বাসের মধ্যে উপচে পড়া ভিড়, জায়গা না পেয়ে দাঁড়িয়ে ছিলেন বেশির ভাগ যাত্রী। এর মধ্যেই বাসের দুই আসনজুড়ে বেশ আরামে ঘুমাচ্ছিল এক কুকুর। যাত্রীরা এতটুকু বিরক্ত না হয়ে সেই দৃশ্য উপভোগ করছিলেন। গত বুধবার এমন ভিডিও ছড়িয়ে পড়েছে টুইটারে, যেটি ৫০ হাজারবার দেখা হয়েছে এবং তাতে প্রায় সাড়ে ৩ হাজার ‘লাইক’ মিলেছে।
স্টেফানো এস ম্যাগি নামের এক ব্যবহারকারী ১৫ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে শিরোনামে লিখেছেন, ‘যদিও বাসটিতে ভিড় ছিল অনেক বেশি, তবু কেউ কুকুরটির শান্তি নষ্ট করে তাকে ঘুম থেকে তোলেনি।’ এ জন্য বাসযাত্রীরা ‘নেটিজেনদের’ প্রচুর বাহবা কুড়িয়েছেন।
এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেন, ‘কুকুরটিকে শান্তিতে ঘুমাতে দিন, জগতের প্রত্যেকটি ঘুমন্ত প্রাণীকে শান্তিতে ঘুমাতে দিন’। আরেকজন বলেন, ‘ভয়াবহতার এই যুগে এসব দেখলে মানবতার প্রতি বিশ্বাস ফিরে আসে’।
আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘যারা কুকুরটিকে বিরক্ত না করে তাকে জায়গা ছেড়ে দিয়েছেন, তাদের স্যালুট জানাই’।
ইন্টারনেটে পশুপাখিদের নিয়ে এমন সুন্দর ভিডিওর অভাব নেই। এর আগে ইনস্টাগ্রামে এক ভিডিও ছড়িয়েছিল, যেখানে কুকুরকে তার প্রভু গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছিলেন।
বাসের মধ্যে উপচে পড়া ভিড়, জায়গা না পেয়ে দাঁড়িয়ে ছিলেন বেশির ভাগ যাত্রী। এর মধ্যেই বাসের দুই আসনজুড়ে বেশ আরামে ঘুমাচ্ছিল এক কুকুর। যাত্রীরা এতটুকু বিরক্ত না হয়ে সেই দৃশ্য উপভোগ করছিলেন। গত বুধবার এমন ভিডিও ছড়িয়ে পড়েছে টুইটারে, যেটি ৫০ হাজারবার দেখা হয়েছে এবং তাতে প্রায় সাড়ে ৩ হাজার ‘লাইক’ মিলেছে।
স্টেফানো এস ম্যাগি নামের এক ব্যবহারকারী ১৫ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে শিরোনামে লিখেছেন, ‘যদিও বাসটিতে ভিড় ছিল অনেক বেশি, তবু কেউ কুকুরটির শান্তি নষ্ট করে তাকে ঘুম থেকে তোলেনি।’ এ জন্য বাসযাত্রীরা ‘নেটিজেনদের’ প্রচুর বাহবা কুড়িয়েছেন।
এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেন, ‘কুকুরটিকে শান্তিতে ঘুমাতে দিন, জগতের প্রত্যেকটি ঘুমন্ত প্রাণীকে শান্তিতে ঘুমাতে দিন’। আরেকজন বলেন, ‘ভয়াবহতার এই যুগে এসব দেখলে মানবতার প্রতি বিশ্বাস ফিরে আসে’।
আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘যারা কুকুরটিকে বিরক্ত না করে তাকে জায়গা ছেড়ে দিয়েছেন, তাদের স্যালুট জানাই’।
ইন্টারনেটে পশুপাখিদের নিয়ে এমন সুন্দর ভিডিওর অভাব নেই। এর আগে ইনস্টাগ্রামে এক ভিডিও ছড়িয়েছিল, যেখানে কুকুরকে তার প্রভু গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছিলেন।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
২৩ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
২৫ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৬ এপ্রিল ২০২৫গত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৪ এপ্রিল ২০২৫