শুধু ‘জিনিয়াসদের’ দেখা দেবেন অনুরাগ কাশ্যপ, ১০ মিনিটে নেবেন লাখ রুপি
নতুনদের সাহায্য করতে গিয়ে নিজের অনেক সময় নষ্ট করেছেন বলে হতাশা প্রকাশ করেছেন ভারতের নির্মাতা অনুরাগ কাশ্যপ। নবাগতদের জন্য অনেক খেটেছেন বলে দাবি করেছেন তিনি। তবে এবার নিজের মত বদলেছেন অনুরাগ, নতুনদের জন্য আর বিনা পয়সায় শ্রম নয়, যেকোনো সাক্ষাতে ‘টাইম স্লট’ অনুযায়ী দিতে হবে পারিশ্রমিক। নিজের ভ্যারিফায়ে