ল-র-ব-য-হ ডেস্ক
রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেন, অস্ট্রেলিয়ার পাশাপাশি কমনওয়েলথভুক্ত দেশগুলোরও রানি। অগাধ ক্ষমতা তাঁর হাতের মুঠোয়।
ইংল্যান্ডে সরকার গঠনের ক্ষমতা শুধু রানির। আছে নাইটস এবং লর্ড নির্বাচিত করার ক্ষমতা। তাঁর অনুমতি ছাড়া পাশ হয় না ব্রিটেনের কোন আইন। সাংবিধানিক সংকটে 'ভেটো' দিতে পারেন মন্ত্রিসভার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া সরকারকে বরখাস্ত করতে পারেন নিমেষেই। চার্চ অফ ইংল্যান্ডের প্রধান রানিও তিনিই।
বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে পাসপোর্ট ছাড়াই যেতে পারেন যে কোন দেশে। অবশ্য তাঁর কোন পাসপোর্ট নেইও। যার পক্ষ থেকে ব্রিটেনের সবার পাসপোর্ট ইস্যু হয় তাঁর আবার পাসপোর্ট দিয়ে কী হবে? আর তিনি তো বিশেষ ফ্লাইট ছাড়া ভ্রমণও করেন না। একই ভাবে গাড়ি চালাতেও তাঁর কোন লাইসেন্স লাগে না।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে বিরাট শোরগোল হলেও রানির দুই জন্মদিন নিয়ে কেউ প্রশ্ন তোলে না। ২১ এপ্রিল পরিবারের সদস্যদের নিয়ে বাসায় নিজের জন্মতারিখ পালন করেন রানি। আর তাঁর অফিশিয়াল জন্মদিন পালিত হয় জুনের কোন এক শনিবারে।
পোষা প্রাণীর প্রতিও রয়েছে রানির বিশেষ অনুরাগ। ব্রিটেনের জলাশয়ে যত ডলফিন, টেমস নদীতে যত হাঁস; সবগুলোর মালিকই রানি। তাঁকে নিয়ে কবিতা লেখার জন্য কবি নিয়োজিত থাকা নিয়ে মেলে রানির সাহিত্য রসবোধের প্রমাণও।
রানির নিজস্ব এটিএম মেশিন আছে। তাঁর অনুমতি ছাড়া কেউ এটি ব্যবহার করতে পারে না। তাঁকে কোন কর দিতে হয় না। কোন অপরাধ করলেও তাঁকে বিচারের মুখোমুখি করার সক্ষমতা নেই কোন আদালতের। তাই বলে তিনি কিন্তু যা ইচ্ছে তাই করেন না। নিজের কিংবা পারিবারিক বিষয়ে কোন তথ্য প্রকাশেও তিনি বাধ্য নন।
রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেন, অস্ট্রেলিয়ার পাশাপাশি কমনওয়েলথভুক্ত দেশগুলোরও রানি। অগাধ ক্ষমতা তাঁর হাতের মুঠোয়।
ইংল্যান্ডে সরকার গঠনের ক্ষমতা শুধু রানির। আছে নাইটস এবং লর্ড নির্বাচিত করার ক্ষমতা। তাঁর অনুমতি ছাড়া পাশ হয় না ব্রিটেনের কোন আইন। সাংবিধানিক সংকটে 'ভেটো' দিতে পারেন মন্ত্রিসভার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া সরকারকে বরখাস্ত করতে পারেন নিমেষেই। চার্চ অফ ইংল্যান্ডের প্রধান রানিও তিনিই।
বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে পাসপোর্ট ছাড়াই যেতে পারেন যে কোন দেশে। অবশ্য তাঁর কোন পাসপোর্ট নেইও। যার পক্ষ থেকে ব্রিটেনের সবার পাসপোর্ট ইস্যু হয় তাঁর আবার পাসপোর্ট দিয়ে কী হবে? আর তিনি তো বিশেষ ফ্লাইট ছাড়া ভ্রমণও করেন না। একই ভাবে গাড়ি চালাতেও তাঁর কোন লাইসেন্স লাগে না।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে বিরাট শোরগোল হলেও রানির দুই জন্মদিন নিয়ে কেউ প্রশ্ন তোলে না। ২১ এপ্রিল পরিবারের সদস্যদের নিয়ে বাসায় নিজের জন্মতারিখ পালন করেন রানি। আর তাঁর অফিশিয়াল জন্মদিন পালিত হয় জুনের কোন এক শনিবারে।
পোষা প্রাণীর প্রতিও রয়েছে রানির বিশেষ অনুরাগ। ব্রিটেনের জলাশয়ে যত ডলফিন, টেমস নদীতে যত হাঁস; সবগুলোর মালিকই রানি। তাঁকে নিয়ে কবিতা লেখার জন্য কবি নিয়োজিত থাকা নিয়ে মেলে রানির সাহিত্য রসবোধের প্রমাণও।
রানির নিজস্ব এটিএম মেশিন আছে। তাঁর অনুমতি ছাড়া কেউ এটি ব্যবহার করতে পারে না। তাঁকে কোন কর দিতে হয় না। কোন অপরাধ করলেও তাঁকে বিচারের মুখোমুখি করার সক্ষমতা নেই কোন আদালতের। তাই বলে তিনি কিন্তু যা ইচ্ছে তাই করেন না। নিজের কিংবা পারিবারিক বিষয়ে কোন তথ্য প্রকাশেও তিনি বাধ্য নন।
আজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৫ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৬ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৬ দিন আগে