ধরেন লটারির একটি টিকিট কিনেছেন আপনি। তারপর বেমালুম ভুলে গেলেন ওটার কথা। হঠাৎ একদিন অন্য জিনিসপত্রের মধ্যে নিতান্ত অবহেলায় পড়ে থাকা টিকিটটি পেয়ে গেলেন। তারপরই দেখলেন এই টিকিট দিয়েই লটারির প্রথম পুরস্কার জিতে গেছেন। তখন কী অবস্থা হবে বলুন তো? এমনটাই হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির ক্ষেত্রে।
নেব্রাক্সার এই লটারি বিজয়ী ভদ্রলোকের নাম লুকাস সোয়ারথউট। গাড়ির গ্লাভ কম্পার্টমেন্ট পরিষ্কার করার সময় গত বছর কেনা লটারির একটি টিকিট সেখানে আবিষ্কার করেন। আর এই টিকিটই তাঁকে এনে দেয় লটারির প্রথম পুরস্কার একটি ঝাঁ চকচকে ট্রাক।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে।
নর্থ প্ল্যাটের লুকাস সোয়ারথউট নেব্রাস্কা লটারির কর্মকর্তাদের জানান, তিনি গত শরতের শুরুতে নর্থ প্ল্যাটের সাউথ জেফার্স স্ট্রিটের কুইক স্টপ থেকে ট্রাক$ অ্যান্ড বাক$ এর স্ক্র্যাচ-অফ টিকিট কেনেন। পরে এটি তাঁর গাড়ির গ্লাভ কম্পার্টমেন্টে রেখেছিলেন। তারপর এই ফেব্রুয়ারির গোড়ার দিক পর্যন্ত এটির কথা একবারের জন্যও মনে পড়েনি তাঁর।
‘আমি আমার গ্লাভ বক্সটি পরিষ্কার করছিলাম,’ সোয়ারথউট বলেন, ‘এ সময় অন্য গাড়িতে একটি ভিআইএন নম্বর খুঁজছিলাম। তখনই টিকিটটি খুঁজে পাই।’
সোয়ারথউট টিকিট স্ক্র্যাচ করে আবিষ্কার করলেন যে তিনি প্রথম পুরস্কার জিতেছেন। এটি একটি ২০২৩ মডেলের ফোর্ড এফ-৫০০ এক্সএলটি ৪ × ৪ ট্রাক।
তিনি জানান, পুরস্কারের ট্রাকটি রাখবেন কি না এটা নিয়ে একটু দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন। তারপরই জানলেন লটারি কর্তৃপক্ষ গাড়ির কর এবং রেজিস্ট্রেশন খরচটিও বহন করে।
‘এটি পুরস্কারটিকে আরও লোভনীয় করে তুলে।’ বলেন সোয়ারথউট, ‘যখন আপনি জানবেন যে এটির জন্য আপনাকে অর্থ খরচ করতে হবে না।’
ধরেন লটারির একটি টিকিট কিনেছেন আপনি। তারপর বেমালুম ভুলে গেলেন ওটার কথা। হঠাৎ একদিন অন্য জিনিসপত্রের মধ্যে নিতান্ত অবহেলায় পড়ে থাকা টিকিটটি পেয়ে গেলেন। তারপরই দেখলেন এই টিকিট দিয়েই লটারির প্রথম পুরস্কার জিতে গেছেন। তখন কী অবস্থা হবে বলুন তো? এমনটাই হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির ক্ষেত্রে।
নেব্রাক্সার এই লটারি বিজয়ী ভদ্রলোকের নাম লুকাস সোয়ারথউট। গাড়ির গ্লাভ কম্পার্টমেন্ট পরিষ্কার করার সময় গত বছর কেনা লটারির একটি টিকিট সেখানে আবিষ্কার করেন। আর এই টিকিটই তাঁকে এনে দেয় লটারির প্রথম পুরস্কার একটি ঝাঁ চকচকে ট্রাক।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে।
নর্থ প্ল্যাটের লুকাস সোয়ারথউট নেব্রাস্কা লটারির কর্মকর্তাদের জানান, তিনি গত শরতের শুরুতে নর্থ প্ল্যাটের সাউথ জেফার্স স্ট্রিটের কুইক স্টপ থেকে ট্রাক$ অ্যান্ড বাক$ এর স্ক্র্যাচ-অফ টিকিট কেনেন। পরে এটি তাঁর গাড়ির গ্লাভ কম্পার্টমেন্টে রেখেছিলেন। তারপর এই ফেব্রুয়ারির গোড়ার দিক পর্যন্ত এটির কথা একবারের জন্যও মনে পড়েনি তাঁর।
‘আমি আমার গ্লাভ বক্সটি পরিষ্কার করছিলাম,’ সোয়ারথউট বলেন, ‘এ সময় অন্য গাড়িতে একটি ভিআইএন নম্বর খুঁজছিলাম। তখনই টিকিটটি খুঁজে পাই।’
সোয়ারথউট টিকিট স্ক্র্যাচ করে আবিষ্কার করলেন যে তিনি প্রথম পুরস্কার জিতেছেন। এটি একটি ২০২৩ মডেলের ফোর্ড এফ-৫০০ এক্সএলটি ৪ × ৪ ট্রাক।
তিনি জানান, পুরস্কারের ট্রাকটি রাখবেন কি না এটা নিয়ে একটু দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন। তারপরই জানলেন লটারি কর্তৃপক্ষ গাড়ির কর এবং রেজিস্ট্রেশন খরচটিও বহন করে।
‘এটি পুরস্কারটিকে আরও লোভনীয় করে তুলে।’ বলেন সোয়ারথউট, ‘যখন আপনি জানবেন যে এটির জন্য আপনাকে অর্থ খরচ করতে হবে না।’
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৩ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৫ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৫ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫