ইংল্যান্ড, পাকিস্তানের পর আফগানদের শিকার লঙ্কান সিংহ
জিততে হলে কীভাবে রান তাড়া করতে হবে, সেই সমীকরণটা লেখা ছিল আফগান ড্রেসিংরুম থেকে মাঠে যাওয়ার পথে একটি বোর্ডে। ১০ ওভারে ৫০, ২০ ওভারে ১০০; এভাবে ৪৮ ওভারে ম্যাচ জেতার সমীকরণ সাজিয়ে রেখেছিলেন আফগান কোচরা। এক মাস আগে হিসাবের গড় মিলে যে ভুল হয়েছিল, এবারও যেন সেই ভুল না হয়, তাই একটু বাড়তি সতর্কতা আফগানদের।