ক্যারিয়ারের শুরুতে অভিনেতা পঙ্কজ কাপুরের ছেলে হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি অর্জন করেন শহীদ কাপুর। নিজের নামে প্রতিষ্ঠিত হওয়ার আগে সব তারকা বাবার সন্তানদেরই তারকা সন্তান পরিচয়ে কাজ পেতে হয়। তবে সম্প্রতি নেহা ধুপিয়ার শো ‘নো ফিল্টার নেহা’য় বিষয়টি নিয়ে বড় স্বীকারোক্তি দিয়েছেন শহীদ কাপুর। জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে কখনোই পঙ্কজ কাপুরের ছেলে বলে নিজের পরিচয় দেননি তিনি।
শহীদ কাপুর জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে পঙ্কজ কাপুরের ছেলে হিসেবে নিজেকে কখনো পরিচয় দিতে চাননি। তাঁর কথায়, ‘আমার বয়স যখন মাত্র সাড়ে তিন, মা-বা আলাদা হয়ে গিয়েছিলেন। তাই পঙ্কজ কাপুরের ছেলে হিসেবে কখনোই কাউকে পরিচয় দিইনি। আমি আসলে এ বিষয়ে কাউকে কিছু বলতেই চাইনি। আমি সিনেমার জন্য চুক্তি করার পরেই বাবাকে জানিয়েছিলাম।’
ইন্ডাস্ট্রিতে নতুনদের জায়গা পেতে বেশ বেগ পেতে হয়। আর কারও যদি ইন্ডাস্ট্রিতে পরিচিতি কেউ না থাকে তাঁর জন্য কাজ পাওয়াও বেশ কষ্টকর। তবে ইন্ডাস্ট্রির বহিরাগতদের সাহস জুগিয়েছেন শহীদ। নিজেকে বহিরাগত দাবি করে নতুনদের অনুপ্রাণিত করেছেন।
শহীদের কথায়, ‘আমিও আসলে বহিরাগত। কারণ, বাবা-মা আলাদা হয়ে যাওয়ার পর আমি মায়ের সঙ্গে দিল্লিতে থাকতাম। সেখান থেকে মায়ের সঙ্গে মুম্বাইতে এসে লড়াই শুরু করি। আমারও কোনও চ্যানেল (পরিচিতি) ছিল না কিন্তু। নিজের মেধাকে প্রমাণ করেছি। আমারও তাই প্রশ্ন কেন বহিরাগতরা সুযোগ পাবেন না?’
শহীদ কাপুর মনে করেন টিকে থাকার লড়াইটা বহিরাগতদেরই করতে হয়। শহীদ কাপুর বলেন, ‘সত্যিটা হল যাঁরা চরিত্রাভিনেতা, তাঁদের আলাদা করে ইন্ডাস্ট্রিতে কোনও ক্ষমতাই নেই, ক্ষমতা শুধু তারকাদেরই আছে। সুপারস্টার, পরিচালক ও প্রযোজকদের ক্ষমতা আছে। যদি আপনি বিএমডব্লিউতে চড়ে লড়াই শুরু করেন, এরপর সফল হয়ে আরেকটা বিএমডব্লিউ কেনেন, তাহলে সেই লড়াইয়ের অর্থ কী! এখানে কেন বহিরাগতরা সুযোগ পাবে না? দেখুন ইন্ডাস্ট্রিতে বেশির ভাগই ভেতরের লোক, শুধু কিছু বাইরের লোকজন আছেন।’
উল্লেখ্য, ১৯৭৯ সালে অভিনেতা পঙ্কজকে বিয়ে করেন নীলিমা আজীম। এরপর ১৯৮১-র ২৫ ফেব্রুয়ারি জন্ম হয় তাঁদের সন্তান শহীদ কাপুরের। এর সাড়ে তিন বছর পরেই বিচ্ছেদ হয় যায় নীলিমা-পঙ্কজের।
ক্যারিয়ারের শুরুতে অভিনেতা পঙ্কজ কাপুরের ছেলে হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি অর্জন করেন শহীদ কাপুর। নিজের নামে প্রতিষ্ঠিত হওয়ার আগে সব তারকা বাবার সন্তানদেরই তারকা সন্তান পরিচয়ে কাজ পেতে হয়। তবে সম্প্রতি নেহা ধুপিয়ার শো ‘নো ফিল্টার নেহা’য় বিষয়টি নিয়ে বড় স্বীকারোক্তি দিয়েছেন শহীদ কাপুর। জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে কখনোই পঙ্কজ কাপুরের ছেলে বলে নিজের পরিচয় দেননি তিনি।
শহীদ কাপুর জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে পঙ্কজ কাপুরের ছেলে হিসেবে নিজেকে কখনো পরিচয় দিতে চাননি। তাঁর কথায়, ‘আমার বয়স যখন মাত্র সাড়ে তিন, মা-বা আলাদা হয়ে গিয়েছিলেন। তাই পঙ্কজ কাপুরের ছেলে হিসেবে কখনোই কাউকে পরিচয় দিইনি। আমি আসলে এ বিষয়ে কাউকে কিছু বলতেই চাইনি। আমি সিনেমার জন্য চুক্তি করার পরেই বাবাকে জানিয়েছিলাম।’
ইন্ডাস্ট্রিতে নতুনদের জায়গা পেতে বেশ বেগ পেতে হয়। আর কারও যদি ইন্ডাস্ট্রিতে পরিচিতি কেউ না থাকে তাঁর জন্য কাজ পাওয়াও বেশ কষ্টকর। তবে ইন্ডাস্ট্রির বহিরাগতদের সাহস জুগিয়েছেন শহীদ। নিজেকে বহিরাগত দাবি করে নতুনদের অনুপ্রাণিত করেছেন।
শহীদের কথায়, ‘আমিও আসলে বহিরাগত। কারণ, বাবা-মা আলাদা হয়ে যাওয়ার পর আমি মায়ের সঙ্গে দিল্লিতে থাকতাম। সেখান থেকে মায়ের সঙ্গে মুম্বাইতে এসে লড়াই শুরু করি। আমারও কোনও চ্যানেল (পরিচিতি) ছিল না কিন্তু। নিজের মেধাকে প্রমাণ করেছি। আমারও তাই প্রশ্ন কেন বহিরাগতরা সুযোগ পাবেন না?’
শহীদ কাপুর মনে করেন টিকে থাকার লড়াইটা বহিরাগতদেরই করতে হয়। শহীদ কাপুর বলেন, ‘সত্যিটা হল যাঁরা চরিত্রাভিনেতা, তাঁদের আলাদা করে ইন্ডাস্ট্রিতে কোনও ক্ষমতাই নেই, ক্ষমতা শুধু তারকাদেরই আছে। সুপারস্টার, পরিচালক ও প্রযোজকদের ক্ষমতা আছে। যদি আপনি বিএমডব্লিউতে চড়ে লড়াই শুরু করেন, এরপর সফল হয়ে আরেকটা বিএমডব্লিউ কেনেন, তাহলে সেই লড়াইয়ের অর্থ কী! এখানে কেন বহিরাগতরা সুযোগ পাবে না? দেখুন ইন্ডাস্ট্রিতে বেশির ভাগই ভেতরের লোক, শুধু কিছু বাইরের লোকজন আছেন।’
উল্লেখ্য, ১৯৭৯ সালে অভিনেতা পঙ্কজকে বিয়ে করেন নীলিমা আজীম। এরপর ১৯৮১-র ২৫ ফেব্রুয়ারি জন্ম হয় তাঁদের সন্তান শহীদ কাপুরের। এর সাড়ে তিন বছর পরেই বিচ্ছেদ হয় যায় নীলিমা-পঙ্কজের।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। সেখান থেকে গত বুধবার সোশ্যাল মিডিয়ায় সংগীত ইন্ডাস্ট্রি নিয়ে নিজের আক্ষেপের কথা তুলে ধরলেন তিনি। জানালেন, এখন গান গাওয়া অনেক সহজ, কোনো সাধনার প্রয়োজন হয় না। চাইলেই হওয়া যায় সংগীতশিল্পী। আরও জানালেন গান এখন হয়ে গেছে দেখার...
১০ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগেদর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
১ দিন আগেদুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথমদিকে সিনেপ্লেক্সে কমসংখ্যক শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে জংলির সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহ আরও বাড়ছে শোয়ের সংখ্যা।
১ দিন আগে