Ajker Patrika

মদ্যপ চালকের কাণ্ড: পুলিশ দেখে কুকুরের সঙ্গে আসন বদলানোর চেষ্টা

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ মে ২০২৩, ১৬: ৩৪
মদ্যপ চালকের কাণ্ড: পুলিশ দেখে কুকুরের সঙ্গে আসন বদলানোর চেষ্টা

অতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এক যুবককে থামতে বলে পুলিশ। তবে গ্রেপ্তার এড়াতে ওই যুবক চালকের আসনে নিজের কুকুরকে বসিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে অবশ্য গ্রেপ্তার হন ওই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন অদ্ভুত ঘটনার কথা জানিয়েছে কলোরাডো পুলিশ। 

পুলিশ জানিয়েছে, নির্ধারিত সীমার অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন এক যুবক। গাড়িটি থামিয়ে কাছে যাওয়ার পর দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা দেখতে পান, ওই যুবক চালকের আসন থেকে সরে গিয়ে সেখানে পোষ্য কুকুরকে বসাচ্ছেন। মূলত চালক তাঁর কুকুরের সঙ্গে আসন পরিবর্তন করার চেষ্টা করেন। এ সময় পুলিশ কর্মকর্তা গাড়ির কাছে যান এবং পুরো বিষয়টি দেখেন। 

কলোরাডো পুলিশ আরও জানিয়েছে, ধরা পড়ার পরও ওই যুবক দাবি করেন, গাড়িটি তিনি চালাচ্ছিলেন না। যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, মদ পান করেছেন কি না? তখন তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পালিয়ে কিছু দূর যাওয়ার পর ওই যুবককে ধরতে সক্ষম হন পুলিশ কর্মকর্তা। 

পরবর্তী সময় ওই যুবকের বিরুদ্ধে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, গ্রেপ্তারে বাধা এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়। কারাগারে পাঠানোর আগে তাঁকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। আর কুকুরটিকে অপর একজনের জিম্মায় দেওয়া হয়েছে। মালিকের কারাদণ্ডের মেয়াদ শেষ হলে কুকুরটিকে আবার তাঁর কাছে ফিরিয়ে দেওয়া হবে। 

কলোরাডো পুলিশ বিষয়টি নিয়ে মজা করে বলেছে, ‘কুকুরটির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। তাকে শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

প্রশাসনের লোক পরিচয়ে আ.লীগ নেতাকে গ্রেপ্তারে বাধা, পরে আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত