Ajker Patrika

‘সাকিব-তামিমদের পর কতজন বিশ্বমানের খেলোয়াড় আছে বাংলাদেশের’

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৩: ৫২
‘সাকিব-তামিমদের পর কতজন বিশ্বমানের খেলোয়াড় আছে বাংলাদেশের’

বিশ্বকাপের দৃশ্যপটে কোনো পরিবর্তন নেই বাংলাদেশের। গল্পটা সব সময় একই থাকে। স্বপ্ন নিয়ে শ্রেষ্ঠত্বের মঞ্চে খেলতে গিয়ে হতাশা নিয়ে ফিরে আসা। এবারের বিশ্বকাপের চিত্র তো আরও ভয়াবহ। টুর্নামেন্টের ইতিহাসে এবারই সবচেয়ে বাজে খেলেছে বাংলাদেশ। 

গতকাল নেদারল্যান্ডসের কাছে হেরে সেটা নির্দ্বিধায় স্বীকারও করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। শক্তি–সামর্থ্যে পিছিয়ে থাকা দলের কাছেও গতকাল হেরেছে বাংলাদেশ। অথচ, লক্ষ্যটা খুব বেশি ছিল না। জিততে হলে ২৩০ রান করতে হতো বাংলাদেশকে। সেই রান তাড়া করতে গিয়ে ৮৭ রানে হেরেছে বাংলাদেশ।

বিশ্বকাপে টানা পঞ্চম হারে তাই বাংলাদেশ দলের সমালোচনা অবধারিতভাবেই ওঠে এসেছে। দলের এমন পারফরম্যান্সের পেছনে অনেক ক্রিকেট বিশ্লেষক তো দেশের ঘরোয়া ক্রিকেটের মান এবং পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন। সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়েরা কতটা মান সম্মত তা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকের সঙ্গে এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন হার্শা ভোগলে। 

বাংলাদেশের ক্রিকেটকে খুব কাছ থেকেই দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছেন ক্রিকেট বিশ্লেষক ও জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা। ফলে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা তাঁর। সেই অভিজ্ঞতা থেকেই বাংলাদেশি সমর্থকদের একটি কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভারতীয় ধারাভাষ্যকার। তিনি সামাজিক মাধ্যমে বলেছেন, ‘নিজেদের কিছু কঠিন প্রশ্ন করতে হবে বাংলাদেশকে। আজ থেকে কয়েক বছর পর এসবের প্রয়োজন রয়েছে। তাই বাংলাদেশি সমর্থকেরা সাকিব, মুশফিক এবং তামিমদের ব্যাচের পর সত্যিকার অর্থে আর কি কোনো বিশ্বমানের খেলোয়াড় ওঠে এসেছে, আপনার মতে?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত