ক্রীড়া ডেস্ক
চমকের পর চমক ২০২৩ বিশ্বকাপে দেখিয়ে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট দল। ২০১৫ ও ২০১৯-নিজেদের প্রথম দুই বিশ্বকাপে মাত্র ১ ম্যাচ জেতা আফগানরা এরই মধ্যে এবারের বিশ্বকাপে জিতেছে ৩ ম্যাচ। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা-তিন বিশ্বকাপজয়ী দলকে এবার হেসেখেলে হারিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গতকাল আফগানিস্তানকে ২৪২ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে ইনিংসের চতুর্থ বলে ০ রানেই প্রথম উইকেট হারায় আফগানরা। তবু হাশমাতুল্লাহ শাহিদীর দল মোটেও বিচলিত হয়নি। ১০ ওভারে ৫০,২০ ওভারে ১০০; এভাবে ৪৮ ওভারে ম্যাচ জেতার সমীকরণ সাজিয়ে রেখেছিলেন আফগান কোচরা। সেই পরিকল্পনা অনুযায়ী এগোতে থাকে আফগানরা। প্রথম ১০ ওভারে আফগানরা করেছিল ১ উইকেটে ৫০ রান। পরের ১০ ওভারে রানের চাকা কিছুটা ধীর গতির হয়ে আফগানদের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৮৭ রান। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছে তারা। দ্বিতীয় উইকেটে রহমত শাহ-ইবরাহিম জাদরানের ৯৭ বলে ৯১ রানের জুটি ও তৃতীয় উইকেটে শাহিদী-রহমত শাহের ৬৭ বলে ৫৮ রানের জুটি-এই দুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে নেয় আফগানরা। যেখানে আজমতউল্লাহ ওমরজাই-শাহিদীর ১০৪ বলে ১১১ রানের অবিচ্ছেদ্য জুটিতেই আফগানিস্তান ২৮ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে ফেলে।
শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়ার অনুপ্রেরণা পাকিস্তানকে হারানোর পর পেয়েছেন বলে জানিয়েছেন আফগানিস্তান অধিনায়ক শাহিদী। গত ২৩ অক্টোবর চেন্নাইতে পাকিস্তানের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য ৬ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে যায় আফগানরা। পাকিস্তান ম্যাচেও সাবলীল ব্যাটিং করেছেন আফগানিস্তানের ব্যাটাররা। লঙ্কানদের হারানোর পর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল আফগান অধিনায়ক বলেন, ‘যেভাবে আমরা তিন ডিপার্টমেন্টে পারফর্ম করেছি, তাতে সত্যিই খুব খুশি ও দলকে নিয়ে গর্বিত। পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করা আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে। যেকোনো রান তাড়া করার বিশ্বাস আমাদের ভেতর ছিল। বোলিংয়ে দারুণ করেছি। রান তাড়া করা সত্যিই বেশ পেশাদার ছিল।’
এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন শাহিদী। ৬ ম্যাচে ৫৬.৫০ গড় ও ৭২.৯০ স্ট্রাইক রেটে করেছেন ২২৬ রান। যার মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কা-দুটো দলের বিপক্ষেই আফগানিস্তানকে জিতিয়ে মাঠ ছেড়েছেন শাহিদী। পাকিস্তানের বিপক্ষে ফিফটি না পেলেও গতকাল লঙ্কানদের বিপক্ষে ৭৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন শাহিদী। পরের ম্যাচগুলোতে ধারাবাহিক পারফর্ম করার আশার কথা শুনিয়ে আফগান অধিনায়ক বলেন, ‘কোচরা সবসময়ই ইতিবাচক। বিশ্বকাপের আগে থেকেই আমরা কঠোর পরিশ্রম করেছি। এখনো কোচ ও ম্যানেজমেন্ট কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ও আমাদের আত্মবিশ্বাস দিচ্ছেন। পাকিস্তান ম্যাচের আগে কোচের কথা আমার চিন্তাভাবনা পরিবর্তন করেছে। অধিনায়ক হিসেবে আমার সেরাটা দিচ্ছি। খেলা শেষ করে আসতে পেরে বেশ খুশি। পরের ম্যাচগুলোতেও চেষ্টা করব ধারাবাহিক পারফর্ম করার।’
চমকের পর চমক ২০২৩ বিশ্বকাপে দেখিয়ে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট দল। ২০১৫ ও ২০১৯-নিজেদের প্রথম দুই বিশ্বকাপে মাত্র ১ ম্যাচ জেতা আফগানরা এরই মধ্যে এবারের বিশ্বকাপে জিতেছে ৩ ম্যাচ। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা-তিন বিশ্বকাপজয়ী দলকে এবার হেসেখেলে হারিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গতকাল আফগানিস্তানকে ২৪২ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে ইনিংসের চতুর্থ বলে ০ রানেই প্রথম উইকেট হারায় আফগানরা। তবু হাশমাতুল্লাহ শাহিদীর দল মোটেও বিচলিত হয়নি। ১০ ওভারে ৫০,২০ ওভারে ১০০; এভাবে ৪৮ ওভারে ম্যাচ জেতার সমীকরণ সাজিয়ে রেখেছিলেন আফগান কোচরা। সেই পরিকল্পনা অনুযায়ী এগোতে থাকে আফগানরা। প্রথম ১০ ওভারে আফগানরা করেছিল ১ উইকেটে ৫০ রান। পরের ১০ ওভারে রানের চাকা কিছুটা ধীর গতির হয়ে আফগানদের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৮৭ রান। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছে তারা। দ্বিতীয় উইকেটে রহমত শাহ-ইবরাহিম জাদরানের ৯৭ বলে ৯১ রানের জুটি ও তৃতীয় উইকেটে শাহিদী-রহমত শাহের ৬৭ বলে ৫৮ রানের জুটি-এই দুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে নেয় আফগানরা। যেখানে আজমতউল্লাহ ওমরজাই-শাহিদীর ১০৪ বলে ১১১ রানের অবিচ্ছেদ্য জুটিতেই আফগানিস্তান ২৮ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে ফেলে।
শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়ার অনুপ্রেরণা পাকিস্তানকে হারানোর পর পেয়েছেন বলে জানিয়েছেন আফগানিস্তান অধিনায়ক শাহিদী। গত ২৩ অক্টোবর চেন্নাইতে পাকিস্তানের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য ৬ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে যায় আফগানরা। পাকিস্তান ম্যাচেও সাবলীল ব্যাটিং করেছেন আফগানিস্তানের ব্যাটাররা। লঙ্কানদের হারানোর পর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল আফগান অধিনায়ক বলেন, ‘যেভাবে আমরা তিন ডিপার্টমেন্টে পারফর্ম করেছি, তাতে সত্যিই খুব খুশি ও দলকে নিয়ে গর্বিত। পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করা আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে। যেকোনো রান তাড়া করার বিশ্বাস আমাদের ভেতর ছিল। বোলিংয়ে দারুণ করেছি। রান তাড়া করা সত্যিই বেশ পেশাদার ছিল।’
এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন শাহিদী। ৬ ম্যাচে ৫৬.৫০ গড় ও ৭২.৯০ স্ট্রাইক রেটে করেছেন ২২৬ রান। যার মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কা-দুটো দলের বিপক্ষেই আফগানিস্তানকে জিতিয়ে মাঠ ছেড়েছেন শাহিদী। পাকিস্তানের বিপক্ষে ফিফটি না পেলেও গতকাল লঙ্কানদের বিপক্ষে ৭৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন শাহিদী। পরের ম্যাচগুলোতে ধারাবাহিক পারফর্ম করার আশার কথা শুনিয়ে আফগান অধিনায়ক বলেন, ‘কোচরা সবসময়ই ইতিবাচক। বিশ্বকাপের আগে থেকেই আমরা কঠোর পরিশ্রম করেছি। এখনো কোচ ও ম্যানেজমেন্ট কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ও আমাদের আত্মবিশ্বাস দিচ্ছেন। পাকিস্তান ম্যাচের আগে কোচের কথা আমার চিন্তাভাবনা পরিবর্তন করেছে। অধিনায়ক হিসেবে আমার সেরাটা দিচ্ছি। খেলা শেষ করে আসতে পেরে বেশ খুশি। পরের ম্যাচগুলোতেও চেষ্টা করব ধারাবাহিক পারফর্ম করার।’
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই কুড়ি ওভারের সংস্করণকে বিদায় বলেন রোহিত শর্মা। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগেও গুঞ্জনে ডালপালা মেলে—ফাইনাল ম্যাচ খেলে ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিতে পারেন ভারতীয় অধিনায়ক। তবে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিতল ভারতই। কিন্তু রোহিত অবসরের...
৯ মিনিট আগে৯ মাসের ব্যবধানে দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতল ভারত। বার্বাডোজে গত বছর বিরাট কোহলি-রোহিত শর্মা জুটি জিতলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। আর দুবাইয়ে গত রাতে ভারতের এই দুই কিংবদন্তি জিতলেন চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা।
১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগে আরেকটি স্বল্প রানে গুটিয়ে যাওয়া ম্যাচ খেলল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আজ মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জের বোলিং তোপে ২৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় তরুণদের নিয়ে গড়া দলটি। লিজেন্ডস অব রূপগঞ্জের শরীফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, শেখ মেহেদি হাসান ও তানভীর ইসলামের দুর্দান্ত...
১ ঘণ্টা আগেমাঠের পারফরম্যান্স হোক বা মাঠের বাইরের ঘটনা-ব্যতিক্রম কিছু দেখলে শোয়েব আখতার চুপ করে থাকার পাত্র নন। সামাজিক মাধ্যমে সেটা নিয়ে তিনি তাঁর মন্তব্য প্রকাশ করে থাকেন। এবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কোনো প্রতিনিধি না দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ’রাওয়ালপিন্ডি এক্সপ্রস’।
২ ঘণ্টা আগে