অনলাইন ডেস্ক
জন্মের পরেই মা-হারা হয়েছে হাঁসের ছানারা। এখনো ঠিকমতো খেতেও শেখেনি। ছোট্ট ছোট্ট অনাথ এই হাঁসের ছানাদের দায়িত্ব নিয়েছে কিনা একটি কুকুর! বরাবরই মানুষ এবং অন্যান্য প্রাণীদের প্রতি আনুগত্য ও নিঃশর্ত ভালোবাসার জন্য সুপরিচিত কুকুর। তাই বলে অনাথ হাঁসের ছানাদের দায়িত্ব নেওয়ার এমন ঘটনা বিরল।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাজ্যে ‘ফ্রেড’ নামের ল্যাব্রাডর জাতের একটি কুকুর নিজে থেকে কাঁধে নিয়েছে অনাথ হাঁসের ছানাদের বড় করবার ভার। ডানা নেই তো কী হয়েছে, ফ্রেডের থাবার ওমে নিশ্চিন্তে গুটিসুটি মেরে বসে থাকে হাঁসের ছানারা।
দুই প্রজাতির প্রাণীর মধ্যে এমন আশ্চর্য ভালোবাসার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। সুশান্ত নন্দ নামে ভারতের এক আইএফএস অফিসার টুইটারে শেয়ার করেছেন মজার সেই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, কুকুর ফ্রেড পরম স্নেহে আগলে রেখেছে মা-হারা হাঁসের ছানাগুলোকে। তারা পরস্পরের সান্নিধ্য উপভোগ করছে দারুণভাবে। হাঁসের ছানারা কখনো আহ্লাদে বসে রয়েছে ফ্রেডের সামনের দুই পায়ের কাছে, কখনোবা ঘুমন্ত ফ্রেডের পিঠে চড়ে গায়ে মাখছে রোদ্দুর।
১৫ বছর বয়সী ফ্রেড ব্রিটেনের এসেক্সের মাউন্টফিচেট ক্যাসলের বাসিন্দা। আগেও একবার হাঁসের ছানাদের লালন-পালন করে নেট মাধ্যমে ভাইরাল হয়েছিল সে। ফ্রেডের মালিক জেরেমি গোল্ডস্মিথ জানান, ২০১৮ সালে একবার ক্যাসলের পাশে কয়েকটি মা-হারা হাঁসের ছানাকে খুঁজে পাওয়া যায়। ছানাগুলো এতই ছোট যে, তাদের একা ছেড়ে দিতে পারেননি জেরেমি। বাড়িতে নিয়ে আসার পর ছানাদের দায়িত্ব নিয়ে নেয় ফ্রেড। এবং হাঁসের ছানাদের ‘সিঙ্গেল ফস্টার ড্যাড’ হয়ে ওঠে কুকুরটি।
২০১৯ সালে মাত্র ৭ দিন বয়সী হাঁসের ছানাদেরও স্নেহ দিয়ে বড় করে তোলে ফ্রেড। যত দিন না ছানাগুলো যথেষ্ট বড় হচ্ছে, তত দিন তাদের একেবারেই চোখের আড়াল করে না ফ্রেড। বড় হওয়ার পর ক্যাসলের আশপাশে ছেড়ে দেওয়া হয় তাদের। এখন পর্যন্ত মোট ১৫টি অনাথ হাঁসের ছানার গর্বিত পালক বাবা ফ্রেড।
জন্মের পরেই মা-হারা হয়েছে হাঁসের ছানারা। এখনো ঠিকমতো খেতেও শেখেনি। ছোট্ট ছোট্ট অনাথ এই হাঁসের ছানাদের দায়িত্ব নিয়েছে কিনা একটি কুকুর! বরাবরই মানুষ এবং অন্যান্য প্রাণীদের প্রতি আনুগত্য ও নিঃশর্ত ভালোবাসার জন্য সুপরিচিত কুকুর। তাই বলে অনাথ হাঁসের ছানাদের দায়িত্ব নেওয়ার এমন ঘটনা বিরল।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাজ্যে ‘ফ্রেড’ নামের ল্যাব্রাডর জাতের একটি কুকুর নিজে থেকে কাঁধে নিয়েছে অনাথ হাঁসের ছানাদের বড় করবার ভার। ডানা নেই তো কী হয়েছে, ফ্রেডের থাবার ওমে নিশ্চিন্তে গুটিসুটি মেরে বসে থাকে হাঁসের ছানারা।
দুই প্রজাতির প্রাণীর মধ্যে এমন আশ্চর্য ভালোবাসার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। সুশান্ত নন্দ নামে ভারতের এক আইএফএস অফিসার টুইটারে শেয়ার করেছেন মজার সেই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, কুকুর ফ্রেড পরম স্নেহে আগলে রেখেছে মা-হারা হাঁসের ছানাগুলোকে। তারা পরস্পরের সান্নিধ্য উপভোগ করছে দারুণভাবে। হাঁসের ছানারা কখনো আহ্লাদে বসে রয়েছে ফ্রেডের সামনের দুই পায়ের কাছে, কখনোবা ঘুমন্ত ফ্রেডের পিঠে চড়ে গায়ে মাখছে রোদ্দুর।
১৫ বছর বয়সী ফ্রেড ব্রিটেনের এসেক্সের মাউন্টফিচেট ক্যাসলের বাসিন্দা। আগেও একবার হাঁসের ছানাদের লালন-পালন করে নেট মাধ্যমে ভাইরাল হয়েছিল সে। ফ্রেডের মালিক জেরেমি গোল্ডস্মিথ জানান, ২০১৮ সালে একবার ক্যাসলের পাশে কয়েকটি মা-হারা হাঁসের ছানাকে খুঁজে পাওয়া যায়। ছানাগুলো এতই ছোট যে, তাদের একা ছেড়ে দিতে পারেননি জেরেমি। বাড়িতে নিয়ে আসার পর ছানাদের দায়িত্ব নিয়ে নেয় ফ্রেড। এবং হাঁসের ছানাদের ‘সিঙ্গেল ফস্টার ড্যাড’ হয়ে ওঠে কুকুরটি।
২০১৯ সালে মাত্র ৭ দিন বয়সী হাঁসের ছানাদেরও স্নেহ দিয়ে বড় করে তোলে ফ্রেড। যত দিন না ছানাগুলো যথেষ্ট বড় হচ্ছে, তত দিন তাদের একেবারেই চোখের আড়াল করে না ফ্রেড। বড় হওয়ার পর ক্যাসলের আশপাশে ছেড়ে দেওয়া হয় তাদের। এখন পর্যন্ত মোট ১৫টি অনাথ হাঁসের ছানার গর্বিত পালক বাবা ফ্রেড।
এক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
২ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৬ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
১০ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
১১ দিন আগে