Ajker Patrika

সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

এবারের ওয়ানডে বিশ্বকাপটা দুর্দান্ত জমেছে। ২ জয় নিয়েও কোনো দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে আবার কারও ৬ জয় পাওয়ার পরও বাদ পড়ার শঙ্কা রয়েছে। তবে টুর্নামেন্টের ১০ দলের মধ্যে শুধু বাংলাদেশ ও ইংল্যান্ডের শেষ চারে যাওয়ার সুযোগ নেই। 

বাকি ৮ দলের মধ্যে আজ পুনেতে মুখোমুখি হওয়া আফগানিস্তান–শ্রীলঙ্কারও শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে। সম্ভাবনাটা কোন দলের বেশি হবে তা ম্যাচ শেষেই জানা যাবে। তার আগে অবশ্য টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। 

দুই দলই বিশ্বকাপে সমান তালে এগিয়ে যাচ্ছে। ৫ ম্যাচে ২ জয় পেয়েছে। পয়েন্ট সমান ৪ হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় তালিকার ৫ নম্বরে আছে শ্রীলঙ্কা। অন্যদিকে ৭ নম্বরে আফগানিস্তান। দুই দলই শেষ ম্যাচে জয় পেয়েছে। তবে আজ সব মিলের অবসান হবে। কোনো এক দলকে যে জয় বা পরাজয় মেনে নিতে হবে। আর যারা জিতবে তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। 

একাদশে আজ দুই দলই পরিবর্তন এনেছে। আফগানিস্তানের একজনের পরিবর্তে দুজন বদলি করেছে শ্রীলঙ্কা। আফগানরা স্পিনার নূর আহমেদের পরিবর্তে বাঁহাতি পেসার ফজলহক ফারুকিকে নিয়েছে। অন্যদিকে ওপেনার কুশল পেরেরার বদলি হিসেবে অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার দিমুথ করুনারত্নেকে নিয়েছে লঙ্কানরা। দিমুথের সঙ্গে একাদশে সুযোগ পেয়েছেন দুষ্মন্ত চামিরাও। তাঁকে জায়গা দিতে বাদ পড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা পেসার লাহিরু কুমারা। 

আফগানিস্তানের একাদশ:  
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি। 

শ্রীলঙ্কার একাদশ: 
পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত