শিল্পকর্ম বেচাকেনা নিয়ে কতো অদ্ভূত ‘অযৌক্তিক’ ঘটনাই তো ঘটে। তাই বলে দেয়ালে সেঁটে থাকা এক টুকরা শসার আচারের ছবি বিক্রি হবে প্রায় ৬ লাখ টাকায়!
জানা গেছে, ম্যাকডোনাল্ডস চিজবার্গার থেকে আচারের (পিকল) একটি টুকরো নিউজিল্যান্ডের একটি আর্ট গ্যালারির ছাদে সেঁটে দেওয়া হয়েছে। ‘পিকল’ শিরোনামের এই শিল্পকর্মটি তৈরি করেছেন অস্ট্রেলীয় শিল্পী ম্যাথিউ গ্রিফিন। তিনি শিল্পকর্মটি বিক্রি করেছেন ১০ হাজার নিউজিল্যান্ড ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ৯৩ হাজার ১৩৫ টাকায়।
অকল্যান্ডে মাইকেল লেট গ্যালারিতে ‘পিকল’ শিরোনামে শিল্পকর্মটি প্রদর্শন করা হয়। ইনস্টাগ্রামে শেয়ার করা শিল্পকর্মটির ছবিতে দেখা যাচ্ছে, আচারের টুকরাটি ছাদে আটকে আছে। বিভিন্ন সসের কারণে সৃষ্ট আঠালো তরলের কারণে সেটি ছাদের কংক্রিটের সঙ্গে লেপ্টে গেছে।
এই শিল্পকর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা কথা উঠছে। কেউ কেউ এটিকে শিল্পমূল্যে বিচার করার যোগ্য বলেই মনে করছেন না। কেউ বলছেন ‘হাস্যকর’।
এ ব্যাপারে সিডনির ফাইল আর্টসের পরিচালক রায়ান মুর দ্য গার্ডিয়ান পত্রিকাকে বলেন, এই কাজের প্রতি মানুষের হাসির প্রতিক্রিয়া ঠিক আছে। কারণ এটি মজার।
তিনি বলেন, ‘সাধারণত, কাজটি শিল্প কি না সে ব্যাপারে সিদ্ধান্ত শিল্পীরা নেন না—তাঁরা শুধু একটা কিছু তৈরি করেন। শিল্পকর্ম হিসেবে কিছু মূল্যবান এবং অর্থবহ কি না তা হলো আমরা সম্মিলিতভাবে, একটি সমাজ হিসেবে এটি ব্যবহার করতে বা এটি সম্পর্কে কথা বলতে বেছে নিচ্ছি কি না, সেটি।’
শিল্পকর্ম বেচাকেনা নিয়ে কতো অদ্ভূত ‘অযৌক্তিক’ ঘটনাই তো ঘটে। তাই বলে দেয়ালে সেঁটে থাকা এক টুকরা শসার আচারের ছবি বিক্রি হবে প্রায় ৬ লাখ টাকায়!
জানা গেছে, ম্যাকডোনাল্ডস চিজবার্গার থেকে আচারের (পিকল) একটি টুকরো নিউজিল্যান্ডের একটি আর্ট গ্যালারির ছাদে সেঁটে দেওয়া হয়েছে। ‘পিকল’ শিরোনামের এই শিল্পকর্মটি তৈরি করেছেন অস্ট্রেলীয় শিল্পী ম্যাথিউ গ্রিফিন। তিনি শিল্পকর্মটি বিক্রি করেছেন ১০ হাজার নিউজিল্যান্ড ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ৯৩ হাজার ১৩৫ টাকায়।
অকল্যান্ডে মাইকেল লেট গ্যালারিতে ‘পিকল’ শিরোনামে শিল্পকর্মটি প্রদর্শন করা হয়। ইনস্টাগ্রামে শেয়ার করা শিল্পকর্মটির ছবিতে দেখা যাচ্ছে, আচারের টুকরাটি ছাদে আটকে আছে। বিভিন্ন সসের কারণে সৃষ্ট আঠালো তরলের কারণে সেটি ছাদের কংক্রিটের সঙ্গে লেপ্টে গেছে।
এই শিল্পকর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা কথা উঠছে। কেউ কেউ এটিকে শিল্পমূল্যে বিচার করার যোগ্য বলেই মনে করছেন না। কেউ বলছেন ‘হাস্যকর’।
এ ব্যাপারে সিডনির ফাইল আর্টসের পরিচালক রায়ান মুর দ্য গার্ডিয়ান পত্রিকাকে বলেন, এই কাজের প্রতি মানুষের হাসির প্রতিক্রিয়া ঠিক আছে। কারণ এটি মজার।
তিনি বলেন, ‘সাধারণত, কাজটি শিল্প কি না সে ব্যাপারে সিদ্ধান্ত শিল্পীরা নেন না—তাঁরা শুধু একটা কিছু তৈরি করেন। শিল্পকর্ম হিসেবে কিছু মূল্যবান এবং অর্থবহ কি না তা হলো আমরা সম্মিলিতভাবে, একটি সমাজ হিসেবে এটি ব্যবহার করতে বা এটি সম্পর্কে কথা বলতে বেছে নিচ্ছি কি না, সেটি।’
এই ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি।
১ দিন আগেঅনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
২ দিন আগেনারীর বগলের গন্ধ পুরুষদের আচরণে প্রভাব ফেলতে পারে। এমনকি তাদের মানসিক চাপও কমাতে পারে। এমনটাই জানা গেছে, জাপানে হওয়া এক চমকপ্রদ গবেষণা থেকে। তবে এই প্রভাব সব সময় দেখা যায় না। মাসের নির্দিষ্ট কিছু সময়ে, যখন নারীদের গন্ধ পুরুষদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়, তখনই এই প্রভাব দেখা যায়।
৪ দিন আগেযুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সী এমিলি এনজার এখন নিয়মিত আয় করছেন বুকের দুধ বিক্রি করে। পাঁচ সন্তানের এই মা প্রতিদিন সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত যে দুধ পাম্প করেন, তা ব্যাগে ভরে সংরক্ষণ করেন ফ্রিজে। উদ্দেশ্য—নিজের সন্তানের জন্য নয়, বরং বিক্রি করে বাড়তি আয় করা।
৫ দিন আগে