এবারের ওয়ানডে বিশ্বকাপটা দুর্দান্ত জমেছে। ২ জয় নিয়েও কোনো দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে আবার কারও ৬ জয় পাওয়ার পরও বাদ পড়ার শঙ্কা রয়েছে। তবে টুর্নামেন্টের ১০ দলের মধ্যে শুধু বাংলাদেশ ও ইংল্যান্ডের শেষ চারে যাওয়ার সুযোগ নেই।
বাকি ৮ দলের মধ্যে আজ পুনেতে মুখোমুখি হওয়া আফগানিস্তান–শ্রীলঙ্কারও শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে। সম্ভাবনাটা কোন দলের বেশি হবে তা ম্যাচ শেষেই জানা যাবে। তার আগে অবশ্য টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।
দুই দলই বিশ্বকাপে সমান তালে এগিয়ে যাচ্ছে। ৫ ম্যাচে ২ জয় পেয়েছে। পয়েন্ট সমান ৪ হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় তালিকার ৫ নম্বরে আছে শ্রীলঙ্কা। অন্যদিকে ৭ নম্বরে আফগানিস্তান। দুই দলই শেষ ম্যাচে জয় পেয়েছে। তবে আজ সব মিলের অবসান হবে। কোনো এক দলকে যে জয় বা পরাজয় মেনে নিতে হবে। আর যারা জিতবে তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।
একাদশে আজ দুই দলই পরিবর্তন এনেছে। আফগানিস্তানের একজনের পরিবর্তে দুজন বদলি করেছে শ্রীলঙ্কা। আফগানরা স্পিনার নূর আহমেদের পরিবর্তে বাঁহাতি পেসার ফজলহক ফারুকিকে নিয়েছে। অন্যদিকে ওপেনার কুশল পেরেরার বদলি হিসেবে অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার দিমুথ করুনারত্নেকে নিয়েছে লঙ্কানরা। দিমুথের সঙ্গে একাদশে সুযোগ পেয়েছেন দুষ্মন্ত চামিরাও। তাঁকে জায়গা দিতে বাদ পড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা পেসার লাহিরু কুমারা।
আফগানিস্তানের একাদশ:
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা।
এবারের ওয়ানডে বিশ্বকাপটা দুর্দান্ত জমেছে। ২ জয় নিয়েও কোনো দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে আবার কারও ৬ জয় পাওয়ার পরও বাদ পড়ার শঙ্কা রয়েছে। তবে টুর্নামেন্টের ১০ দলের মধ্যে শুধু বাংলাদেশ ও ইংল্যান্ডের শেষ চারে যাওয়ার সুযোগ নেই।
বাকি ৮ দলের মধ্যে আজ পুনেতে মুখোমুখি হওয়া আফগানিস্তান–শ্রীলঙ্কারও শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে। সম্ভাবনাটা কোন দলের বেশি হবে তা ম্যাচ শেষেই জানা যাবে। তার আগে অবশ্য টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।
দুই দলই বিশ্বকাপে সমান তালে এগিয়ে যাচ্ছে। ৫ ম্যাচে ২ জয় পেয়েছে। পয়েন্ট সমান ৪ হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় তালিকার ৫ নম্বরে আছে শ্রীলঙ্কা। অন্যদিকে ৭ নম্বরে আফগানিস্তান। দুই দলই শেষ ম্যাচে জয় পেয়েছে। তবে আজ সব মিলের অবসান হবে। কোনো এক দলকে যে জয় বা পরাজয় মেনে নিতে হবে। আর যারা জিতবে তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।
একাদশে আজ দুই দলই পরিবর্তন এনেছে। আফগানিস্তানের একজনের পরিবর্তে দুজন বদলি করেছে শ্রীলঙ্কা। আফগানরা স্পিনার নূর আহমেদের পরিবর্তে বাঁহাতি পেসার ফজলহক ফারুকিকে নিয়েছে। অন্যদিকে ওপেনার কুশল পেরেরার বদলি হিসেবে অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার দিমুথ করুনারত্নেকে নিয়েছে লঙ্কানরা। দিমুথের সঙ্গে একাদশে সুযোগ পেয়েছেন দুষ্মন্ত চামিরাও। তাঁকে জায়গা দিতে বাদ পড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা পেসার লাহিরু কুমারা।
আফগানিস্তানের একাদশ:
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৮ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
১০ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
১০ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১১ ঘণ্টা আগে