টানা দুই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। সেই আশাটাকে আরেকটু উজ্জ্বল করে নিতে আজ পুনেতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছেন কুশল মেন্ডিসরা। তবে আফগান বোলারদের সামনে নিয়মিত বিরতিতে উইকেট উপহার দেওয়ায় স্কোর তেমন বড় করতে পারেনি লঙ্কানরা। ৪৯.৩ ওভারে অলআউট হয়েছে ২৪১ রানে।
দুই জয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আফগানরাও। সেই আশাটাকে সত্যি করে তুলে লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে নামে তারা। ভালো শুরুর আভাস দিলেও লঙ্কানদের ওপেনিং জুট ভাঙে ২২ রানে। দিমুথ করুনারত্নেকে (১৫) এলবিডব্লুর ফাঁদে ফেলে ফেরান পেসার ফজলহক ফারুকি। আরেক ওপেনার পাতুম নিশাঙ্কা দ্বিতীয় উইকেটে অধিনায়ক কুশল মেন্ডিসের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে চাপটা সামাল দেন।
এই জুটি ভাঙেন আজমতউল্লাহ ওমরজাই। ৪৬ রানে রহমানউল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়ে ফেরেন নিশাঙ্কা। ৪৬ রানে আউট না হলে নতুন এক রেকর্ড গড়া হতো তাঁর। এর আগেই টানা চারটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন নিশাঙ্কা। বিশ্বকাপে টানা পাঁচ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান নেই কারও। তাঁর বিদায়ের পর সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন মেন্ডিস। ব্যক্তিগত ৩৯ রানে মুজিব-উর-রহমানের ঘুর্ণিতে ফেরেন লঙ্কান উইকেটরক্ষক। দলের রান তখন ১৩৪, তার সঙ্গে আর ৫ রান যোগ হতেই নিজের সামারাবিক্রমাকেও (৩৬) এলবিডব্লু করেন মুজিব।
চারিত আসালাঙ্কাকে (২২) ইনিংস বড় করতে দেননি ফারুকী। ধনাঞ্জয়া ডি সিলভা (১৪) বোল্ড হোন শততম ওয়ানডে খেলতে নামা রশিদ খানের বলে। মিডল-অর্ডারদের ব্যর্থতায় লঙ্কানদের স্কোর বাড়ানোর দায়িত্বটা নিজের কাঁধে নেন মহীশ তিকশানা। অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ার পথে ৩১ রানে ২৯ রানের ইনিংস খেলেন এই স্পিনার। বোল্ড করে তাঁকেও থামান ফারুকী। তাঁর আগে রানআউট হয়ে ফেরেন চোটে পড়ে লাহিরু কুমারার পরিবর্তে রিজার্ভ থেকে একাদশে সুযোগ পাওয়া দুষ্মন্ত চামিরা (১)। ম্যাথুস চেয়েছিলেন টেলএন্ডারদের নিয়ে যতুটুকু পারা যায় ইনিংসটাকে বড় করতে। কিন্তু ২৩ রানের মাথায় ফারুকির বলে বাউন্ডারিতে মোহাম্মদ নবীর হাতে বন্দী হোন। শেষ উইকেটে কাসুন রাজিতা (৫) রানআউট হলে থামে লঙ্কানদের ইনিংস। অপরাজিত ছিলেন দিলশান মধুশঙ্ক (০)।
টানা দুই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। সেই আশাটাকে আরেকটু উজ্জ্বল করে নিতে আজ পুনেতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছেন কুশল মেন্ডিসরা। তবে আফগান বোলারদের সামনে নিয়মিত বিরতিতে উইকেট উপহার দেওয়ায় স্কোর তেমন বড় করতে পারেনি লঙ্কানরা। ৪৯.৩ ওভারে অলআউট হয়েছে ২৪১ রানে।
দুই জয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আফগানরাও। সেই আশাটাকে সত্যি করে তুলে লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে নামে তারা। ভালো শুরুর আভাস দিলেও লঙ্কানদের ওপেনিং জুট ভাঙে ২২ রানে। দিমুথ করুনারত্নেকে (১৫) এলবিডব্লুর ফাঁদে ফেলে ফেরান পেসার ফজলহক ফারুকি। আরেক ওপেনার পাতুম নিশাঙ্কা দ্বিতীয় উইকেটে অধিনায়ক কুশল মেন্ডিসের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে চাপটা সামাল দেন।
এই জুটি ভাঙেন আজমতউল্লাহ ওমরজাই। ৪৬ রানে রহমানউল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়ে ফেরেন নিশাঙ্কা। ৪৬ রানে আউট না হলে নতুন এক রেকর্ড গড়া হতো তাঁর। এর আগেই টানা চারটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন নিশাঙ্কা। বিশ্বকাপে টানা পাঁচ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান নেই কারও। তাঁর বিদায়ের পর সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন মেন্ডিস। ব্যক্তিগত ৩৯ রানে মুজিব-উর-রহমানের ঘুর্ণিতে ফেরেন লঙ্কান উইকেটরক্ষক। দলের রান তখন ১৩৪, তার সঙ্গে আর ৫ রান যোগ হতেই নিজের সামারাবিক্রমাকেও (৩৬) এলবিডব্লু করেন মুজিব।
চারিত আসালাঙ্কাকে (২২) ইনিংস বড় করতে দেননি ফারুকী। ধনাঞ্জয়া ডি সিলভা (১৪) বোল্ড হোন শততম ওয়ানডে খেলতে নামা রশিদ খানের বলে। মিডল-অর্ডারদের ব্যর্থতায় লঙ্কানদের স্কোর বাড়ানোর দায়িত্বটা নিজের কাঁধে নেন মহীশ তিকশানা। অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ার পথে ৩১ রানে ২৯ রানের ইনিংস খেলেন এই স্পিনার। বোল্ড করে তাঁকেও থামান ফারুকী। তাঁর আগে রানআউট হয়ে ফেরেন চোটে পড়ে লাহিরু কুমারার পরিবর্তে রিজার্ভ থেকে একাদশে সুযোগ পাওয়া দুষ্মন্ত চামিরা (১)। ম্যাথুস চেয়েছিলেন টেলএন্ডারদের নিয়ে যতুটুকু পারা যায় ইনিংসটাকে বড় করতে। কিন্তু ২৩ রানের মাথায় ফারুকির বলে বাউন্ডারিতে মোহাম্মদ নবীর হাতে বন্দী হোন। শেষ উইকেটে কাসুন রাজিতা (৫) রানআউট হলে থামে লঙ্কানদের ইনিংস। অপরাজিত ছিলেন দিলশান মধুশঙ্ক (০)।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৮ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
১০ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
১০ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১১ ঘণ্টা আগে