বিনোদন ডেস্ক
সম্প্রতি মুক্তি পাওয়া ‘শয়তান’ সিনেমায় আর মাধবনের অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটি ইতিমধ্যে শতকোটি রুপির বক্স অফিস ক্লাবে ঢুকেছে। সিনেমাটি নিয়ে কথা বলতে জনপ্রিয় পডকাস্ট বিয়ারবাইসেপস এর শোতে এসেছিলেন অভিনেতা। আর সেখানেই তাঁর অভিনীত বলিউড ইতিহাসের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এর বিষয়ে একাধিক অজানা ও মজার তথ্য প্রকাশ্যে আনলেন তিনি।
‘থ্রি ইডিয়টস’ সিনেমার গল্প আবর্তিত হয়েছিল ইঞ্জিনিয়ারিং কলেজের তিন বন্ধুকে ঘিরে, যে চরিত্রে দেখা গিয়েছিল আমির খান, আর মাধবন এবং শারমন যোশীকে। সিনেমাটির গল্প থেকে অভিনয় সবটাই দর্শকদের মন জয় করেছিল। সিনেমার একটি দৃশ্যে দেখা গিয়েছিল মধ্যরাতে মদ্যপান করে তিন অভিনেতা তাঁদের কলেজের ডিনের বাড়ির দরজায় গিয়ে প্রস্রাব করছেন।
এবার আর মাধবন জানালেন, সেই দৃশ্যের শুটিংয়ের সময় তাঁরা তিনজন সত্যিই মদ্যপান করেছিলেন। এই বিষয়ে আর মাধবন বলেন, ‘আমিরের পরিকল্পনা ছিল, মদ্যপান করে মাতলামি করার দৃশ্যে অভিনয় করবে না। বরং সত্যি মদ্যপান করে স্বাভাবিক অভিনয় করবে।’ তখন আমিরের কথাতেই তাঁরা তিনজন মদ্যপান করে শুটিং করতে যান।
মাধবন আরও জানান, সে রাতে তাঁরা ৮টা থেকে মদ্যপান শুরু করেন। কারণ তাঁদের শুটিং শুরু হওয়ার কথা ছিল রাত ৯টা থেকে। কিন্তু বেঙ্গালুরুর ঠান্ডা আবহাওয়া আর মদের নেশা যে মাথায় চড়ে বসবে তাঁরা বুঝতে পারেননি! অভিনেতার কথায়, ‘আমরা একদম স্বাভাবিক ছিলাম। কিন্তু বুঝিনি যে সংলাপ বলতে আমরা ঘণ্টার পর ঘণ্টা সময় নিচ্ছি!’
এদিন আর মাধবন আরও জানান সিনেমাটিতে তাঁর করা ফারহান চরিত্রটি বাবার থেকে যেমন বকা খেত, অভিনেতা ব্যক্তিগত জীবনেও তাঁর বাবার থেকে এমন বকা খেয়েছেন।
উল্লেখ্য, থ্রি ইডিয়টস মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এতে মুখ্য ভূমিকায় আমির খান, কারিনা কাপুর, বোমান ইরানি, আর মাধবন এবং শারমন যোশীকে দেখা গিয়েছিল।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘শয়তান’ সিনেমায় আর মাধবনের অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটি ইতিমধ্যে শতকোটি রুপির বক্স অফিস ক্লাবে ঢুকেছে। সিনেমাটি নিয়ে কথা বলতে জনপ্রিয় পডকাস্ট বিয়ারবাইসেপস এর শোতে এসেছিলেন অভিনেতা। আর সেখানেই তাঁর অভিনীত বলিউড ইতিহাসের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এর বিষয়ে একাধিক অজানা ও মজার তথ্য প্রকাশ্যে আনলেন তিনি।
‘থ্রি ইডিয়টস’ সিনেমার গল্প আবর্তিত হয়েছিল ইঞ্জিনিয়ারিং কলেজের তিন বন্ধুকে ঘিরে, যে চরিত্রে দেখা গিয়েছিল আমির খান, আর মাধবন এবং শারমন যোশীকে। সিনেমাটির গল্প থেকে অভিনয় সবটাই দর্শকদের মন জয় করেছিল। সিনেমার একটি দৃশ্যে দেখা গিয়েছিল মধ্যরাতে মদ্যপান করে তিন অভিনেতা তাঁদের কলেজের ডিনের বাড়ির দরজায় গিয়ে প্রস্রাব করছেন।
এবার আর মাধবন জানালেন, সেই দৃশ্যের শুটিংয়ের সময় তাঁরা তিনজন সত্যিই মদ্যপান করেছিলেন। এই বিষয়ে আর মাধবন বলেন, ‘আমিরের পরিকল্পনা ছিল, মদ্যপান করে মাতলামি করার দৃশ্যে অভিনয় করবে না। বরং সত্যি মদ্যপান করে স্বাভাবিক অভিনয় করবে।’ তখন আমিরের কথাতেই তাঁরা তিনজন মদ্যপান করে শুটিং করতে যান।
মাধবন আরও জানান, সে রাতে তাঁরা ৮টা থেকে মদ্যপান শুরু করেন। কারণ তাঁদের শুটিং শুরু হওয়ার কথা ছিল রাত ৯টা থেকে। কিন্তু বেঙ্গালুরুর ঠান্ডা আবহাওয়া আর মদের নেশা যে মাথায় চড়ে বসবে তাঁরা বুঝতে পারেননি! অভিনেতার কথায়, ‘আমরা একদম স্বাভাবিক ছিলাম। কিন্তু বুঝিনি যে সংলাপ বলতে আমরা ঘণ্টার পর ঘণ্টা সময় নিচ্ছি!’
এদিন আর মাধবন আরও জানান সিনেমাটিতে তাঁর করা ফারহান চরিত্রটি বাবার থেকে যেমন বকা খেত, অভিনেতা ব্যক্তিগত জীবনেও তাঁর বাবার থেকে এমন বকা খেয়েছেন।
উল্লেখ্য, থ্রি ইডিয়টস মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এতে মুখ্য ভূমিকায় আমির খান, কারিনা কাপুর, বোমান ইরানি, আর মাধবন এবং শারমন যোশীকে দেখা গিয়েছিল।
মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ এক তরুণীর ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন।
১৭ ঘণ্টা আগেভারতীয় বিনোদন দুনিয়ায় সংগীত রিয়েলিটি শো নিয়ে সুনিধি চৌহানের পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন কৈলাস খের। সংগীতের রিয়েলিটি শোর নামে ভেলপুরি বিক্রি করছে বলে মন্তব্য করেছেন তিনি। হঠাৎ কেন এমন মন্তব্য এই গায়কের?
১৮ ঘণ্টা আগেপলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
২১ ঘণ্টা আগেপ্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। তাঁর বিভিন্ন নাট্যকর্মে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শন একীভূত হয়েছে। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তাঁর লেখা। আজকের পত্রিকায় লেখা তাঁর...
২১ ঘণ্টা আগে