগেহিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
৩ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৪ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৭ দিন আগে