Ajker Patrika

কোথায় আছে আপনার দেহের সবচেয়ে ছোট হাড়

ল-র-ব-য-হ ডেস্ক
আপডেট : ২৮ মে ২০২২, ১৭: ১২
কোথায় আছে আপনার দেহের সবচেয়ে ছোট হাড়

দেহটা হাড়ের খাঁচা। সে খাঁচায় আছে ২০৬টি হাড়। কিন্তু সবচেয়ে ছোট হাড় কোনটি, জানেন কি? 

অসসিকেলস! ভাবছেন, এটা আবার কী? তাহলে আরও তিনটি অদ্ভূত শব্দ শুনুন। স্টেপিস, ম্যালিয়াস ও ইনকাস। 

এই তিনটি শব্দ আপনার কানের সঙ্গে সম্পৃক্ত। শব্দ তিনটিকে একসঙ্গে বলা হয় ‘অসসিকেলস’। স্টেপিস, ম্যালিয়াস ও ইনকাস আপনার শরীরের তিনটি হাড়ের নাম এবং এদের অবস্থান আপনার কানের ভেতর। শুনে আরও আশ্চর্য হবেন, এই তিনটি হাড়ই আপনার শীরের সবচেয়ে ছোট তিনটি হাড়। আর এদের মধ্যে সবচেয়ে ছোটটির নাম স্টেপিস। 

তিনটি শব্দই এসেছে ল্যাটিন থেকে। 

হাড় তিনটি আপনার মধ্যকর্ণ, কানের পর্দা এবং অন্তঃকর্ণে রয়েছে। এদের কাজ শব্দকম্পন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া। প্রথমে শব্দকম্পন আপনার মধ্যকর্ণের ভেতর দিয়ে যায়। তারপর ক্লকিয়াতে আঘাত করে এবং নিউরাল সংকেতে রূপান্তরিত করে। আপনার মস্তিষ্ক সেই সংকেত শব্দ হিসেবে গ্রহণ করে। 

অন্যদিকে ফিমার হচ্ছে আপনার শরীরের সবচেয়ে বড় হাড়। এটি কোথায় থাকে, জানেন? আপনার ঊরুতে। ব্যক্তিভেদে ফিমারের আকার এদিক সেদিক হতে পারে। সাধারণত প্রাপ্ত বয়স্ক পুরুষের ফিমার হয় ১৯ ইঞ্চি। আর প্রাপ্ত বয়স্ক নারীর ফিমার হয় ১৭ থেকে ১৮ ইঞ্চি। 

সূত্র: মেন্টাল ফ্লস

ল–র–ব–য–হ সম্পর্কিত পড়ুন: 

বিষয়:

জেনে নিন
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত