মানুষের ওজন যখন খুব বেড়ে যায়, তখন নিয়ন্ত্রিত খাবার খাওয়ার ও ব্যায়ামের পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু বিষয়টি শুধু মানুষ নয় অন্য প্রাণীর বেলায়ও ঘটতে পারে। রাশিয়ার এক হাসপাতালের বেসমেন্টে থাকা ক্রোশিক নামের একটি বিড়ালের বেলায়ও এমনটাই ঘটেছে। এটা এতটাই স্থূলদেহী হয়ে গেছে যে উদ্ধারের সময় হাঁটতেও পারছিল না ওজনের কারণে।
কমলা রঙের এই ট্যাবি বিড়ালটির ওজন মাপার পর চমকে ওঠেন উদ্ধারকারীরা, ১৭ কেজি! যা একটি চার বছরের বাচ্চার গড় ওজনের সমান। ফলাফল হিসেবে পশু আশ্রয়কেন্দ্রে কঠিন ডায়েট মেনে চলতে হচ্ছে তাকে। শুধু তাই নয়, করতে হচ্ছে শরীরচর্চা।
উদ্ধারকারীদের ধারণা, বিড়ালটি পরিত্যক্ত হওয়ার পরে উরাল পর্বতমালার ধারের পারম শহরের হাসপাতালটির বেসমেন্টে পৌঁছে যায় কোনোমতে। হাসপাতালের উদার কর্মীরা বিস্কুট ও স্যুপ দিয়ে বিড়ালটিকে আপ্যায়ন করেন। বুঝতেই পারছেন পরবর্তীতেও এর আদর–যত্নের কমতি হয়নি।
‘ক্রোশিকের গল্পটি একটি অত্যন্ত বিরল ঘটনা। যেখানে কেউ একটি বিড়ালকে এতটা ভালোবাসে যে একে এভাবে আচ্ছাসে খাওয়ায়’ পারমের মেত্রোস্কিন শেল্টারের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে জানায় মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
ফলাফল, আপাতত বিড়ালটি অতিরিক্ত ওজন কমানোর জন্য কঠোর ডায়েটে রয়েছে। এদিকে ওজন কমানোর জন্য একটি ট্রেডমিলের সাহায্যে শরীরচর্চাও করানো হচ্ছে তাকে।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের দেওয়া তথ্য বলছে, নিজের জন্য আদর্শ ওজন সাড়ে চার কেজিতে পৌঁছাতে বিড়ালটিকে আরও ৭০ শতাংশ ওজন কমাতে হবে।
তবে অতি ভালোবাসা দেখাতে গিয়ে কোনো প্রাণীকে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ানোর নজির এটাই প্রথম নয়।
এ বছরের জুলাইয়ে বেশি খাইয়ে নিজের পোষা কুকুরকে মেরে ফেলায় এক নারীকে দুই মাসের জেল দেন নিউজিল্যান্ডের আদালত।
২০২১ সালের অক্টোবরে যখন বিড়ালটিকে উদ্ধার করা হয়, তখন এটির ওজন ৫৩ দশমিক ৭ কেজি। কুকুরদের বিস্কুটের পাশাপাশি বড় বড় ৮ থেকে ১০ টুকরো মাংস একে খাওয়ানো হতো।
মানুষের ওজন যখন খুব বেড়ে যায়, তখন নিয়ন্ত্রিত খাবার খাওয়ার ও ব্যায়ামের পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু বিষয়টি শুধু মানুষ নয় অন্য প্রাণীর বেলায়ও ঘটতে পারে। রাশিয়ার এক হাসপাতালের বেসমেন্টে থাকা ক্রোশিক নামের একটি বিড়ালের বেলায়ও এমনটাই ঘটেছে। এটা এতটাই স্থূলদেহী হয়ে গেছে যে উদ্ধারের সময় হাঁটতেও পারছিল না ওজনের কারণে।
কমলা রঙের এই ট্যাবি বিড়ালটির ওজন মাপার পর চমকে ওঠেন উদ্ধারকারীরা, ১৭ কেজি! যা একটি চার বছরের বাচ্চার গড় ওজনের সমান। ফলাফল হিসেবে পশু আশ্রয়কেন্দ্রে কঠিন ডায়েট মেনে চলতে হচ্ছে তাকে। শুধু তাই নয়, করতে হচ্ছে শরীরচর্চা।
উদ্ধারকারীদের ধারণা, বিড়ালটি পরিত্যক্ত হওয়ার পরে উরাল পর্বতমালার ধারের পারম শহরের হাসপাতালটির বেসমেন্টে পৌঁছে যায় কোনোমতে। হাসপাতালের উদার কর্মীরা বিস্কুট ও স্যুপ দিয়ে বিড়ালটিকে আপ্যায়ন করেন। বুঝতেই পারছেন পরবর্তীতেও এর আদর–যত্নের কমতি হয়নি।
‘ক্রোশিকের গল্পটি একটি অত্যন্ত বিরল ঘটনা। যেখানে কেউ একটি বিড়ালকে এতটা ভালোবাসে যে একে এভাবে আচ্ছাসে খাওয়ায়’ পারমের মেত্রোস্কিন শেল্টারের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে জানায় মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
ফলাফল, আপাতত বিড়ালটি অতিরিক্ত ওজন কমানোর জন্য কঠোর ডায়েটে রয়েছে। এদিকে ওজন কমানোর জন্য একটি ট্রেডমিলের সাহায্যে শরীরচর্চাও করানো হচ্ছে তাকে।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের দেওয়া তথ্য বলছে, নিজের জন্য আদর্শ ওজন সাড়ে চার কেজিতে পৌঁছাতে বিড়ালটিকে আরও ৭০ শতাংশ ওজন কমাতে হবে।
তবে অতি ভালোবাসা দেখাতে গিয়ে কোনো প্রাণীকে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ানোর নজির এটাই প্রথম নয়।
এ বছরের জুলাইয়ে বেশি খাইয়ে নিজের পোষা কুকুরকে মেরে ফেলায় এক নারীকে দুই মাসের জেল দেন নিউজিল্যান্ডের আদালত।
২০২১ সালের অক্টোবরে যখন বিড়ালটিকে উদ্ধার করা হয়, তখন এটির ওজন ৫৩ দশমিক ৭ কেজি। কুকুরদের বিস্কুটের পাশাপাশি বড় বড় ৮ থেকে ১০ টুকরো মাংস একে খাওয়ানো হতো।
জাপানে ছোটখাটো বিরোধ বা ঝামেলা মেটাতে এখন আর পুলিশের দরকার নেই। দরকার নেই আদালতেরও নয়। কারণ, এবার বাজারে নেমেছে একেবারে ভিন্নধর্মী সেবা। নাম ‘রেন্টাল কোওয়াইহিতো।’ জাপানি ভাষায় এর মানে দাঁড়ায়—‘ভাড়ায় পাওয়া ভয়ংকর মানুষ।’ যেমন নাম, তেমনি কাজ।
৬ ঘণ্টা আগেবিমা জালিয়াতি এবং পর্নোগ্রাফি রাখার দায়ে এক ব্রিটিশ ভাসকুলার সার্জনকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৯ বছর বয়সী নীল হপার, ২০১৯ সালে নিজের পা কেটে মিথ্যা বিমা দাবি করেছিলেন। এই কাণ্ড ঘটানোর আগে তিনি শত শত অঙ্গচ্ছেদের অস্ত্রোপচার করেছিলেন। সেই সব অপরাধের বিস্তারিত বিবরণ আদালতের নথিতে প্রকাশ..
৪ দিন আগেভারতের রাজস্থানের পাহাড়ি গ্রাম পিপলোডির এক কৃষক মোর সিং। ৬০ বছর বয়সী মোর সিং নিজে কখনো স্কুলে যাননি। কিন্তু তিলে তিলে গড়া নিজের একমাত্র বাড়িটি দান করে দিয়েছেন গ্রামের শিশুদের জন্য। এই অনন্য অবদানের জন্য স্থানীয় বাসিন্দাদের মাঝে রীতিমতো হিরো বনে গেছেন মোর সিং।
৫ দিন আগেদক্ষিণ চীনের এক ব্যক্তি তাঁর ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে ৮০০ কিলোমিটার হাঁটিয়েছেন। দীর্ঘ এই হণ্ঠন যাত্রার উদ্দেশ্য ছিল সন্তানদের মানসিকভাবে শক্ত করা। তাঁদের এই অভিযানের প্রশংসা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৮ দিন আগে