অনলাইন ডেস্ক
বাসের মধ্যে উপচে পড়া ভিড়, জায়গা না পেয়ে দাঁড়িয়ে ছিলেন বেশির ভাগ যাত্রী। এর মধ্যেই বাসের দুই আসনজুড়ে বেশ আরামে ঘুমাচ্ছিল এক কুকুর। যাত্রীরা এতটুকু বিরক্ত না হয়ে সেই দৃশ্য উপভোগ করছিলেন। গত বুধবার এমন ভিডিও ছড়িয়ে পড়েছে টুইটারে, যেটি ৫০ হাজারবার দেখা হয়েছে এবং তাতে প্রায় সাড়ে ৩ হাজার ‘লাইক’ মিলেছে।
স্টেফানো এস ম্যাগি নামের এক ব্যবহারকারী ১৫ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে শিরোনামে লিখেছেন, ‘যদিও বাসটিতে ভিড় ছিল অনেক বেশি, তবু কেউ কুকুরটির শান্তি নষ্ট করে তাকে ঘুম থেকে তোলেনি।’ এ জন্য বাসযাত্রীরা ‘নেটিজেনদের’ প্রচুর বাহবা কুড়িয়েছেন।
এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেন, ‘কুকুরটিকে শান্তিতে ঘুমাতে দিন, জগতের প্রত্যেকটি ঘুমন্ত প্রাণীকে শান্তিতে ঘুমাতে দিন’। আরেকজন বলেন, ‘ভয়াবহতার এই যুগে এসব দেখলে মানবতার প্রতি বিশ্বাস ফিরে আসে’।
আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘যারা কুকুরটিকে বিরক্ত না করে তাকে জায়গা ছেড়ে দিয়েছেন, তাদের স্যালুট জানাই’।
ইন্টারনেটে পশুপাখিদের নিয়ে এমন সুন্দর ভিডিওর অভাব নেই। এর আগে ইনস্টাগ্রামে এক ভিডিও ছড়িয়েছিল, যেখানে কুকুরকে তার প্রভু গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছিলেন।
বাসের মধ্যে উপচে পড়া ভিড়, জায়গা না পেয়ে দাঁড়িয়ে ছিলেন বেশির ভাগ যাত্রী। এর মধ্যেই বাসের দুই আসনজুড়ে বেশ আরামে ঘুমাচ্ছিল এক কুকুর। যাত্রীরা এতটুকু বিরক্ত না হয়ে সেই দৃশ্য উপভোগ করছিলেন। গত বুধবার এমন ভিডিও ছড়িয়ে পড়েছে টুইটারে, যেটি ৫০ হাজারবার দেখা হয়েছে এবং তাতে প্রায় সাড়ে ৩ হাজার ‘লাইক’ মিলেছে।
স্টেফানো এস ম্যাগি নামের এক ব্যবহারকারী ১৫ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে শিরোনামে লিখেছেন, ‘যদিও বাসটিতে ভিড় ছিল অনেক বেশি, তবু কেউ কুকুরটির শান্তি নষ্ট করে তাকে ঘুম থেকে তোলেনি।’ এ জন্য বাসযাত্রীরা ‘নেটিজেনদের’ প্রচুর বাহবা কুড়িয়েছেন।
এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেন, ‘কুকুরটিকে শান্তিতে ঘুমাতে দিন, জগতের প্রত্যেকটি ঘুমন্ত প্রাণীকে শান্তিতে ঘুমাতে দিন’। আরেকজন বলেন, ‘ভয়াবহতার এই যুগে এসব দেখলে মানবতার প্রতি বিশ্বাস ফিরে আসে’।
আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘যারা কুকুরটিকে বিরক্ত না করে তাকে জায়গা ছেড়ে দিয়েছেন, তাদের স্যালুট জানাই’।
ইন্টারনেটে পশুপাখিদের নিয়ে এমন সুন্দর ভিডিওর অভাব নেই। এর আগে ইনস্টাগ্রামে এক ভিডিও ছড়িয়েছিল, যেখানে কুকুরকে তার প্রভু গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছিলেন।
চলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
৩ দিন আগেঅনেক ব্যস্ত মানুষের জন্য বিছানায় শুয়ে ১০ দিন নেটফ্লিক্স দেখার ধারণাটি খুবই আকর্ষণীয় হতে পারে। তবে, এখন শুয়ে থেকেই ৪ হাজার ১০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৪৪ হাজার ৬৬৪ টাকা) উপার্জন করা সম্ভব। এ জন্য একটি গবেষণায় জন্য অংশগ্রহণকারী হিসেবে অংশগ্রহণ করতে হবে।
৩ দিন আগেদাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
৭ দিন আগেনেই অফিসে যাওয়ার ঝক্কি। তবে, আছে অফিসের কাজ। বর্তমানে বেশ জনপ্রিয় একটি ধারণা এই ‘হোম অফিস’। যুক্তরাষ্ট্রে আজ ‘অর্গানাইজ ইওর হোম অফিস ডে’, অর্থাৎ নিজের কাজের জায়গা ও পরিবেশকে সুশৃঙ্খল করার দিন এটি।
৮ দিন আগে