ল-র-ব-য-হ ডেস্ক
একেক মানুষের একেক রকমের শখ থাকে। কারও শখ অনেকটা স্বাভাবিক, আবার অনেকের শখকে মনে হয় অস্বাভাবিক। তবে নিজেকে কোনো প্রাণীর মতো দেখাতে চাওয়ার শখও মানুষের থাকতে পারে? হ্যাঁ, পারে। এমন একজনকে পাওয়া গেছে যিনি চান তাঁকে প্রাণীর মতো দেখাক। তাঁর প্রিয় প্রাণী কুকুরের মতো দেখাক তাঁকে। আর এ জন্য তিনি প্রায় ১৪ লাখ টাকাও খরচ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানি ওই নাগরিক তাঁর @toco_eevee নামের টুইটার অ্যাকাউন্টে কুকুর কস্টিউম পরা অবস্থায় নিজের ছবি শেয়ার করেছেন। বাইরে থেকে দেখতে তাঁকে কোনোভাবেই মানুষ বলে আলাদা করার উপায় নেই।
তবে, তাঁর এই কুকুরের মতো দেখতে কস্টিউম বানানোর জন্য খরচ করতে হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৬০ হাজার টাকারও বেশি। যা জাপানি মুদ্রায় প্রায় ২০ লাখ ইয়েন। লেগেছে ৪০ দিনেরও বেশি সময়। আর এ কাজে তাঁকে সাহায্য করেছে জিপেট (Zeppet) নামে একটি প্রফেশনাল প্রতিষ্ঠান। জিপেট ওই জাপানি নাগরিককে স্কটিশ কুকুরের জাত ‘কোলি’র মতো কস্টিউম তৈরি করে দিয়েছেন।
কেন নিজের জন্য এমন কুকুরে কস্টিউম তৈরি করালেন এমন এক প্রশ্নের জবাবে টোকো স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি কোলিকে বেছে নিয়েছি কারণ আমি যখন কস্টিউমটি গায়ে দেই তখন আমাকে ঠিক কোলির মতোই দেখায়। আমি ভেবেছিলাম, আমার কস্টিউমের আকারে জন্য একটি বড় আকারে প্রাণী ভালো হবে বলে আমি বিবেচনা করেছিলাম। এবং কোলি এ ক্ষেত্রে একটি বাস্তবসম্মত মডেল হবে বিবেচনা করেই করে আমি এই সিদ্ধান্ত নিয়েছে।’
একেক মানুষের একেক রকমের শখ থাকে। কারও শখ অনেকটা স্বাভাবিক, আবার অনেকের শখকে মনে হয় অস্বাভাবিক। তবে নিজেকে কোনো প্রাণীর মতো দেখাতে চাওয়ার শখও মানুষের থাকতে পারে? হ্যাঁ, পারে। এমন একজনকে পাওয়া গেছে যিনি চান তাঁকে প্রাণীর মতো দেখাক। তাঁর প্রিয় প্রাণী কুকুরের মতো দেখাক তাঁকে। আর এ জন্য তিনি প্রায় ১৪ লাখ টাকাও খরচ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানি ওই নাগরিক তাঁর @toco_eevee নামের টুইটার অ্যাকাউন্টে কুকুর কস্টিউম পরা অবস্থায় নিজের ছবি শেয়ার করেছেন। বাইরে থেকে দেখতে তাঁকে কোনোভাবেই মানুষ বলে আলাদা করার উপায় নেই।
তবে, তাঁর এই কুকুরের মতো দেখতে কস্টিউম বানানোর জন্য খরচ করতে হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৬০ হাজার টাকারও বেশি। যা জাপানি মুদ্রায় প্রায় ২০ লাখ ইয়েন। লেগেছে ৪০ দিনেরও বেশি সময়। আর এ কাজে তাঁকে সাহায্য করেছে জিপেট (Zeppet) নামে একটি প্রফেশনাল প্রতিষ্ঠান। জিপেট ওই জাপানি নাগরিককে স্কটিশ কুকুরের জাত ‘কোলি’র মতো কস্টিউম তৈরি করে দিয়েছেন।
কেন নিজের জন্য এমন কুকুরে কস্টিউম তৈরি করালেন এমন এক প্রশ্নের জবাবে টোকো স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি কোলিকে বেছে নিয়েছি কারণ আমি যখন কস্টিউমটি গায়ে দেই তখন আমাকে ঠিক কোলির মতোই দেখায়। আমি ভেবেছিলাম, আমার কস্টিউমের আকারে জন্য একটি বড় আকারে প্রাণী ভালো হবে বলে আমি বিবেচনা করেছিলাম। এবং কোলি এ ক্ষেত্রে একটি বাস্তবসম্মত মডেল হবে বিবেচনা করেই করে আমি এই সিদ্ধান্ত নিয়েছে।’
চলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
৩ দিন আগেঅনেক ব্যস্ত মানুষের জন্য বিছানায় শুয়ে ১০ দিন নেটফ্লিক্স দেখার ধারণাটি খুবই আকর্ষণীয় হতে পারে। তবে, এখন শুয়ে থেকেই ৪ হাজার ১০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৪৪ হাজার ৬৬৪ টাকা) উপার্জন করা সম্ভব। এ জন্য একটি গবেষণায় জন্য অংশগ্রহণকারী হিসেবে অংশগ্রহণ করতে হবে।
৪ দিন আগেদাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
৭ দিন আগেনেই অফিসে যাওয়ার ঝক্কি। তবে, আছে অফিসের কাজ। বর্তমানে বেশ জনপ্রিয় একটি ধারণা এই ‘হোম অফিস’। যুক্তরাষ্ট্রে আজ ‘অর্গানাইজ ইওর হোম অফিস ডে’, অর্থাৎ নিজের কাজের জায়গা ও পরিবেশকে সুশৃঙ্খল করার দিন এটি।
৮ দিন আগে