পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের মুহূর্ত দীর্ঘদিন মনে রাখবেন শামসি
২০২৩ বিশ্বকাপ রানবন্যার বিশ্বকাপ হবে, তা আগেই অনুমান করা হয়েছিল। মাঠের পারফরম্যান্সে সেটা দেখাও যাচ্ছে। প্রায় ম্যাচেই দেখা যাচ্ছে, প্রথমে ব্যাটিং করে কোনো দল ৩০০ এর ওপরে রান করেও হেরে যাচ্ছে। রানবন্যার বিশ্বকাপে ভক্ত-সমর্থকদের একমাত্র ‘আক্ষেপ’ যে টানটান উত্তেজনার ম্যাচ দেখা যাচ্ছে না।