সবার অধিকার সমান, একটু সাহায্য করুন, ধৈর্য ধরুন—ঢাকেশ্বরীতে প্রধান উপদেষ্টা
অধিকার সবার সমান। এ দেশের মানুষ হিসেবে অধিকার আদায়ে বিভক্ত হয়ে নয়, আমরা এক মানুষ, এক অধিকার। এর মধ্যে কোনো পার্থক্য করিয়েন না। আমাদেরকে একটু সাহায্য করুন। ধৈর্য ধরেন, করতে পারলাম কী পারলাম না, সেটা পরে বিচার করবেন। যদি না পারি আমাদের দোষ দিয়েন...