বিশ্বের সবচেয়ে ব্য়য়বহুল আবাসিক ভবন ভারতের দক্ষিণ মুম্বাইয়ে অবস্থিত অ্যান্টিলিয়া। ২৭ তলা এ ভবনের মালিক ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি। ২০১২ সালে প্রাসাদতুল্য এ ভবনটির অনুমিত মূল্য ছিল ১৫ হাজার কোটি রুপি। পুরো আম্বানি পরিবার অর্থাৎ মুকেশ আম্বানি, নীতা আম্বানি, অনন্ত আম্বানি, আকাশ আম্বানি, শ্লোকা আম্বানি, পৃথ্বী আম্বানি ও ভেদ আম্বানি একসঙ্গে এ ভবনে থাকেন।
অবকাঠামো, বিলাসবহুল অনুষ্ঠান, নিরাপত্তা ও অত্যাধুনিক সব ব্যবস্থার জন্য অ্যান্টিলিয়া প্রায়ই শিরোনামে থাকে। আটলান্টিক মহাসাগরের এক দ্বীপের নামে ভবনটির নামকরণ করা হয়েছে। মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলের প্রাণকেন্দ্রেই সুউচ্চ এই অট্টালিকার অবস্থান। অ্যান্টিলিয়ায় তিনটি হেলিপ্যাড আছে।
ইন্টারনেটে অ্যান্টিলিয়ার ভেতরের খুব বেশি ছবি দেখা যায় না। ১৭৩ মিটার দীর্ঘ বিলাসবহুল এ ভবনটি ৩৭ হাজার বর্গমিটারজুড়ে নির্মাণ করা হয়েছে। এ ভবনে বহুতল গাড়ি পার্কিংসহ ৯টি দ্রুতগতির লিফট ও কর্মচারীদের জন্য থাকার বিশেষ ব্যবস্থা আছে।
অ্যান্টিলিয়ার ২৬ তলায় স্ত্রী, ছেলে, ছেলের বউ ও দুই নাতি নিয়ে থাকেন মুকেশ আম্বানি। থাকার জন্য ওপরের এই তলা বেছে নেওয়ার কারণ হিসেবে জানা যায়, নীতা আম্বানি চান প্রত্যেকটি ঘরেই যেন পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা থাকে। বলা হয়, কেবল পরিবারের ঘনিষ্ঠ জনেরাই ভবনের ২৬তম তলায় প্রবেশ করতে পারেন।
অ্যান্টিলিয়া নির্মাণ করতে দুই বছর সময় লেগেছিল। ২০০৮ সালে এ ভবনের নির্মাণকার্য শুরু হয় এবং ২০১০ সালে তা শেষ হয়। ভবনটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, এটি রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প খুব সহজেই সয়ে নিতে পারবে।
বিলাসবহুল এ ভবনে একটি হেলথ স্পা, তিনটি সুইমিংপুল এবং একটি বলরুম রয়েছে। এ ছাড়া ভবনটিতে রয়েছে ইয়োগা ও ডান্স স্টুডিও। সমগ্র ভবনের দেখভালের জন্য প্রায় ৬০০ কর্মী নিয়োজিত আছেন।
অ্যান্টিলিয়ার শোভাবর্ধনের জন্য রয়েছে বিশাল এবং আকর্ষণীয় এক ঝুলন্ত বাগান। মুম্বাইয়ের আর্দ্রতাকে টক্কর দেওয়ার জন্য এখানে একটি তুষার ঘরও রয়েছে। ভবনটিতে একটি আইসক্রিম পারলারও রয়েছে, যেখানে আইসক্রিম খাওয়ার সময় কৃত্রিম তুষারপাত উপভোগ করা যায়।
বিশ্বের সবচেয়ে ব্য়য়বহুল আবাসিক ভবন ভারতের দক্ষিণ মুম্বাইয়ে অবস্থিত অ্যান্টিলিয়া। ২৭ তলা এ ভবনের মালিক ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি। ২০১২ সালে প্রাসাদতুল্য এ ভবনটির অনুমিত মূল্য ছিল ১৫ হাজার কোটি রুপি। পুরো আম্বানি পরিবার অর্থাৎ মুকেশ আম্বানি, নীতা আম্বানি, অনন্ত আম্বানি, আকাশ আম্বানি, শ্লোকা আম্বানি, পৃথ্বী আম্বানি ও ভেদ আম্বানি একসঙ্গে এ ভবনে থাকেন।
অবকাঠামো, বিলাসবহুল অনুষ্ঠান, নিরাপত্তা ও অত্যাধুনিক সব ব্যবস্থার জন্য অ্যান্টিলিয়া প্রায়ই শিরোনামে থাকে। আটলান্টিক মহাসাগরের এক দ্বীপের নামে ভবনটির নামকরণ করা হয়েছে। মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলের প্রাণকেন্দ্রেই সুউচ্চ এই অট্টালিকার অবস্থান। অ্যান্টিলিয়ায় তিনটি হেলিপ্যাড আছে।
ইন্টারনেটে অ্যান্টিলিয়ার ভেতরের খুব বেশি ছবি দেখা যায় না। ১৭৩ মিটার দীর্ঘ বিলাসবহুল এ ভবনটি ৩৭ হাজার বর্গমিটারজুড়ে নির্মাণ করা হয়েছে। এ ভবনে বহুতল গাড়ি পার্কিংসহ ৯টি দ্রুতগতির লিফট ও কর্মচারীদের জন্য থাকার বিশেষ ব্যবস্থা আছে।
অ্যান্টিলিয়ার ২৬ তলায় স্ত্রী, ছেলে, ছেলের বউ ও দুই নাতি নিয়ে থাকেন মুকেশ আম্বানি। থাকার জন্য ওপরের এই তলা বেছে নেওয়ার কারণ হিসেবে জানা যায়, নীতা আম্বানি চান প্রত্যেকটি ঘরেই যেন পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা থাকে। বলা হয়, কেবল পরিবারের ঘনিষ্ঠ জনেরাই ভবনের ২৬তম তলায় প্রবেশ করতে পারেন।
অ্যান্টিলিয়া নির্মাণ করতে দুই বছর সময় লেগেছিল। ২০০৮ সালে এ ভবনের নির্মাণকার্য শুরু হয় এবং ২০১০ সালে তা শেষ হয়। ভবনটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, এটি রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প খুব সহজেই সয়ে নিতে পারবে।
বিলাসবহুল এ ভবনে একটি হেলথ স্পা, তিনটি সুইমিংপুল এবং একটি বলরুম রয়েছে। এ ছাড়া ভবনটিতে রয়েছে ইয়োগা ও ডান্স স্টুডিও। সমগ্র ভবনের দেখভালের জন্য প্রায় ৬০০ কর্মী নিয়োজিত আছেন।
অ্যান্টিলিয়ার শোভাবর্ধনের জন্য রয়েছে বিশাল এবং আকর্ষণীয় এক ঝুলন্ত বাগান। মুম্বাইয়ের আর্দ্রতাকে টক্কর দেওয়ার জন্য এখানে একটি তুষার ঘরও রয়েছে। ভবনটিতে একটি আইসক্রিম পারলারও রয়েছে, যেখানে আইসক্রিম খাওয়ার সময় কৃত্রিম তুষারপাত উপভোগ করা যায়।
আজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১৪ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৫ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৭ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৭ দিন আগে