একটি কোভিড টিকাকেন্দ্র অপ্রত্যাশিতভাবে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। কারণ দুটি সাপ। টিকাকেন্দ্রের ভবনের ভেতরে ঢুকে পড়েছিল ওগুলো। ঘটনাটি ওয়েলসের সেরডিওন নামের একটি গ্রামের। এদিকে পরিস্থিতি সামাল দিতে ভ্যাকসিন কেন্দ্রটির দায়িত্বে থাকা হাওয়েল ডডা হেলথ বোর্ড বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সাহায্য চেয়েছেন।
সাপ দুটির নাম রাখা হয় কুম এবং কু। এ দুটি সাপের মধ্যে কু আকারে বড় এবং ধারণা করা হচ্ছে সে একটি অ্যাডার সাপ। অন্যদিকে কুম একটি গ্রাস স্নেক বলে মনে করা হচ্ছে।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
অ্যাডারটি পরে দালানটি ছেড়ে চলে গেলেও অপর সাপটি সেখানেই অবস্থান করছিল। হাওয়েল ডডা হেলথ বোর্ড ওই সরীসৃপকে সরিয়ে নিতে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড টিকাকেন্দ্র বন্ধ থাকবে বলেও জানায় তারা।
‘আমরা আশা করছি, যত তাড়াতাড়ি সম্ভব আবার টিকাকেন্দ্রটি খুলতে সক্ষম হব।’ স্বাস্থ্য বোর্ড ফেসবুকে একটি পোস্টে বলেছে।
ওয়াইল্ডলাইফ ট্রাস্টের মতে, গ্রাস সাপ ইংল্যান্ড ও ওয়েলসজুড়ে বিস্তৃত নিরীহ একটি সাপ। অ্যাডার হলো যুক্তরাজ্যের একমাত্র বিষাক্ত সাপ, তবে এর বিষ কিছুটা যন্ত্রণা হওয়া ছাড়া সাধারণত মানুষের জন্য বড় বিপদের কারণ হয় না। তবে শিশু, অসুস্থ বা বৃদ্ধদের জন্য এই বিষ বিপজ্জনক হতে পারে।
একটি কোভিড টিকাকেন্দ্র অপ্রত্যাশিতভাবে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। কারণ দুটি সাপ। টিকাকেন্দ্রের ভবনের ভেতরে ঢুকে পড়েছিল ওগুলো। ঘটনাটি ওয়েলসের সেরডিওন নামের একটি গ্রামের। এদিকে পরিস্থিতি সামাল দিতে ভ্যাকসিন কেন্দ্রটির দায়িত্বে থাকা হাওয়েল ডডা হেলথ বোর্ড বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সাহায্য চেয়েছেন।
সাপ দুটির নাম রাখা হয় কুম এবং কু। এ দুটি সাপের মধ্যে কু আকারে বড় এবং ধারণা করা হচ্ছে সে একটি অ্যাডার সাপ। অন্যদিকে কুম একটি গ্রাস স্নেক বলে মনে করা হচ্ছে।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
অ্যাডারটি পরে দালানটি ছেড়ে চলে গেলেও অপর সাপটি সেখানেই অবস্থান করছিল। হাওয়েল ডডা হেলথ বোর্ড ওই সরীসৃপকে সরিয়ে নিতে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড টিকাকেন্দ্র বন্ধ থাকবে বলেও জানায় তারা।
‘আমরা আশা করছি, যত তাড়াতাড়ি সম্ভব আবার টিকাকেন্দ্রটি খুলতে সক্ষম হব।’ স্বাস্থ্য বোর্ড ফেসবুকে একটি পোস্টে বলেছে।
ওয়াইল্ডলাইফ ট্রাস্টের মতে, গ্রাস সাপ ইংল্যান্ড ও ওয়েলসজুড়ে বিস্তৃত নিরীহ একটি সাপ। অ্যাডার হলো যুক্তরাজ্যের একমাত্র বিষাক্ত সাপ, তবে এর বিষ কিছুটা যন্ত্রণা হওয়া ছাড়া সাধারণত মানুষের জন্য বড় বিপদের কারণ হয় না। তবে শিশু, অসুস্থ বা বৃদ্ধদের জন্য এই বিষ বিপজ্জনক হতে পারে।
বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার...
৬ দিন আগেউত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে
৭ দিন আগেথাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় চনবুরি প্রদেশে গত সোমবার (৬ অক্টোবর) শুরু হয়েছে ঐতিহ্যবাহী জল-মহিষ উৎসব। শতাধিক বছরের পুরোনো এই উৎসবের লক্ষ্য হলো—মহিষদের সম্মান জানানো ও কৃষিক্ষেত্রে তাঁদের বিলুপ্তি রোধ করা। যন্ত্রচালিত কৃষিকাজে ট্রাক্টরের ব্যবহার বেড়ে যাওয়ায় দেশটিতে বর্তমানে মহিষের অবদান অনেকটাই কমে...
৯ দিন আগেভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলায় এক স্বামীর অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ নামের ওই ব্যক্তি দাবি করেছেন, তাঁর স্ত্রী নাসিমুন প্রতিরাতে সাপের রূপ ধারণ করে এবং তাঁকে কামড়ানোর চেষ্টা করে। অদ্ভুত এই অভিযোগে রীতিমতো হতবাক স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ...
১০ দিন আগে