ক্রীড়া ডেস্ক
জিততে হলে কীভাবে রান তাড়া করতে হবে, সেই সমীকরণ লেখা ছিল আফগান ড্রেসিংরুম থেকে মাঠে যাওয়ার পথে একটি বোর্ডে। ১০ ওভারে ৫০, ২০ ওভারে ১০০; এভাবে ৪৮ ওভারে ম্যাচ জেতার সমীকরণ সাজিয়ে রেখেছিলেন আফগান কোচরা। এক মাস আগে হিসাবের গরমিলে যে ভুল হয়েছিল, এবারও যেন সেই ভুল না হয়, তাই একটু বাড়তি সতর্কতা আফগানদের।
গত মাসে এশিয়া কাপে স্মরণীয় এক লড়াই উপহার দিয়েছিল শ্রীলঙ্কা-আফগানিস্তান। সমীকরণের জটিল মারপ্যাঁচ না বুঝে সুপার ফোরে ওঠা হয়নি আফগানদের, হাস্যকরভাবে হেরেছিল ম্যাচটাও। মাত্রই কিছুদিন আগের সেই জমজমাট ম্যাচটার অভিজ্ঞতা জ্বলজ্বলে থাকায় মনে হচ্ছিল, বিশ্বকাপে শ্রীলঙ্কা-আফগানিস্তান লড়াইটা বেশ জমজমাটই হবে।
কিন্তু কিসের কি! জমজমাট লড়াইয়ের বদলে আফগানিস্তানের দাপুটে ব্যাটিংয়ে কোণঠাসা শ্রীলঙ্কার বোলিং। তিনটি ৫০ পেরোনো জুটিতে আফগানিস্তানকে বিশ্বকাপে তৃতীয় জয় এল আফগানিস্তানের। ইংল্যান্ড, পাকিস্তানের পর আফগানদের শিকার ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা। বোর্ডে লেখা সমীকরণ মেনে ৪৮ ওভারের আগেই জিতেছে দলটা। ২৮ বল হাতে রেখেই পুনেতে লঙ্কানদের ৭ উইকেটে হারিয়েছে বিশ্বকাপে একের পর এক চমক উপহার দেওয়া দলটা।
চমক শুধু জয়ে নয়, আফগানিস্তান চমকে দেখিয়েছে পয়েন্ট টেবিলেও। ছয় ম্যাচে ৬ পয়েন্টে পাকিস্তান, শ্রীলঙ্কাকে টপকে পাঁচে উঠে এসেছে হাশমতউল্লাহ শহিদির দল। আফগানরা পরের ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। শেষ দুই ম্যাচ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শেষ তিন ম্যাচের দুটিতে জিতলে সেমিফাইনালেও খেলতে পারে আগের বিশ্বকাপে মাত্র একটিতে জয় পাওয়া আফগানিস্তান।
২৪২ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করেন দিলশান মাদুশাঙ্কা। চ্যালেঞ্জ জানিয়ে রেখেছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের। আফগান ব্যাটাররা উল্টো চ্যালেঞ্জে ফেলে দিলেন লঙ্কান বোলারদের। রহমানউল্লাহ ছাড়া সবাই রান পেলেন। রান তোলায় তাড়াহুড়ো করেননি আবার কাঁধে চেপেও বসতে দেননি রানের চাপ।
দ্বিতীয় উইকেট জুটি থেকে শ্রীলঙ্কার চাপ ঢিলে করে দিলেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। ৭৩ রানের এই জুটি ভাঙেন সেই মাদুশাঙ্কা। ৩৯ রানে ফিরলেন ইব্রাহিম জাদরান। তৃতীয় উইকেট জুটিতে হাশমতউল্লাহ ৫৮ রান তোলেন রহমত শাহ। কাসুন রাজিথার বলে ফেরার আগে করে গেছেন ৭৪ বলে ৬২। আজমতউল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথ দেখাচ্ছিলেন হাশমতউল্লাহ।
তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১১১ রানের জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ। ৭৪ বলে খেলেছেন অপরাজিত ৫৮ রানের ইনিংস। তবে বড় চমক দেখিয়েছেন আজমতউল্লাহ। এই বিশ্বকাপেই লোয়ার অর্ডার থেকে পাঁচে উঠে আসা ব্যাটার ৬৩ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন আজমতউল্লাহ। ৩ ছক্কার সঙ্গে ৬ চারের মার তাঁর ব্যাটে।
প্রথমে বোলিং করা আফগানিস্তানকে জয়ের পথটা সহজ করে দিয়েছেন ম্যাচসেরা ফজলহক ফারুকি। আগের ম্যাচে একাদশের বাইরে ছিলেন এই পেসার। একাদশে জায়গা পেয়েই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিলেন আফগান পেসার। ক্যারিয়ার সেরা বোলিং করে ৩৪ রানে নিলেন ৪ উইকেট। আগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চনমনে শ্রীলঙ্কা অলআউট হলো ২৪১ রানে। ওপেনার পাথুম নিশাঙ্কার ৪৬, কুশল মেন্ডিসের ৩৯ ও সাদিরা সামারাবিক্রমার ৩৬ রানের পর আর ইনিংস বড় করতে পারেননি লঙ্কান অন্য ব্যাটাররা।
জিততে হলে কীভাবে রান তাড়া করতে হবে, সেই সমীকরণ লেখা ছিল আফগান ড্রেসিংরুম থেকে মাঠে যাওয়ার পথে একটি বোর্ডে। ১০ ওভারে ৫০, ২০ ওভারে ১০০; এভাবে ৪৮ ওভারে ম্যাচ জেতার সমীকরণ সাজিয়ে রেখেছিলেন আফগান কোচরা। এক মাস আগে হিসাবের গরমিলে যে ভুল হয়েছিল, এবারও যেন সেই ভুল না হয়, তাই একটু বাড়তি সতর্কতা আফগানদের।
গত মাসে এশিয়া কাপে স্মরণীয় এক লড়াই উপহার দিয়েছিল শ্রীলঙ্কা-আফগানিস্তান। সমীকরণের জটিল মারপ্যাঁচ না বুঝে সুপার ফোরে ওঠা হয়নি আফগানদের, হাস্যকরভাবে হেরেছিল ম্যাচটাও। মাত্রই কিছুদিন আগের সেই জমজমাট ম্যাচটার অভিজ্ঞতা জ্বলজ্বলে থাকায় মনে হচ্ছিল, বিশ্বকাপে শ্রীলঙ্কা-আফগানিস্তান লড়াইটা বেশ জমজমাটই হবে।
কিন্তু কিসের কি! জমজমাট লড়াইয়ের বদলে আফগানিস্তানের দাপুটে ব্যাটিংয়ে কোণঠাসা শ্রীলঙ্কার বোলিং। তিনটি ৫০ পেরোনো জুটিতে আফগানিস্তানকে বিশ্বকাপে তৃতীয় জয় এল আফগানিস্তানের। ইংল্যান্ড, পাকিস্তানের পর আফগানদের শিকার ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা। বোর্ডে লেখা সমীকরণ মেনে ৪৮ ওভারের আগেই জিতেছে দলটা। ২৮ বল হাতে রেখেই পুনেতে লঙ্কানদের ৭ উইকেটে হারিয়েছে বিশ্বকাপে একের পর এক চমক উপহার দেওয়া দলটা।
চমক শুধু জয়ে নয়, আফগানিস্তান চমকে দেখিয়েছে পয়েন্ট টেবিলেও। ছয় ম্যাচে ৬ পয়েন্টে পাকিস্তান, শ্রীলঙ্কাকে টপকে পাঁচে উঠে এসেছে হাশমতউল্লাহ শহিদির দল। আফগানরা পরের ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। শেষ দুই ম্যাচ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শেষ তিন ম্যাচের দুটিতে জিতলে সেমিফাইনালেও খেলতে পারে আগের বিশ্বকাপে মাত্র একটিতে জয় পাওয়া আফগানিস্তান।
২৪২ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করেন দিলশান মাদুশাঙ্কা। চ্যালেঞ্জ জানিয়ে রেখেছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের। আফগান ব্যাটাররা উল্টো চ্যালেঞ্জে ফেলে দিলেন লঙ্কান বোলারদের। রহমানউল্লাহ ছাড়া সবাই রান পেলেন। রান তোলায় তাড়াহুড়ো করেননি আবার কাঁধে চেপেও বসতে দেননি রানের চাপ।
দ্বিতীয় উইকেট জুটি থেকে শ্রীলঙ্কার চাপ ঢিলে করে দিলেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। ৭৩ রানের এই জুটি ভাঙেন সেই মাদুশাঙ্কা। ৩৯ রানে ফিরলেন ইব্রাহিম জাদরান। তৃতীয় উইকেট জুটিতে হাশমতউল্লাহ ৫৮ রান তোলেন রহমত শাহ। কাসুন রাজিথার বলে ফেরার আগে করে গেছেন ৭৪ বলে ৬২। আজমতউল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথ দেখাচ্ছিলেন হাশমতউল্লাহ।
তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১১১ রানের জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ। ৭৪ বলে খেলেছেন অপরাজিত ৫৮ রানের ইনিংস। তবে বড় চমক দেখিয়েছেন আজমতউল্লাহ। এই বিশ্বকাপেই লোয়ার অর্ডার থেকে পাঁচে উঠে আসা ব্যাটার ৬৩ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন আজমতউল্লাহ। ৩ ছক্কার সঙ্গে ৬ চারের মার তাঁর ব্যাটে।
প্রথমে বোলিং করা আফগানিস্তানকে জয়ের পথটা সহজ করে দিয়েছেন ম্যাচসেরা ফজলহক ফারুকি। আগের ম্যাচে একাদশের বাইরে ছিলেন এই পেসার। একাদশে জায়গা পেয়েই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিলেন আফগান পেসার। ক্যারিয়ার সেরা বোলিং করে ৩৪ রানে নিলেন ৪ উইকেট। আগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চনমনে শ্রীলঙ্কা অলআউট হলো ২৪১ রানে। ওপেনার পাথুম নিশাঙ্কার ৪৬, কুশল মেন্ডিসের ৩৯ ও সাদিরা সামারাবিক্রমার ৩৬ রানের পর আর ইনিংস বড় করতে পারেননি লঙ্কান অন্য ব্যাটাররা।
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
২ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
১৩ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
৩৯ মিনিট আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগে