ল-র-ব-য-হ ডেস্ক
রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেন, অস্ট্রেলিয়ার পাশাপাশি কমনওয়েলথভুক্ত দেশগুলোরও রানি। অগাধ ক্ষমতা তাঁর হাতের মুঠোয়।
ইংল্যান্ডে সরকার গঠনের ক্ষমতা শুধু রানির। আছে নাইটস এবং লর্ড নির্বাচিত করার ক্ষমতা। তাঁর অনুমতি ছাড়া পাশ হয় না ব্রিটেনের কোন আইন। সাংবিধানিক সংকটে 'ভেটো' দিতে পারেন মন্ত্রিসভার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া সরকারকে বরখাস্ত করতে পারেন নিমেষেই। চার্চ অফ ইংল্যান্ডের প্রধান রানিও তিনিই।
বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে পাসপোর্ট ছাড়াই যেতে পারেন যে কোন দেশে। অবশ্য তাঁর কোন পাসপোর্ট নেইও। যার পক্ষ থেকে ব্রিটেনের সবার পাসপোর্ট ইস্যু হয় তাঁর আবার পাসপোর্ট দিয়ে কী হবে? আর তিনি তো বিশেষ ফ্লাইট ছাড়া ভ্রমণও করেন না। একই ভাবে গাড়ি চালাতেও তাঁর কোন লাইসেন্স লাগে না।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে বিরাট শোরগোল হলেও রানির দুই জন্মদিন নিয়ে কেউ প্রশ্ন তোলে না। ২১ এপ্রিল পরিবারের সদস্যদের নিয়ে বাসায় নিজের জন্মতারিখ পালন করেন রানি। আর তাঁর অফিশিয়াল জন্মদিন পালিত হয় জুনের কোন এক শনিবারে।
পোষা প্রাণীর প্রতিও রয়েছে রানির বিশেষ অনুরাগ। ব্রিটেনের জলাশয়ে যত ডলফিন, টেমস নদীতে যত হাঁস; সবগুলোর মালিকই রানি। তাঁকে নিয়ে কবিতা লেখার জন্য কবি নিয়োজিত থাকা নিয়ে মেলে রানির সাহিত্য রসবোধের প্রমাণও।
রানির নিজস্ব এটিএম মেশিন আছে। তাঁর অনুমতি ছাড়া কেউ এটি ব্যবহার করতে পারে না। তাঁকে কোন কর দিতে হয় না। কোন অপরাধ করলেও তাঁকে বিচারের মুখোমুখি করার সক্ষমতা নেই কোন আদালতের। তাই বলে তিনি কিন্তু যা ইচ্ছে তাই করেন না। নিজের কিংবা পারিবারিক বিষয়ে কোন তথ্য প্রকাশেও তিনি বাধ্য নন।
রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেন, অস্ট্রেলিয়ার পাশাপাশি কমনওয়েলথভুক্ত দেশগুলোরও রানি। অগাধ ক্ষমতা তাঁর হাতের মুঠোয়।
ইংল্যান্ডে সরকার গঠনের ক্ষমতা শুধু রানির। আছে নাইটস এবং লর্ড নির্বাচিত করার ক্ষমতা। তাঁর অনুমতি ছাড়া পাশ হয় না ব্রিটেনের কোন আইন। সাংবিধানিক সংকটে 'ভেটো' দিতে পারেন মন্ত্রিসভার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া সরকারকে বরখাস্ত করতে পারেন নিমেষেই। চার্চ অফ ইংল্যান্ডের প্রধান রানিও তিনিই।
বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে পাসপোর্ট ছাড়াই যেতে পারেন যে কোন দেশে। অবশ্য তাঁর কোন পাসপোর্ট নেইও। যার পক্ষ থেকে ব্রিটেনের সবার পাসপোর্ট ইস্যু হয় তাঁর আবার পাসপোর্ট দিয়ে কী হবে? আর তিনি তো বিশেষ ফ্লাইট ছাড়া ভ্রমণও করেন না। একই ভাবে গাড়ি চালাতেও তাঁর কোন লাইসেন্স লাগে না।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে বিরাট শোরগোল হলেও রানির দুই জন্মদিন নিয়ে কেউ প্রশ্ন তোলে না। ২১ এপ্রিল পরিবারের সদস্যদের নিয়ে বাসায় নিজের জন্মতারিখ পালন করেন রানি। আর তাঁর অফিশিয়াল জন্মদিন পালিত হয় জুনের কোন এক শনিবারে।
পোষা প্রাণীর প্রতিও রয়েছে রানির বিশেষ অনুরাগ। ব্রিটেনের জলাশয়ে যত ডলফিন, টেমস নদীতে যত হাঁস; সবগুলোর মালিকই রানি। তাঁকে নিয়ে কবিতা লেখার জন্য কবি নিয়োজিত থাকা নিয়ে মেলে রানির সাহিত্য রসবোধের প্রমাণও।
রানির নিজস্ব এটিএম মেশিন আছে। তাঁর অনুমতি ছাড়া কেউ এটি ব্যবহার করতে পারে না। তাঁকে কোন কর দিতে হয় না। কোন অপরাধ করলেও তাঁকে বিচারের মুখোমুখি করার সক্ষমতা নেই কোন আদালতের। তাই বলে তিনি কিন্তু যা ইচ্ছে তাই করেন না। নিজের কিংবা পারিবারিক বিষয়ে কোন তথ্য প্রকাশেও তিনি বাধ্য নন।
ইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
১২ ঘণ্টা আগেহিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
৩ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৩ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৭ দিন আগে