ক্যারিয়ারের শুরুতে অভিনেতা পঙ্কজ কাপুরের ছেলে হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি অর্জন করেন শহীদ কাপুর। নিজের নামে প্রতিষ্ঠিত হওয়ার আগে সব তারকা বাবার সন্তানদেরই তারকা সন্তান পরিচয়ে কাজ পেতে হয়। তবে সম্প্রতি নেহা ধুপিয়ার শো ‘নো ফিল্টার নেহা’য় বিষয়টি নিয়ে বড় স্বীকারোক্তি দিয়েছেন শহীদ কাপুর। জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে কখনোই পঙ্কজ কাপুরের ছেলে বলে নিজের পরিচয় দেননি তিনি।
শহীদ কাপুর জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে পঙ্কজ কাপুরের ছেলে হিসেবে নিজেকে কখনো পরিচয় দিতে চাননি। তাঁর কথায়, ‘আমার বয়স যখন মাত্র সাড়ে তিন, মা-বা আলাদা হয়ে গিয়েছিলেন। তাই পঙ্কজ কাপুরের ছেলে হিসেবে কখনোই কাউকে পরিচয় দিইনি। আমি আসলে এ বিষয়ে কাউকে কিছু বলতেই চাইনি। আমি সিনেমার জন্য চুক্তি করার পরেই বাবাকে জানিয়েছিলাম।’
ইন্ডাস্ট্রিতে নতুনদের জায়গা পেতে বেশ বেগ পেতে হয়। আর কারও যদি ইন্ডাস্ট্রিতে পরিচিতি কেউ না থাকে তাঁর জন্য কাজ পাওয়াও বেশ কষ্টকর। তবে ইন্ডাস্ট্রির বহিরাগতদের সাহস জুগিয়েছেন শহীদ। নিজেকে বহিরাগত দাবি করে নতুনদের অনুপ্রাণিত করেছেন।
শহীদের কথায়, ‘আমিও আসলে বহিরাগত। কারণ, বাবা-মা আলাদা হয়ে যাওয়ার পর আমি মায়ের সঙ্গে দিল্লিতে থাকতাম। সেখান থেকে মায়ের সঙ্গে মুম্বাইতে এসে লড়াই শুরু করি। আমারও কোনও চ্যানেল (পরিচিতি) ছিল না কিন্তু। নিজের মেধাকে প্রমাণ করেছি। আমারও তাই প্রশ্ন কেন বহিরাগতরা সুযোগ পাবেন না?’
শহীদ কাপুর মনে করেন টিকে থাকার লড়াইটা বহিরাগতদেরই করতে হয়। শহীদ কাপুর বলেন, ‘সত্যিটা হল যাঁরা চরিত্রাভিনেতা, তাঁদের আলাদা করে ইন্ডাস্ট্রিতে কোনও ক্ষমতাই নেই, ক্ষমতা শুধু তারকাদেরই আছে। সুপারস্টার, পরিচালক ও প্রযোজকদের ক্ষমতা আছে। যদি আপনি বিএমডব্লিউতে চড়ে লড়াই শুরু করেন, এরপর সফল হয়ে আরেকটা বিএমডব্লিউ কেনেন, তাহলে সেই লড়াইয়ের অর্থ কী! এখানে কেন বহিরাগতরা সুযোগ পাবে না? দেখুন ইন্ডাস্ট্রিতে বেশির ভাগই ভেতরের লোক, শুধু কিছু বাইরের লোকজন আছেন।’
উল্লেখ্য, ১৯৭৯ সালে অভিনেতা পঙ্কজকে বিয়ে করেন নীলিমা আজীম। এরপর ১৯৮১-র ২৫ ফেব্রুয়ারি জন্ম হয় তাঁদের সন্তান শহীদ কাপুরের। এর সাড়ে তিন বছর পরেই বিচ্ছেদ হয় যায় নীলিমা-পঙ্কজের।
ক্যারিয়ারের শুরুতে অভিনেতা পঙ্কজ কাপুরের ছেলে হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি অর্জন করেন শহীদ কাপুর। নিজের নামে প্রতিষ্ঠিত হওয়ার আগে সব তারকা বাবার সন্তানদেরই তারকা সন্তান পরিচয়ে কাজ পেতে হয়। তবে সম্প্রতি নেহা ধুপিয়ার শো ‘নো ফিল্টার নেহা’য় বিষয়টি নিয়ে বড় স্বীকারোক্তি দিয়েছেন শহীদ কাপুর। জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে কখনোই পঙ্কজ কাপুরের ছেলে বলে নিজের পরিচয় দেননি তিনি।
শহীদ কাপুর জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে পঙ্কজ কাপুরের ছেলে হিসেবে নিজেকে কখনো পরিচয় দিতে চাননি। তাঁর কথায়, ‘আমার বয়স যখন মাত্র সাড়ে তিন, মা-বা আলাদা হয়ে গিয়েছিলেন। তাই পঙ্কজ কাপুরের ছেলে হিসেবে কখনোই কাউকে পরিচয় দিইনি। আমি আসলে এ বিষয়ে কাউকে কিছু বলতেই চাইনি। আমি সিনেমার জন্য চুক্তি করার পরেই বাবাকে জানিয়েছিলাম।’
ইন্ডাস্ট্রিতে নতুনদের জায়গা পেতে বেশ বেগ পেতে হয়। আর কারও যদি ইন্ডাস্ট্রিতে পরিচিতি কেউ না থাকে তাঁর জন্য কাজ পাওয়াও বেশ কষ্টকর। তবে ইন্ডাস্ট্রির বহিরাগতদের সাহস জুগিয়েছেন শহীদ। নিজেকে বহিরাগত দাবি করে নতুনদের অনুপ্রাণিত করেছেন।
শহীদের কথায়, ‘আমিও আসলে বহিরাগত। কারণ, বাবা-মা আলাদা হয়ে যাওয়ার পর আমি মায়ের সঙ্গে দিল্লিতে থাকতাম। সেখান থেকে মায়ের সঙ্গে মুম্বাইতে এসে লড়াই শুরু করি। আমারও কোনও চ্যানেল (পরিচিতি) ছিল না কিন্তু। নিজের মেধাকে প্রমাণ করেছি। আমারও তাই প্রশ্ন কেন বহিরাগতরা সুযোগ পাবেন না?’
শহীদ কাপুর মনে করেন টিকে থাকার লড়াইটা বহিরাগতদেরই করতে হয়। শহীদ কাপুর বলেন, ‘সত্যিটা হল যাঁরা চরিত্রাভিনেতা, তাঁদের আলাদা করে ইন্ডাস্ট্রিতে কোনও ক্ষমতাই নেই, ক্ষমতা শুধু তারকাদেরই আছে। সুপারস্টার, পরিচালক ও প্রযোজকদের ক্ষমতা আছে। যদি আপনি বিএমডব্লিউতে চড়ে লড়াই শুরু করেন, এরপর সফল হয়ে আরেকটা বিএমডব্লিউ কেনেন, তাহলে সেই লড়াইয়ের অর্থ কী! এখানে কেন বহিরাগতরা সুযোগ পাবে না? দেখুন ইন্ডাস্ট্রিতে বেশির ভাগই ভেতরের লোক, শুধু কিছু বাইরের লোকজন আছেন।’
উল্লেখ্য, ১৯৭৯ সালে অভিনেতা পঙ্কজকে বিয়ে করেন নীলিমা আজীম। এরপর ১৯৮১-র ২৫ ফেব্রুয়ারি জন্ম হয় তাঁদের সন্তান শহীদ কাপুরের। এর সাড়ে তিন বছর পরেই বিচ্ছেদ হয় যায় নীলিমা-পঙ্কজের।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
৮ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
১০ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১৪ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১৫ ঘণ্টা আগে