অনলাইন ডেস্ক
ইঁদুরের বিরুদ্ধে গাঁজা খাওয়ার অভিযোগ তুলেছে ভারতের পুলিশ। দেশটির উত্তর প্রদেশ রাজ্যের পুলিশ বলেছে, তারা ডিলারদের কাছ থেকে প্রায় ২০০ কেজি গাঁজা জব্দ করে থানায় রেখেছিল, কিন্তু সেই সব গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুর!
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, মাদক চোরাচালানের তিনটি মামলায় উত্তর প্রদেশের আদালত পুলিশকে তথ্য-প্রমাণ হাজির করতে বলেছিলেন। তখন পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ইঁদুর গাঁজাগুলো খেয়ে ফেলেছে।
বিচারক সঞ্জয় চৌধুরী এক আদেশে বলেছেন, ‘আদালত যখন পুলিশকে জব্দকৃত মাদকটি প্রমাণ হিসেবে উপস্থাপন করতে বলেছিলেন, তখন পুলিশ বলেছে, ১৯৫ কেজি গাঁজা ইঁদুর খেয়ে ফেলেছ। এ ছাড়া ৩৮৬ কেজি মাদকের সঙ্গে জড়িত অপর একটি মামলার প্রতিবেদনেও পুলিশ বলেছে, কিছু গাঁজা ইঁদুর খেয়ে ফেলেছে।’
সঞ্জয় চৌধুরী আরও বলেছেন, ‘পুলিশের জব্দ করা প্রায় ৭০০ কেজি গাঁজা মথুরা জেলার থানায় রাখা ছিল। সেখানে অনেক ইঁদুরও ছিল। কিন্তু ইঁদুরগুলো খুব ছোট হওয়ায় তাদের প্রতিহত করার কোনো দক্ষতা পুলিশের ছিল না। ইঁদুরেরা ছোট প্রাণী এবং তাদের পুলিশের ভয় নেই। তাদের হাত থেকে মাদক রক্ষা করা কঠিন।’
তবে মথুরা জেলার একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এমপি সিং সাংবাদিকদের বলেছেন, তাঁর আশপাশের থানাগুলোতে সংরক্ষিত কিছু গাঁজা ভারী বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। ইঁদুরেরা সেগুলো খেয়ে ফেলেনি।
ইঁদুরের বিরুদ্ধে মাদক সেবনসহ নানা অভিযোগ এটাই প্রথম নয়, এর আগে ২০১৭ সালে ভারতের বিহার রাজ্যের পুলিশ বলেছিল, তাদের হাজার হাজার লিটার জব্দ করা অ্যালকোহল ইঁদুর খেয়ে ফেলেছে। এ ছাড়া ২০১৮ সালে আসাম রাজ্যে একটি ত্রুটিপূর্ণ এটিএম মেশিন ঠিক করতে গিয়ে প্রযুক্তিবিদরা দেখতে পান, সেখানে ১২ লাখ রুপির সমপরিমাণ নোট ছেঁড়া। তাঁরা ধারণা করেছিলেন, ইঁদুর এসব নোট কেটে ফেলেছে।
ভারত ছাড়াও আর্জেন্টিনায় একবার এমন ঘটনা ঘটেছিল। ২০১৮ সালে আর্জেন্টিনায় পুলিশের গুদাম থেকে আধা টন গাঁজা গায়েব হওয়ার জন্য ইঁদুরকে দায়ী করা হয়েছিল। তবে বিশেষজ্ঞরা বলেছিলেন, ‘ইঁদুর যদি এত বিপুল পরিমাণ গাঁজা খেয়ে ফেলত, তবে সেখানে প্রচুর মরা ইঁদুর পাওয়া যেত। যেহেতু গুদামে ইঁদুরের মৃতদেহ পাওয়া যায়নি, সুতরাং পুলিশের অভিযোগ বিশ্বাসযোগ্য নয়।’ এ ঘটনার পর আটজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছিল আর্জেন্টিনা প্রশাসন।
২০১৯ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, গবেষণাগারে ইঁদুরকে গাঁজাযুক্ত আটা খেতে দেওয়ার পর দেখা গেছে, তারা কম সক্রিয় হয়ে ওঠে এবং তাদের শরীরের তাপমাত্রাও কমে যায়।
ইঁদুরের বিরুদ্ধে গাঁজা খাওয়ার অভিযোগ তুলেছে ভারতের পুলিশ। দেশটির উত্তর প্রদেশ রাজ্যের পুলিশ বলেছে, তারা ডিলারদের কাছ থেকে প্রায় ২০০ কেজি গাঁজা জব্দ করে থানায় রেখেছিল, কিন্তু সেই সব গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুর!
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, মাদক চোরাচালানের তিনটি মামলায় উত্তর প্রদেশের আদালত পুলিশকে তথ্য-প্রমাণ হাজির করতে বলেছিলেন। তখন পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ইঁদুর গাঁজাগুলো খেয়ে ফেলেছে।
বিচারক সঞ্জয় চৌধুরী এক আদেশে বলেছেন, ‘আদালত যখন পুলিশকে জব্দকৃত মাদকটি প্রমাণ হিসেবে উপস্থাপন করতে বলেছিলেন, তখন পুলিশ বলেছে, ১৯৫ কেজি গাঁজা ইঁদুর খেয়ে ফেলেছ। এ ছাড়া ৩৮৬ কেজি মাদকের সঙ্গে জড়িত অপর একটি মামলার প্রতিবেদনেও পুলিশ বলেছে, কিছু গাঁজা ইঁদুর খেয়ে ফেলেছে।’
সঞ্জয় চৌধুরী আরও বলেছেন, ‘পুলিশের জব্দ করা প্রায় ৭০০ কেজি গাঁজা মথুরা জেলার থানায় রাখা ছিল। সেখানে অনেক ইঁদুরও ছিল। কিন্তু ইঁদুরগুলো খুব ছোট হওয়ায় তাদের প্রতিহত করার কোনো দক্ষতা পুলিশের ছিল না। ইঁদুরেরা ছোট প্রাণী এবং তাদের পুলিশের ভয় নেই। তাদের হাত থেকে মাদক রক্ষা করা কঠিন।’
তবে মথুরা জেলার একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এমপি সিং সাংবাদিকদের বলেছেন, তাঁর আশপাশের থানাগুলোতে সংরক্ষিত কিছু গাঁজা ভারী বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। ইঁদুরেরা সেগুলো খেয়ে ফেলেনি।
ইঁদুরের বিরুদ্ধে মাদক সেবনসহ নানা অভিযোগ এটাই প্রথম নয়, এর আগে ২০১৭ সালে ভারতের বিহার রাজ্যের পুলিশ বলেছিল, তাদের হাজার হাজার লিটার জব্দ করা অ্যালকোহল ইঁদুর খেয়ে ফেলেছে। এ ছাড়া ২০১৮ সালে আসাম রাজ্যে একটি ত্রুটিপূর্ণ এটিএম মেশিন ঠিক করতে গিয়ে প্রযুক্তিবিদরা দেখতে পান, সেখানে ১২ লাখ রুপির সমপরিমাণ নোট ছেঁড়া। তাঁরা ধারণা করেছিলেন, ইঁদুর এসব নোট কেটে ফেলেছে।
ভারত ছাড়াও আর্জেন্টিনায় একবার এমন ঘটনা ঘটেছিল। ২০১৮ সালে আর্জেন্টিনায় পুলিশের গুদাম থেকে আধা টন গাঁজা গায়েব হওয়ার জন্য ইঁদুরকে দায়ী করা হয়েছিল। তবে বিশেষজ্ঞরা বলেছিলেন, ‘ইঁদুর যদি এত বিপুল পরিমাণ গাঁজা খেয়ে ফেলত, তবে সেখানে প্রচুর মরা ইঁদুর পাওয়া যেত। যেহেতু গুদামে ইঁদুরের মৃতদেহ পাওয়া যায়নি, সুতরাং পুলিশের অভিযোগ বিশ্বাসযোগ্য নয়।’ এ ঘটনার পর আটজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছিল আর্জেন্টিনা প্রশাসন।
২০১৯ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, গবেষণাগারে ইঁদুরকে গাঁজাযুক্ত আটা খেতে দেওয়ার পর দেখা গেছে, তারা কম সক্রিয় হয়ে ওঠে এবং তাদের শরীরের তাপমাত্রাও কমে যায়।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৪ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৭ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
৯ দিন আগেবিশ্বের সবচেয়ে ছোট হাতে তৈরি ভাস্কর্য হিসেবে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল লেগো ব্রিক। এই ভাস্কর্য এতটাই ক্ষুদ্র যে এটি খালি চোখে দেখা সম্ভব নয়। গত বছর শেষের দিকে এটি তৈরি করেন মাইক্রো-আর্টিস্ট ডেভিড লিনডন। লেগো ব্রিকটির আকার মাত্র ০.০২৫১৭ মিলিমিটার × ০.০২১৮৪ মিলিমিটার, যা একটি শ্বেত রক্তকণিকার আকা
১০ দিন আগে