টেস্ট নিয়ে ইংল্যান্ড যতটা ‘সিরিয়াস’, ওয়ানডে নিয়ে ততটা নয়! চলতি বিশ্বকাপে যখন খাদের কিনারে ইংলিশরা, তখন এই অভিযোগ সবারই! তবে এই অভিযোগ মানতে নারাজ ইংল্যান্ড দলের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক। লক্ষ্ণৌতে আজ ভারতের বিপক্ষে ম্যাচ ইংল্যান্ডের।
আগের দিন ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে ট্রেসকোথিক বললেন, চাপের মধ্যে থাকলেও ওয়ানডে সংস্করণে নিজেদের ওপর থেকে আস্থা হারাননি তাঁরা। তাঁর ভাষায়, ‘মাফ করবেন, আমরা এখানে অকার্যকর হতে চাইনি, তবে আমরা (নিজেদের ওপর) আস্থা হারাইনি। আমরা যেকোনো সংস্করণেই খেলতে পছন্দ করি। আমরা এখানে (ভারতে) টানা দ্বিতীয় ৫০ ওভারের বিশ্বকাপ জিততে মরিয়া ছিলাম। আসলে সব সংস্করণের ওপরই আমাদের মনোযোগ।’
তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাস্তবতা মেনে নিচ্ছেন ট্রেসকোথিক। ১০ দলের বিশ্বকাপের পয়েন্ট টেবিলে গতকাল বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের আগপর্যন্ত তাদের অবস্থান ছিল ৯ নম্বরে। ট্রেসকোথিক বলছেন, ‘চাপটা আমরা সবাই টের পাচ্ছি। কিন্তু করার কী! আপনারা যা আশা করেন, তার সবকিছুই করেছি আমরা। প্রতিটি অনুশীলন শেষেই মনে হয় ভালো বোধ করছি, সবকিছু ঠিক থাকার অনুভূতি। কিন্তু মাঠে ঠিকঠাকমতো কিছুই হচ্ছে না।’
এমন এক পরিস্থিতিতেই আজ ভারতের মুখোমুখি ট্রেসকোথিকের দল। ফর্মের দিক থেকে দুই দলের উত্তর মেরু-দক্ষিণ মেরু অবস্থান।
পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে ভারত। টগবগে আত্মবিশ্বাস দলটির। তবে এই ম্যাচে তারা পাচ্ছে না অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে।
সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে পড়া ইংল্যান্ডের এই ম্যাচে লক্ষ্য একটাই—ভারতকে হারিয়ে আত্মবিশ্বাস পুনরুদ্ধার। আর আজ ভারতকে হারিয়ে দিলে পরের ম্যাচগুলোতেও আত্মবিশ্বাসের জ্বালানি নিতে পারবে ইংলিশরা।
টেস্ট নিয়ে ইংল্যান্ড যতটা ‘সিরিয়াস’, ওয়ানডে নিয়ে ততটা নয়! চলতি বিশ্বকাপে যখন খাদের কিনারে ইংলিশরা, তখন এই অভিযোগ সবারই! তবে এই অভিযোগ মানতে নারাজ ইংল্যান্ড দলের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক। লক্ষ্ণৌতে আজ ভারতের বিপক্ষে ম্যাচ ইংল্যান্ডের।
আগের দিন ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে ট্রেসকোথিক বললেন, চাপের মধ্যে থাকলেও ওয়ানডে সংস্করণে নিজেদের ওপর থেকে আস্থা হারাননি তাঁরা। তাঁর ভাষায়, ‘মাফ করবেন, আমরা এখানে অকার্যকর হতে চাইনি, তবে আমরা (নিজেদের ওপর) আস্থা হারাইনি। আমরা যেকোনো সংস্করণেই খেলতে পছন্দ করি। আমরা এখানে (ভারতে) টানা দ্বিতীয় ৫০ ওভারের বিশ্বকাপ জিততে মরিয়া ছিলাম। আসলে সব সংস্করণের ওপরই আমাদের মনোযোগ।’
তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাস্তবতা মেনে নিচ্ছেন ট্রেসকোথিক। ১০ দলের বিশ্বকাপের পয়েন্ট টেবিলে গতকাল বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের আগপর্যন্ত তাদের অবস্থান ছিল ৯ নম্বরে। ট্রেসকোথিক বলছেন, ‘চাপটা আমরা সবাই টের পাচ্ছি। কিন্তু করার কী! আপনারা যা আশা করেন, তার সবকিছুই করেছি আমরা। প্রতিটি অনুশীলন শেষেই মনে হয় ভালো বোধ করছি, সবকিছু ঠিক থাকার অনুভূতি। কিন্তু মাঠে ঠিকঠাকমতো কিছুই হচ্ছে না।’
এমন এক পরিস্থিতিতেই আজ ভারতের মুখোমুখি ট্রেসকোথিকের দল। ফর্মের দিক থেকে দুই দলের উত্তর মেরু-দক্ষিণ মেরু অবস্থান।
পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে ভারত। টগবগে আত্মবিশ্বাস দলটির। তবে এই ম্যাচে তারা পাচ্ছে না অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে।
সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে পড়া ইংল্যান্ডের এই ম্যাচে লক্ষ্য একটাই—ভারতকে হারিয়ে আত্মবিশ্বাস পুনরুদ্ধার। আর আজ ভারতকে হারিয়ে দিলে পরের ম্যাচগুলোতেও আত্মবিশ্বাসের জ্বালানি নিতে পারবে ইংলিশরা।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৬ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৭ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১০ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৩ ঘণ্টা আগে